সংস্কৃত Sanskrit short questions class-12
সাহিত্যের ইতিহাস সংস্কৃত প্রতিটি প্রশ্নের মান- ১ ১) ভাসের সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি ? উঃ স্বপ্নবাসবদত্তা ২) মৃচ্ছকটিক নাটকের নায়িকার নাম কি ? উঃ বসন্তসেনা ৩) সুশ্রুত সংহিতার মূল রচয়িতার নাম কি ? উঃ সুশ্রুত ৪) অভিজ্ঞানশকুন্তলার নাটকের রচয়িতা কে ? উঃ মহাকবি কালিদাস ৫) একটি স্ত্রীবর্জিত নাটকের নাম কি ? উঃ মুদ্রারাক্ষস ৬) শল্যচিকিৎসা পদ্ধতির প্রবর্তক কে ছিলেন ? উঃ ৭) গীতগোবিন্দ কোন ধরনের রচনা ? উঃ ভক্তিমূলক গীতিকাব্য ৮) লীলাবতী কোন বিষয়ক গ্রন্থ ? উঃ গণিত শাস্ত্র ৯) ভাষের লেখা নাটকের সংখ্যা কটি ? উঃ ১৩ টি ১০) সৌর সিদ্ধান্ত কার লেখা ? উঃ বরাহমিহির ১১) স্বপ্নবাসবদত্তমের কয়টি অংক ? উঃ ছয় ১২) মেঘদুত কোন ছন্দে রচিত ? উঃ মন্দাক্রান্তা ১৩) ধন্বন্তরির শিষ্য কে ছিলেন ? উঃ সুশ্রুত ১৪) স্ত্রীভূমিকা বর্জিত একটি সংস্কৃত নাট্যগ্রন্থের নাম ...