ইতিহাসের 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১) ভারতবর্ষের প্রাচীনতম নাম কি ছিল?
উঃ জম্বুদ্বীপ
২) ভারতকে নৃতত্বের জাদুঘর বলে কে অভিহিত করেছেন?
উঃ ভিনসেন্ট স্মিথ
৩) অশোকের শিলালিপির পাঠোদ্ধার কত সালে হয়েছিল?
উঃ ১৮৩৭ সালে
৪) রবতক শিলালেখ থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ প্রথম কনিষ্ক
৫) মেহেরৌলি স্তম্ভলেখ কার লেখা?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬) মান্দাসোর লেখ কার লেখা?
উঃ যশোবর্মন
৭) গোয়ালিয়র প্রশস্তি কার লেখা?
উঃ প্রতিহার ভোজ
৮) জগজ্জীবনপুর তাম্রশাসন কার লেখা?
উঃ মহেন্দ্র পাল
৯) দেওপাড়া প্রশস্তি কার লেখা?
উঃ উমাপতি ধর
১০) গৌড়বহ গ্রন্থটি কার লেখা?
উঃ বাকপতিরাজ
১১) ভোজ প্রবন্ধ কার লেখা?
উঃ বল্লাল সেন
১২) কাব্য মীমাংসা কার লেখা?
উঃ রাজশেখর বসু
১৩) রাসমালা কার লেখা?
উঃ সোমেশ্বর
১৪) ফো-কুয়ো-কি গ্রন্থটি কার লেখা?
উঃ ফা-হিয়েন
১৫) সি ইউ কি গ্রন্থটি কার লেখা?
উঃ হিয়েন সাঙ
১৬) তবকাৎ ই নাসিরী গ্রন্থটি কার লেখা?
উঃ মিনহাজ উদ্দিন
১৭) লামা তারানাথ কোন দেশের লোক ছিলেন?
উঃ তিব্বত
১৮) মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
উঃ তামা
১৯) হরপ্পা সভ্যতার নিদর্শন কে আবিষ্কার করেন?
উঃ চার্লস ম্যাসন
২০) মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন?
উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে
২১) বিশাল স্নানাগার কোথায় অবস্থিত?
উঃ মহেঞ্জোদারোতে
২২) গৌতম বুদ্ধ কার শিষ্যত্ব গ্রহণ করেন?
উঃ আলাড়া কালাম
২৩) দ্বিতীয় অশোক কাকে বলা হয়?
উঃ কনিষ্ক
২৪) বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
উঃ শশাঙ্ক
২৫) বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন?
উঃ গোপাল

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)