ভূগোল বিষয়ক প্রশ্নোত্তর
1) জীবাশ্ম দেখা যায় কোন শিলায়?
উ:) পাললিক শিলা
2) চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
উঃ) 1.2 সেঃ
3) বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে পৃথিবীর কাছে?
উ:) ট্রপোস্ফিয়ার
4) আমেরিকার জন্মসূত্রে আদিবাসীগন কী নামে পরিচিত?
উ:) রেড ইন্ডিয়ান
5) পৃথিবীতে পরিবেশের মধ্যে গতিশীলতার কারণ কী?
উ:) সৌরশক্তি
6) বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে?
উ:) আয়োনস্ফিয়ার
7) একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে কী বলে?
উ:) চরম আর্দ্রতা
8) চোন প্রকার জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার ঘটে?
উ:) ক্রান্তীয় অঞ্চলে
9) গ্রাবরেখা তৈরী করতে আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে কী বলে?
উ:) এস্কার
10) থর মরুভূমিতে মিক ধরনের চলমান বালিয়াড়িকে কী বলে?
উ:) ধ্রিয়ান
11) ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের কতভাগ বারিমণ্ডল?
উ:) 70.78%
12) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ কী নামে পরিচিত?
উ:) ম্যাগমা
13) ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি?
উ:) ভাকরা
14) কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?
উ:) কাঁসাই ও কেলেঘাই
15) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ:) গোর্গাবুরু
16) ভারতের একটি লবনাক্ত হ্রদের নাম লেখ।
উ:) সম্বর
উ:) পাললিক শিলা
2) চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে?
উঃ) 1.2 সেঃ
3) বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে পৃথিবীর কাছে?
উ:) ট্রপোস্ফিয়ার
4) আমেরিকার জন্মসূত্রে আদিবাসীগন কী নামে পরিচিত?
উ:) রেড ইন্ডিয়ান
5) পৃথিবীতে পরিবেশের মধ্যে গতিশীলতার কারণ কী?
উ:) সৌরশক্তি
6) বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে?
উ:) আয়োনস্ফিয়ার
7) একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয়বাষ্পের প্রকৃত পরিমাণকে কী বলে?
উ:) চরম আর্দ্রতা
8) চোন প্রকার জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার ঘটে?
উ:) ক্রান্তীয় অঞ্চলে
9) গ্রাবরেখা তৈরী করতে আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে কী বলে?
উ:) এস্কার
10) থর মরুভূমিতে মিক ধরনের চলমান বালিয়াড়িকে কী বলে?
উ:) ধ্রিয়ান
11) ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের কতভাগ বারিমণ্ডল?
উ:) 70.78%
12) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ কী নামে পরিচিত?
উ:) ম্যাগমা
13) ভারতের উচ্চতম নদীবাঁধ কোনটি?
উ:) ভাকরা
14) কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?
উ:) কাঁসাই ও কেলেঘাই
15) অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ:) গোর্গাবুরু
16) ভারতের একটি লবনাক্ত হ্রদের নাম লেখ।
উ:) সম্বর
Comments
Post a Comment
Haven't doubt please let me know.