উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাসের কয়েকটি প্রশ্ন উত্তর

১) চারণ কবি মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম কি?
উঃ যজ্ঞেশ্বর দে
২) অহিংস আন্দোলনের আইকন সাদা-কালোয় চলমান গান্ধীজীর লাঠি হাতে ছবিটি কে এঁকেছেন?
উঃ নন্দলাল বসু
৩) ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রথম বেসরকারি আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?
উঃ ভারত ও জাপানের মধ্যে
৪) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে?
উঃ সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
৫) কোন প্রক্রিয়ায় বাক্যের চেহারা বদলে যায়?
উঃ সংবর্তন
৬) পৃথিবীর প্রাচীনতম Lexicography"-র নাম কি?
উঃ নিরুক্ত
৭) মৃণাল সেন পরিচালিত প্রথম ছবির নাম কি?
উঃ রাতভোর
৮) শৈলী শব্দের অপর নাম কি?
উঃ রীতি
৯) ভারতমাতা সিরিজের ছবিগুলি কে এঁকেছেন?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
১০) নিজের বাড়িতে ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট প্রতিষ্ঠা করেন কে?
উঃ হেমেন্দ্রনাথ মজুমদার
১১) মাঝে মাঝে রবিবারে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিজ্ঞান শিক্ষা দিতে আসতেন কে?
উঃ সতীনাথ ঘোষ
১২) শৈলী বিজ্ঞান সম্পর্কে The dress of thought" কথাটি কে বলেছেন?
উঃ স্যামুয়েল ওয়েসলি
১৩) গঙ্গাফড়িং শব্দটি কোন ধরনের রুম মূল?
উঃ মিশ্র রূপমূল
১৪) ভাওয়াইয়া গানের গায়ক দের কি বলে?
উঃ বাউদিয়া
১৫) ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্রের নাম কি?
উঃ মেঘে ঢাকা তারা
১৬) প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন কবে জন্মগ্রহণ করেন?
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে
১৭) মাইক্রোফোন >মাইক-এটি কিসের উদাহরণ?
উঃ ক্লিপিংস
১৮) মান্য বাংলায় মোট স্বরধ্বনি কয়টি?
উঃ ৭ টি
১৯) ভুবন সোম ছবিটি কার?
উঃ মৃণাল সেন
২০) ওয়াশ পদ্ধতিতে কে চিত্র আঁকতেন?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
২১) কোন সিনেমায় প্রথম প্লেব্যাক এর সূচনা হয়?
উঃ ভাগ্যচক্র
২২) প্রথম বাঙালি ফুটবল রেফারি কে ছিলেন?
উঃ পঙ্কজ গুপ্ত
২৩) শিল্পী জয়নাল আবেদীন কে কোন দেশের জাতীয় শিল্পীর মর্যাদা দেয়া হয়?
উঃ বাংলাদেশ
২৪) মাঝি মাল্লার গান কে কি বলে?
উঃ ভাটিয়ালি
২৫) রবীন্দ্রনাথের প্রথম সংগীত শিক্ষক কে ছিলেন?
উঃ বিষ্ণুচন্দ্র চক্রবর্তী
২৬) সাড়ে চুয়াত্তর"সিনেমাটি কে পরিচালনা করেন?
উঃ নির্মল দে
২৭) কচ ও দেবযানী ছবিটি কে আঁকেন?
উঃ রামকিঙ্কর বেইজ
২৮) বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণ এর কথা প্রথম কে বলেন?
উঃ ব্লুমফিল্ড
২৯) চলচ্চিত্রে জন্মদাতা কারা?
উঃ লুমিয়ের ভাইরা
৩০) হাসির গানের রাজা কাকে বলা হত?
উঃ রজনীকান্ত সেন
৩১) ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে?
উঃ মেঘনাদ সাহা
৩২) বঙ্গীয় শব্দকোষ"গ্রন্থের লেখক কে?
উঃ হরিচরণ বন্দ্যোপাধ্যায়
৩৩) শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কি?
উঃ রয়েল বোটানিক্যাল গার্ডেন
৩৪) বাঙ্গালীদের মধ্যে ফুটবলে প্রথম  কৃতিত্ব কার?
উঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
৩৫) কোমল গান্ধার"চলচ্চিত্রটির পরিচালক কে?
উঃ ঋত্বিক ঘটক
৩৬) সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে?
উঃ রাম শঙ্কর ভট্টাচার্য
৩৭) সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন ছবির সংগীত পরিচালক কে?
উঃ সত্যজিৎ রায়
৩৮) কলাভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ কাকে আমন্ত্রণ করে নিয়ে আসেন?
উঃ নন্দলাল বসু
৩৯) বাংলা ভাষার প্রথম প্রাদেশিক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির দলনেতা কে?
উঃ গৌতম চট্টোপাধ্যায়
৪০) প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম কি?
উঃ শোভাবাজার ক্লাব
৪১) টেস্টটিউব বেবি (নলজাতক ) সংক্রান্ত প্রথম সফল বাঙালি গবেষক কে?
উঃ ডঃ সুভাষ মুখোপাধ্যায়
৪২) কাকে টলস্টয় অফ বেঙ্গল বলা হত?
উঃ মহেন্দ্রচন্দ্র নন্দী
৪৩) বসু বিজ্ঞান মন্দির কে কবে স্থাপন করেন?
উঃ আচার্য জগদীশচন্দ্র বসু ১৯১৭ সালে
৪৪) বাঙালি সার্কাসের প্রানপুরুষ কাকে বলা হয়?
উঃ প্রিয়নাথ ঘোষ
৪৫) মধ্যযুগের সন্তগন"ছবিটির স্রষ্টা কে?
উঃ বিনোদবিহারী মুখোপাধ্যায়
৫৬) কমপিটেন্স এবং পারফরমেন্স ধারণার জনক কে?
উঃ চমস্কি
৫৭) পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা কে?
উঃ চমস্কি


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)