মাধ্যমিক ব্যাকরণ suggestion 2020 part 3
1) তির্যক বিভক্তি কাকে বলে?
উ:) যে বিভক্তি সকল কারকেই যুক্ত হয়ে ক্রিয়ার সঙ্গে বিভিন্ন পদের অন্বয় সাধন করে কারক নির্ণয় করে , তাকে তির্যক বিভক্তি বলে।
উদাহরণ:
2) উপলক্ষণাত্মক করণের একটি উদাহরণ দাও
উ:) ব্রাহ্মণ চেনা যায় পৈতে দেখে।
3) বিভক্তি কাকে বলে?
উ:) এক বা একাধিক বর্ণ বা বর্ণসমষ্টি , যা নাম বা ধাতুর শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে।
4) অনুক্ত কর্তা দেখা যায় কোন বাচ্যে?
উ:) কর্মবাচ্য ও ভাববাচ্যে
5) মুখ্যকর্ম কাকে বলে?
উ:) দ্বিকর্মক ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্যকর্ম বলে।
উদাহরণ: বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেন।
6) ব্যাসবাক্যের অপর নাম কী?
উ:) বিগ্রহবাক্য
7) সমস্তপদ বলতে কী বোঝায়?
উ:) সমাসবদ্ধ পদটিকে সমস্তপদ বলে।
8) যে সমাসে পূর্বপদ বিশেষণ ও পরপদের অর্থ প্রধান হয় তাকে কী বলে?
উ:) কর্মধারয় সমাস
9) একটি যণ্ত্রাত্মক করণের উদাহরণ দাও
উ:) লোকটি কুঠার দিয়ে গাছ কাটছে
উ:) যে বিভক্তি সকল কারকেই যুক্ত হয়ে ক্রিয়ার সঙ্গে বিভিন্ন পদের অন্বয় সাধন করে কারক নির্ণয় করে , তাকে তির্যক বিভক্তি বলে।
উদাহরণ:
2) উপলক্ষণাত্মক করণের একটি উদাহরণ দাও
উ:) ব্রাহ্মণ চেনা যায় পৈতে দেখে।
3) বিভক্তি কাকে বলে?
উ:) এক বা একাধিক বর্ণ বা বর্ণসমষ্টি , যা নাম বা ধাতুর শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে।
4) অনুক্ত কর্তা দেখা যায় কোন বাচ্যে?
উ:) কর্মবাচ্য ও ভাববাচ্যে
5) মুখ্যকর্ম কাকে বলে?
উ:) দ্বিকর্মক ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্যকর্ম বলে।
উদাহরণ: বাবা ছেলেকে উপদেশ দিচ্ছেন।
6) ব্যাসবাক্যের অপর নাম কী?
উ:) বিগ্রহবাক্য
7) সমস্তপদ বলতে কী বোঝায়?
উ:) সমাসবদ্ধ পদটিকে সমস্তপদ বলে।
8) যে সমাসে পূর্বপদ বিশেষণ ও পরপদের অর্থ প্রধান হয় তাকে কী বলে?
উ:) কর্মধারয় সমাস
9) একটি যণ্ত্রাত্মক করণের উদাহরণ দাও
উ:) লোকটি কুঠার দিয়ে গাছ কাটছে
Comments
Post a Comment
Haven't doubt please let me know.