ভাস সমস্যা বলতে কি বোঝ আলোচনা করো।
৫) ভাস সমস্যা বলতে কি বোঝ আলোচনা করো।
ভূমিকা ঃ
কালিদাস পূর্ব যুগের একজন বিখ্যাত নাট্যকার হলেন ভাস। সমগ্র সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তার নাট্যখ্যাতি অবিসংবাদিতভাবে প্রতিষ্ঠিত। মাত্র 1909 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে টি গণপতি শাস্ত্রী দক্ষিণ ভারতের মনল্লিকরনাথম নামক স্থানে তালপাতার পুঁথিতে মালয়ালম হরফে লেখা 13 টি নাটক আবিষ্কার করেন ।নাটক গুলির রচয়িতা ভাস ,না অন্য কেউ সেই নিয়ে এক বিশাল মতভেদ সৃষ্টি হয়েছে। ইহাই ভাসসমস্য নামে পরিচিত।
সমস্যা পক্ষে যুক্তিঃ
কীথ, টমাস, দেবনাথ প্রমুখ পণ্ডিতগণ গ্রন্থগুলির রচয়িতা হিসেবে ভাসের নাম উল্লেখ করেছেন। তাদের মতে যুক্তিগুলি হল -----
১) তেরোখানি নাটকেই রচয়িতার নামের উল্লেখ নেই ।
২) সবগুলি নাটকেই ভাব-ভাষা বাগভঙ্গি ও রচনাশৈলী একই ধরনের।
৩) প্রতিটি নাটকের আরম্ভ হয়েছে "নান্দ্যন্তে ততঃ প্রবিশতি সুত্রধারঃ" বলে।
৪) প্রতিটি নাটকের ভরতবাক্য একই প্রকার।
৫) প্রতিটি নাটকেই প্রস্তাবনা শব্দের পরিবর্তে স্থাপনা শব্দ ব্যবহার করা হয়েছে।
৬) তেরোটি রূপকেই পতাকা স্থানের প্রাচুর্য বর্তমান।
সমস্যার বিপক্ষে যুক্তিঃ
নাটকগুলি যে ভাসের লেখা নয় এই মতের পক্ষে পন্ডিত রাম অবতার, শাস্ত্রী ,বার্নেট প্রমূখ পণ্ডিতগণ যে যুক্তি দিয়েছেন সেগুলি হল--
১) নাটকের আরম্ভে "নন্দ্যন্তে ততঃ" ইত্যাদি তে রীতি তা দক্ষিণ ভারতীয় নাটকের বৈশিষ্ট্য।
২) নাটকগুলিতে যে এক রূপ নাট্যশৈলীর কথা বলা হয়েছে তাও সমগ্র দক্ষিণ ভারতের নাটকেই বিদ্যমান।
৩) নাট্যশাস্ত্র বিধি লংঘন পরবর্তী নাটকেও দেখা যায়।
৪) অপাণিনীয় শব্দের প্রয়োগ লিপিকারের ভুল হতে পারে ।
৫) নাটকগুলি সম্ভবত কেরল অঞ্চলের চক্কিয়ার নামক ভ্রাম্যমাণ সম্প্রদায়ের লেখা।
সমাধানঃ
উভয়পক্ষের এই যুক্তিগুলি দুর্বল না হলেও সবই পরোক্ষ প্রমাণ। এগুলির পক্ষে বা বিপক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ না পাওয়ার ফলে নাটকগুলি ভাস রচিত বলেই স্বীকার করা উচিত।
************************************************
Comments
Post a Comment
Haven't doubt please let me know.