ছোটদের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালীর প্রশ্ন ও উত্তর
পথের পাঁচালী
১) মায়ের কাছ থেকে অপু কার লেখা মহাভারত শুনত?
উঃ কাশীরাম দাশের কাশীদাসি মহাভারত
২) গুরু মশাইয়ের নাম কি ?
উঃ প্রসন্ন
৩) মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ "- অপু কর্ণকে চিরদিনের কৃপার পাত্র মনে করেছেন কেন ?
উঃ কুরুক্ষেত্র যুদ্ধের এক অসহায় পরিস্থিতিতে পড়ে মহাবীর কর্ণের মৃত্যু হয়েছিল বলে অপুর মনে হয়েছে কর্ণ চিরদিনের কৃপার পাত্র।
৪) অপু কোথায় পাঠশালা যেত ?
উঃ প্রসন্ন গুরুর পাঠশালায়
৫) পথের পাঁচালী গল্পের শুরুতে কোন গ্রামের কথা বলা হয়েছে?
উঃ নিশ্চিন্দিপুর
৬) অপুর বয়স কত ?
উঃ ৬-৭ বছর
৭) অপুর বাবার নাম কি ?
উঃ হরিহর
৮) অপুর মায়ের নাম কি ?
উঃ সর্বজয়া
৯) অপুর দিদির নাম কি ?
উঃ দূর্গা
১০) হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল ?
উঃ হরিহর তার ছেলেকে নিয়ে লক্ষ্মণ মহাজনের বাড়ি গিয়েছিল।
১১) অপুর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তির উল্লেখ কর।
উঃ অপুর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তি হলো টিনের ভেঁপু এবং দু পয়সা দামের একটা পিস্তল।
১২) নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি বিষয়ে গল্প করেছিলেন ?
উঃ নবীন পালিতের মাঠে বেড়াতে বেড়াতে হরিহর গল্প করেছিল যে, এই মাঠের উত্তর অংশের জমিতে একবার শাঁক আলুর চাষ করে কেমন লাভ হয়েছিল।
১৩) অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটি খুব বড় অশ্বত্থ গাছ ছিল - গাছটির দিকে তাকিয়ে অপু কি ভাবতো ?
উঃ অশ্বত্থ গাছটির দিকে চেয়ে অপু মনে মনে ভাবতো তার ওপারে দূরে কোনো অজানা দেশ রয়েছে। যে দেশের রাজপুত্রদের কথা শুনে সে রোমাঞ্চ বোধ করে।
১৪) দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই "-দিদিকে সে চটাতে চায় না কেন ?
উঃ কারণ অপুর দিদিই বন জঙ্গলে ঘুরে ঘুরে কুল,জাম, নোনা, আমড়া কুড়িয়ে এনে তাকে খাওয়ায়।
১৫)"এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি"- তার মূল্যবান সম্পত্তির নাম গুলি লেখ।
উঃ টিনের ভেঁপু,গোটাকতক কড়ি,দু-পয়সা দামের পিস্তল, শুকনো নাটা ফল ইত্যাদি।
১৬) মহাভারতের কোন চরিত্রটি অপুর সবচেয়ে ভালো লাগে ?
উঃ কর্ণের
১৭) অপুর প্রথম পাঠশালা যাওয়ার অভিজ্ঞতা কেমন হয়েছিল ?
উঃ অপু গ্রামের প্রসন্ন
১৮) অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল ?
উঃ একটি ভেঁপু ও একটা পিস্তল।
১৯) বালক ঝোপের মধ্যে কি দেখতে পেয়েছিল ?
উঃ খরগোশ
২০) খাওয়া-দাওয়ার পর অপু কি করত ?
উঃ বর্ণমালা লিখতে লিখতে মায়ের মুখে কাশীদাসি মহাভারত শুনত।
২১) অপুর মায়ের ওপর রাগ হয়েছিল কেন ?
উঃ সর্বজয়া রাগে দুর্গার চুল ছিঁড়ে দিয়েছিল বলে অপুর তার মায়ের উপর রাগ হয়েছিল।
২২) গুরু মশাই এর নাম কি ?
উঃ প্রসন্ন গুরু
২৩) আমের কুশি জাড়াতে দুর্গা অপুর কাছে কী কী জিনিস চেয়েছিলেন?
উঃ একটু নুন ও তেল
২৪) নীলকন্ঠ পাখি কোথায় এসে বসবে?
উঃ বাবলা গাছে
২৫) চিনিবাস কে ?
উঃ চিনিবাস ময়রা মাথায় করে খাবার ফেরি করে বেড়ায়।
২৬) অপুর দপ্তরে কি কি বই ছিল ?
উঃ ধারাপাত, শুভঙ্করি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রণীত চরিতমালা।
২৭) অপু বসে বসে খাতায় কি লেখে ?
উঃ অপু বসে বসে খাতায় একটি নাটক লিখে, যার বিষয়বস্তু হল রাজপরিবারের কাহিনী।
২৮) অপুর টিনের বাক্সতে কি কি বই ছিল ?
উঃ একটা নিত্যকর্ম পদ্ধতি, একটা পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করি, একখানা পাতা ছেঁড়া বীরাঙ্গনা কাব্য আর তার মায়ের কাশীদাসী মহাভারত।
২৯) কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত ?
উঃ বঙ্গবাসী
৩০) গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন ?
উঃ মুদিখানা চালাতেন
৩১) পাঠশালা কখন বসতো? কয়জন ছাত্রছাত্রী ছিল?
উঃ বিকেল বেলা, সেই পাঠশালায় ৮-১০ জন ছাত্রছাত্রী ছিল।
৩২) আলকুশি কি ?
উঃ আলকুশি হল এক ধরনের সুঁয়োযুক্ত উজ্জ্বল রং এর ফল, যাতে হাত দিলে চুলকোয় এবং পরে ফোস্কা পড়ে।
৩৩) কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপুর সবথেকে বেশি অবাক হয়েছিল?
উঃ খরগোশ
,
।।।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.