মাধ্যমিক বাংলা ব্যাকরণ suggestion 2020

1) ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও।
উ:) রাজায় রাজায় যুদ্ধ হয়।
2) যৌগিক স্বর কী কী?
উ:) ঐ,ঔ
3) কোন সমাসে ব্যাসবাক্য হয়না?
উ:) নিত্য সমাস
4) সম্বন্ধ পদ কারক নয় কেন?
উ:) বাক্যে সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়া পদের কোনো সম্পর্ক থাকেনা বলে সম্বন্ধ পদ কারক নয়।
5) বাংলায় বিভক্তি ক'প্রকার?
উ:) দুই প্রকার, শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি
6) সমাস শব্দের ব্যুৎপত্তি লেখ।
উ:) সম্-অস্+ঘঙ
7) নিরপেক্ষ কর্তা কাকে বলে?
উ:) বাক্যে দুটি পৃথক কর্তা ও পৃথক ক্রিয়া থাকলে ,অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে।
 উদাহরণ: আমি গেলে, তুমি আসবে। এখানে আমি নিরপেক্ষ কর্তা।
8) সমধাতুজ কর্তা কাকে বলে?
উ:) বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে উৎপন্ন হয় তার কর্তা যদি সেই ধাতু থেকে উৎপন্ন হয় ,তখন তাকে সমধাতুজ কর্তা বলে।
উদাহরণ: বিসর্জনের বাজনা বাজছে।
9) সমধাতুজ করণ কাকে বলে?
উ:) বাক্যে ক্রিয়াপদ যে ধাতু থেকে উৎপন্ন হয় তার করণটিও যদি সেই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ করণ বলে।
উদাহরণ: রমা ঝাড়ন দিয়ে ঘর ঝাড়ছে।
10) দিগু কথার অর্থ কী?
উ:) দুটি গরুর দ্বারা ক্রীত দ্রব্য।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)