মামাধ্যমিক ব্যাকরণ suggestion 2020

এবারে মাধ্যমিক পরীক্ষায় আসবেই আসবে
1) প্রযোজক কর্তা কাকে বলে?
উ:)কর্তা নিজে কাজটি না করে যখন অন্য কাউকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে প্রযোজক কর্তা বলে।
উদাহরণ: মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে মা হল প্রযোজক কর্তা।
2) প্রযোজ্য কর্তা কাকে বলে?
উ:) কর্তা যখন অন্যের প্রেরণায় কাজটি করে তখন তাকে প্রযোজ্য কর্তা বলে।
উদাহরণ: মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে শিশুকে হল প্রযোজ্য কর্তা।
3) তির্যক বিভক্তির উদাহরণ দাও
উ: এ
4)বাচ্য কথার অর্থ কী?
উ:) বাচনভঙ্গি
5)নির্দেশকের দুটি উদাহরণ দাও
উ:) টি, টা
6) উপসর্গ  কোথায়  বসে?
উ:) শব্দের আগে যুক্ত হয়ে।
7)সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়?
উ:) র , এর
8)সমাস কথার অর্থ কী?
উ:)সংক্ষেপ
9)কোন সমাসে পূর্বপদ প্রধান হয়?
উ)অব্যয়ীভাব
10)কোন সমাসে পরপদ প্রধান হয়?
উ)তৎপুরুষ
11)কোন সমাসে উভয়পদ প্রধান হয়?
উ)দ্বন্দ্ব
12)কোন সমাসে অন্য পদের অর্থ প্রধান হয়?
উ)বহুব্রীহি
13)তৎপুরুষ কথার অর্থ কী?
উ)তার পুরুষ
14)দ্বন্দ্ব কথার অর্থ কী?
উ) মিলন
15)কর্মধারয় কথার অর্থ কী?
উ)  কর্মধারন করেন যিনি
16)ব্রীহি কথার অর্থ কী?
উ) ধান
17) বহুব্রীহি কথার অর্থ কী?
উ)অসংখ্য ধান্যসম্পন্ন
18)হ ধাতুর প্রাধান্য থাকে কোন বাচ্যে?
উ)ভাব বাচ্যে
19)কর্তৃবাচ্যে কার প্রাধান্য থাকে?
উ)কর্তার
20)কর্মবাচ্যে কার প্রাধান্য থাকে?
উ)কর্মের
21)ভাব বাচ্যে কার প্রাধান্য থাকে?
উ)ক্রিয়ার
22)কোন বাচ্যে কর্মই কর্তার কাজ করে?
উ) কর্মকর্তৃবাচ্যে

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)