দাম গল্পের বড় প্রশ্ন

 ১) "এ অপরাধ আমি বইবো কি করে"- বক্তা কে ? তিনি কোন অপরাধ করেছেন ? তিনি কোন আত্মগ্লানিতে ভুগছেন ?

উঃ প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত "দাম" গল্পের অন্তর্গত আলোচ্য প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন গল্পকথক সুকুমার। 

        এক পত্রিকার পক্ষ থেকে ফরমাস আসে যে গল্পকথকের ছোটবেলার গল্প শোনাতে হবে। শেষ পর্যন্ত তিনি তার শৈশবের অংকের মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখেছিলেন। সেই জন্য তিনি পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকে দশ টাকা দক্ষিণা পেয়েছিলেন। কথকের ধারণা মাস্টারমশাইয়ের কাছ থেকে ওইটুকুই তার নগদ লাভ। এই কাজকেই কথক অপরাধ বলে মনে করেছেন। 

          বাংলাদেশের এক কলেজে বক্তৃতা দেওয়ার কিছুক্ষণ পরে মাস্টারমশাইয়ের সাথে কথকের সাক্ষাৎ হয়। মাস্টারমশাই কথকের বক্তৃতার প্রশংসা করেন। মাস্টারমশাই বলেন, তার ছাত্রই তাকে অমর করে দিয়েছে। সুকুমারের জন্য তিনি গর্ব অনুভব করেন। তখনই নিজের কৃতকর্মের জন্য কথক আত্ম- অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। লজ্জায় তার মাথা নত হয়ে যায়। তিনি অনুভব করেন যে, তিনি মায়া-মমতা- ক্ষমার এক মহাসমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছেন, যা কোটি মণি- মানিক্যের চেয়েও মূল্যবান। এভাবেই তিনি আত্ম গ্লানিতে ভুগছিলেন। 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)