বিভাব শম্ভু মিত্র bibhab natok
বিভাব নাটক
শম্ভু মিত্র
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যসূচির অন্তর্গত বিভাব নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগলি আলোচনা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্যই এই অভিনব প্রচেষ্টা। এরকম নানা রকম প্রশ্নের সাহায্য পেতে এই সাইটটি ফলো করে রাখ।
Wb higher secondary education Bengali drama short question and answer.HS Bengali natok suggestion.
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। মান- ১
১) শম্ভু মিত্র যে বন্ধুর বাড়িতে এসেছিলেন তার নাম কি?
উঃ অমর
২) দোকানের চেয়ে তাড়াতাড়ি চা এনেছিলেন কে?
উঃ বৌদি
৩) বিভাব নামকরণের ভিত্তি কি ছিল?
উঃ পুরানো নাট্যশাস্ত্র
৪) অমর হাসির মধ্যে কি চেয়েছিলেন ?
উঃ ইন্টারেস্ট
৫) নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে?
উঃ ভরত মুনি
৬) শম্ভুকে পুলিশে ধরবে তার কারণ কি?
উঃ তিনি একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার
৭)" আমি জানালাট খুলে দিই "-কারন কি?
উঃ যা গরম
৮) " ও দাতা কর্ণ যে"-- কথাটি কে কাকে বলেছিলেন ?
উঃ শম্ভু অমরকে বলেছিলেন
৯) বিভাব নাটকে প্রেমের দৃশ্যে নেপথ্যে কি বেজে উঠেছিল?
উঃ হারমোনিয়াম
১০) "এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল"-- সেই থিয়েটার এর নাম কি ছিল?
উঃ কাবুকি
১১) বিভাব নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি কি?
উঃ মালতীলতা দোলে
১২) "যদি জোগাড় যন্ত্র করে অভিনয় করার চেষ্টা করা হয়" তখন কে এসে উপস্থিত হয়?
উঃ পেয়াদা
১৩) সরকারের লোক নাট্যদলের কাছে আসে কেন?
উঃ খাজনা আদায়ের লক্ষ্যে
১৪) পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি?
উঃ প্রেম
১৫) সংস্কৃত পরীক্ষায় অমর কত পেয়েছিল?
উঃ 13
১৬) "এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম"--
সাহেবের নাম কি?
উঃ আইজেনস্টাইন
১৭) পথিক নাটকটি কার লেখা ?
উঃ তুলসী লাহিড়ী
১৮) "আর তার নিজ দিয়েই তো একটা রাস্তা আছে"--
রাস্তাটির নাম কি?
উঃ মনি সমাদ্দার লেন
১৯) নাটকের প্রধান তিনটি চরিত্র কারা?
উঃ শম্ভু মিত্র, অমর গাঙ্গুলী ও বৌদি
২০) বিভাব নাটকে বৌদির নাম কি?
উঃ তৃপ্তি মিত্র
২১) "ও কি বললো জানো"-- ও বলতে কাকে বোঝানো হয়েছে?
উঃ বক্তার প্রাক্তন প্রেমিকাকে
২২) "বল্লভ ভাই বলে গেছেন "-- কি বলেছেন?
উঃ কোমর বেঁধে হাসতে হবে
২৩) "আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত"--- কে বলেছেন?
উঃ বল্লভ ভাই প্যাটেল
২৪) বিভাব নাটকটি উপস্থাপনের অনুপ্রেরণা কোন নাটক?
উঃ জাপানি কাবুকি নাটক
২৫)" দা নাইট ইজ কলিং মি -মি -মি ----কার লেখা ?
উঃ বার্নাড শ
২৬) আইজেনস্টাইন কে ছিলেন ?
উঃ বিখ্যাত চিত্রপরিচালক
২৭) "একটি মেয়ের কন্ঠে শোনা যায় "-- কি শোনা যায়?
উঃ মালতী লতা দোলে গানটি শোনা যায়
২৮) "পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম"--
উক্তিটি কার?
উঃ বৌদি
২৯) মারাঠি তামাশা জমিদার এর কাছে কাকুতি-মিনতি করেছিল কে?
উঃ এক ভাগচাষি
৩০) জানালা দিয়ে লাফ দেওয়ার আগে শম্ভু তুলসী লাহিড়ীর কোন নাটকের সংলাপ বলেছেন?
উঃ পথিক নাটকের
৩১) মালতী লতা দোলে গানটি রচয়িতা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩২) বহুরূপী নাট্যদল কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ 1947 খ্রিস্টাব্দে
৩৩) প্রগ্রেসিভ লভ সিনে নায়ক-নায়িকা ছাড়া আর কিসের প্রয়োজন?
উঃ পুলিশ
৩৪) "মিছিলের সামনে ছেলেটি তীব্র গলায় বলে ওঠে"-- কি বলে ওঠে ?
উঃ চার চাই কাপড় চাই
৩৫) কাবুকি যে দেশের ঐতিহ্য পূর্ণ নাট্যরীতি, সেই দেশের নাম কি?
উঃ জাপান
৩৬) লভ সিন করতে হলে প্রথমে কি দরকার?
উঃ একজন নায়ক ও নায়িকা
৩৭) নাট্যকার মনে করেন বিভাব নাটকের নাম কি হওয়া উচিত ছিল ?
উঃ অভাব
৩৮) কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায়?
উঃ 32 ইঞ্চি
৩৯) "যখন মাথায় পড়বে বুঝবে তখন"-- সেটা কি?
উঃ বংশদণ্ড
৪০) বিভাব নাটকে অমর কে ছিলেন?
উঃ অমর গাঙ্গুলী
৪১) জীবন কোথায়"--এর উত্তরে শম্ভু কি বলেছিলেন?
উঃ রাস্তায় ঘাটে
৪২) বিভাব নাটকটি রচিত তার নাম কি?
উঃ শম্ভু মিত্র
Comments
Post a Comment
Haven't doubt please let me know.