Competitive examination's question and answer 30টি

১) টোডা উপজাতি কোথায় বাস করে?
উঃ নীলগিরি পর্বত
২) ইউরিয়া গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ কে প্রস্তুত করেছিলেন?
উঃ হোলার
৩) পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কত শতাংশ?
উঃ ১৩%
৪) দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কি বলে?
উঃ হেটারোক্যারিয়ান
৫) শ্বাসনালী ফুলকা দেখা যায় কোন প্রাণীর দেহে?
উঃ মাছ
৬) ভারতীয় সংবিধানের 19 নং ধারার বিষয়বস্তু কি?
উঃ স্বাধীনতার অধিকার
৭) বিখ্যাত সঙ্গীত" ইম্যাজিন"কার রচনা?
উঃ জন লেনন
৮) জগদ্দল কি?
উঃ একটি পুরানো ফোর্ড গাড়ি
৯) শাইলক চরিত্রটি কোন নাটকের?
উঃ দ্য মার্চেন্ট অফ ভেনিস
১০) ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ কুতুবউদ্দিন আইবক
১১) পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত?
উঃ রেগুর
১২) নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট এর জলাশয় সৃষ্টি করা হয়েছে কোন নদীর ওপরে?
উঃ কৃষ্ণা


১৩) "come away with me "-অ্যালবামটি কার?
উঃ নোরা জোন্স
১৪) যেতে পারি কিন্তু কেন যাবো-কার লেখা?
উঃ শক্তি চট্টোপাধ্যায়
১৫) দীন ই ইলাহী-র প্রবক্তা কে?
উঃ আকবর
১৬) ভারতের সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়েছিল?
উঃ গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে
১৭) শাল কি ধরনের উদ্ভিদ?
উঃ পর্ণমোচী বৃক্ষ
১৮) মানব হৃদপিন্ডের প্রাকৃতিক পেসমেকার কোনটি?
উঃ SA নোড
১৯) ডিউস' কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়?
উঃ ব্যাডমিন্টন
২০) নিধুবাবু নামতে কোন গানের সঙ্গে যুক্ত?
উঃ টপ্পা
২১) অমর পাল কোন ধরনের গানের জন্য বিখ্যাত?
উঃ লোকগীতি
২২) "সাহেব বিবি গোলাম" কে লিখেছিলেন?
উঃ বিমল মিত্র
২৩) ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দেওয়ানী অধিকার দিয়েছিলেন?
উঃ ফারুকশিয়ার
২৪) সুষম খাদ্য কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত?
উঃ ২:১:১
২৫) কথাকলি নাচ এর উদ্ভব ঘটেছে কোন রাজ্যে?
উঃ কেরালা
২৬) সহজ পাঠ এর রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২৭) ভারতের নেপোলিয়ান বলে কে পরিচিত?
উঃ সমুদ্র গুপ্ত
28) কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ১৯৩১ সালে
২৯) হরিপ্রসাদ চৌরাসিয়া কি জন্য বিখ্যাত?
উঃ বাঁশি বাদক
৩০) শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ মহাবীর




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)