নামকরন লেখার পদ্ধতি

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় গদ্য বা  নাটেকর নামকরন লিখতে গেলে অনেকেই ভয় পেয়ে থাকেন। তাই এখন ভয় পাওয়ার আর  কারণ নেই। নামকরণ  লিখতে গেলে শুরুটা এইভাবে করবেন-
     
           কোনো গল্পের  নামকরণ  বা কোনো শিল্পের নামকরণের পিছনে লেখকের মানসিক অভিপ্রায় লুকিয়ে থাকে। কখনো তিনি গল্পের প্রধান চরিত্রের নামে নামকরণ করে থাকেন , কখনো কোনো বিশেষ বস্তু বা ঘটনাকে নামকরণের জন্য বেছে নেন। আবার কখনো রূপক সাংকেতিক নামকরণ করে থাকেন। আলোচ্য ( এখানে নাটক বা গল্পটির নাম লিখতে হবে)  রচনাংশটি ঘটনা কেন্দ্রিক রচনাংশ। এই ঘটনার অন্তরালে থেকে রচনাশংটির নামকরণ কতখানি সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করা হল।
             এখানে  pragraph change করে গল্প বা নাটকের বিষয়বস্তু লিখতে হবে।
 শেষে  লিখতে হবে    - এদিক থেকে বলা যায় গল্পের নামকরণ বা নাটকের নামকরণ যথার্থই সার্থক হয়ে উঠেছে।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)