ধ্বনি ও ধ্বনি পরিবর্তন
ধ্বনি ও ধ্বনি পরিবর্তন
শূন্যস্থান পূরণ কর।
১. স্বরধ্বনিকে দু ভাগে ভাগ করা হয় মৌলিক এবং ________
উঃ যৌগিক
২) মৌলিক স্বরধ্বনি হল _________ ও অবিভাজ্য ধ্বনি।
উঃ একক
৩) অ এ্য হল অর্ধ ____________ স্বরধ্বনি।
উঃ সংবৃত
৪) যৌগিক স্বরধ্বনির বিকল্প নাম হল __________।
উঃ সন্ধ্যাক্ষর
অতি সংক্ষিপ্ত উত্তর দাও
১) ক থেকে ম পর্যন্ত এই ২৫ টি ধ্বনিকে কী বলে ?
উঃ স্পর্শধ্বনি
২) উচ্চারণের স্থান অনুযায়ী র, ল, ন ব্যঞ্জনধ্বনিকে কি বলা হয় ?
উঃ দন্তমূলীয় ধ্বনি
৩) অও, অথ,আই- এগুলি কোন ধরনের উদাহরণ ?
উঃ যৌগিক স্বর
৪) আ হল কেন্দ্রীয় স্বরধ্বনি তা কোন ধরনের বর্গীকরণ ?
উঃ জিহ্বার অবস্থান অনুযায়ী বর্গীকরণ
৫) বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি হল ঘোষ ধ্বনি কারন কি ?
উঃ জিভের অগ্র ,পশ্চাৎ সঞ্চালন অনুযায়ী বর্গীকরণ
৬) চ ছ,জ,ও -কে ঘৃষ্ট ধ্বনি বলার কারণ কি ?
উঃ এই ধ্বনিগুলিকে উচ্চারণ করার সময় শ্বাসবায়ুর গতিপথে প্রথমে স্পর্শ ধ্বনির মতো পূর্ণ বাধার সৃষ্টি হয় এবং কিছুক্ষণের পরেই সেই বাধা উষ্ণ ধ্বনির মতো আংশিক বাধায় পরিণত হয়।
৭) অল্পপ্রাণ ধ্বনির উচ্চারণ প্রকৃতি লেখো।
উঃ শ্বাসবায়ু ধীরে ধীরে প্রবাহিত হয়।
৮) উষ্ম ধ্বনির উচ্চারণ প্রকৃতি লেখো।
উঃ শ্বাসবায়ুর গতিপথ আংশিক বাধা ও ঘর্ষণ
৯) ল ব্যঞ্জনধ্বনি পার্শ্বিক ধ্বনি ,এরূপ নামকরণের কারণ কি?
উঃ ল ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু জিহ্বার দুপাশ দিয়ে বেরিয়ে যায় বলে এরুপ নামকরণ হয়েছে।
১০) সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও।
উঃ ই,উ
১১) বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও।
উঃ আ,অ্যা
১২) অর্ধ- সংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও
উঃ এ,ও
১৩) অর্ধ-বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও
উঃ অ
১৪) কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও
উঃ আ
১৫) কম্পিত ধ্বনির উদাহরণ দাও
উঃ র
১৬) তাড়িত ধ্বনির উদাহরণ দাও
উঃ ড়,ঢ়
১৭) ঘোষ ধ্বনি কাকে বলে?
উঃ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় সেই ধ্বনিটির সঙ্গে স্বরতন্ত্রীয় কম্পনজাত সুর মিশিয়ে দিয়ে ধ্বনিটিকে উচ্চারণ করা হয় তাকে ঘোষ বা সঘোষ ধ্বনি বলে।
উদাহরণ- বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি ঘোষ ধ্বনি।
১৮) অঘোষ ধ্বনি কাকে বলে?
উঃ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় সেই ধ্বনিটির সঙ্গে স্বতন্ত্রের সুর মিশিয়ে না দিয়ে উচ্চারণ করা হয় তাকে অঘোষ ধ্বনি বলে।
উদাহরণ- প্রতি বর্গের প্রথম দ্বিতীয় ধ্বনি অঘোষ ধ্বনি।
১৯) মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?
উঃ যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
উদাহরণ- প্রতি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি।
২০) অল্পপ্রাণধ্বনি কাকে বলে?
উঃ যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের অপেক্ষাকৃত কম সময় লাগে তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে।
উদাহরণ- প্রতি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি।
২১) উষ্ম ধবনির অপর নাম কি ?
উঃ শিষ ধ্বনি
২২) উষ্ণ ধ্বনির উদাহরণ দাও
উঃ শ,ষ,স
২৩) যৌগিক স্বরধ্বনির অপর নাম কী?
উঃ মিশ্র স্বরধ্বনি, সন্ধিস্বর সন্ধাক্ষর
২৪) যৌগিক স্বরধ্বনি কাকে বলে?
উঃ দুটি পৃথক স্বরধ্বনীর সাহায্যে গঠিত স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলে।যেমন - ঐ,ঔ
.
Comments
Post a Comment
Haven't doubt please let me know.