বল ও গতি নবম শ্রেণী force and motion

 ১) সরলচলন গতির একটি উদাহরণ দাও ।

👉 সোজা রাস্তায় মোটর গাড়ির গতি, সাইকেলের গতি ইত্যআদই।

২) বক্রচলন গতির একটি উদাহরণ দাও। 

👉 কৌণিকভাবে উপরের দিকে ছোঁড়া যে কোন বস্তুর গতি।

৩) বৃত্তীয় গতির একটি উদাহরণ দাও।

👉 পৃথিবীর প্রদক্ষিণ গতি 

৪) ঘূর্ণন গতির একটি উদাহরণ দাও। 

👉 পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি।

৫) একটি মিশ্র গতির উদাহরণ দাও।

👉 চলন্ত গাড়ির চাকা 

৬) সরল রৈখিক দোলগতির উদাহরণ দাও। 

👉 পেন্ডুলামের গতি

৭) কোনো বস্তুর সরন শূন্য হয় কখন?

👉 কোনো বস্তুর প্রাথমিক এবং শেষ অবস্থান এক হলে সরণ শূন্য হয়।

৮) CGS পদ্ধতিতে সরণের একক কী ?

👉 সেন্টিমিটার

৯) SI পদ্ধতিতে সরণের একক কী?

👉 মিটার

১০) দ্রুতি কাকে বলে ?

👉 কোন বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে।

১১) দ্রুতি একটি কোন প্রকার রাশির উদাহরণ?

👉 স্কেলার রাশি 

১২) সি জি এস পদ্ধতিতে দ্রুতির একক কি ?

👉সেন্টিমিটার /সেকেন্ড 

১৩) এস আই পদ্ধতিতে দ্রুতির একক কি ?

👉 মিটার /সেকেন্ড 

১৪) দ্রুতির মাত্রা লেখ।

👉

১৫) গড় দ্রুতি বলতে কী বোঝায়?

👉 কোনো সময়ের অবকাশে মোট অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের অনুপাতকে গড়দ্রতি বলে।

১৬) বেগের সংজ্ঞা লেখ।

👉  একক সময়ে কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে।

১৭) GGS পদ্ধতিতে বেগের একক কি?

👉 সেন্টিমিটার/সেকেন্ড

১৮) SI পদ্ধতিতে বেগের একক কি ?

👉 মিটার/সেকেন্ড

১৯) বেগের মাত্রা লেখ।

👉 

২০) ত্বরণ কাকে বলে ? কোন গতিশীল বস্তুর বেগ যদি বাড়তে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

২১) সি জি এস পদ্ধতিতে ত্বরণের একক কি ?

👉

২২) এস আই পদ্ধতিতে ত্বরণের একক লেখ ?

👉 

২৩) ত্বরণের মাত্রা লেখ।

👉

 ২৪)মন্দন কাকে বলে ?

👉 সময়ের সাপেক্ষে কোন বস্তুর বেগ হ্রাসকে মন্দন বলে। 

২৫)মন্দনের মাত্রা লেখো ? 

👉

২৬) বলের সংজ্ঞা লেখ।

👉 বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির অবস্থার বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় তাকে বল বলে।

২৭) প্রতিমিত বল কাকে বলে ?

👉 যখন সমমানের দুটি বল কোন বস্তুর ওপর একইসঙ্গে বিপরীত মুখে ক্রিয়া করে তখন বস্তুটি স্থির অবস্থায় থাকে অথবা সরলরেখা বরাবর সমগতি বজায় রাখে। বস্তুর ওপর ক্রিয়াশীল ওই বল গুলিকে প্রতিমিত বল বলে।

২৮) অপ্রতিমিত বল কাকে বলে ?

👉 যখন অসমমানের দুটি বল কোন বস্তুর ওপর একইসঙ্গে বিপরীত মুখে ক্রিয়া করে তখন বস্তুটি বৃহৎ মানের বলটির অভিমুখে চলতে থাকে। বস্তুর ওপর ক্রিয়াশীল এই বলগুলিকে অপ্রতিমিত বল বলা হয়।

২৯) প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক কে ?

👉 আইজ্যাক নিউটন 

  ৩০) নিউটনের প্রথম গতিসূত্রটি লেখ।

👉 বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে।

৩১) 



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)