উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সম্ভাব্য প্রশ্নাবলী ২০২০
রচনাধর্মী
প্রশ্ন (অনধিক 150 টি শব্দে)
কে বাঁচায় কে বাঁচে
১) 'মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়'-মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? ১+৪
২) "ওটা পাশবিক স্বার্থপরতা"-কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। ১+১+১+২
৩) কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় চরিত্র ও নিখিলের চরিত্র আলোচনা করো। ৫
ভাত
৪) "দাঁতগুলো বের করে সে কমেন্টের মতোই হিংস্র ভঙ্গি করে"-কার সম্পর্কে কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল, তা ভাত গল্প অবলম্বনে লেখ। ১+৪
৫) "ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় হাতের স্পর্শে"-কে কিভাবে ভাতের জোগাড় করল? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। ৩+২
ভারত বর্ষ
৬) সাম্প্রদায়িকতাবিরোধী গল্প হিসাবে ভারত বর্ষ ছোটগল্প কতখানি সার্থক আলোচনা করো।
৭) দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে"-প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনার বিবরণ দাও।
৮) আমি কে তা দেখতে পাচ্ছিস না?-কোন প্রশ্নের উত্তরের পক্ষে কথা বলেছেন? গল্প অনুসারে বক্তা স্বরূপ উদঘাটন করো।
ক্রন্দনরতা জননীর পাশে
৮)" ক্রন্দনরতা জননীর পাশে"-কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন? কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন? ৩+২
৯) আমি তা পারি না"-কবি কি পারেন না? আর কি পারেন বলেই কবিতায় বলা হয়েছে? ৩+২
বিভাব
১০) বিভাব কথাটির অর্থ কি? বিভাব নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো।
১১) তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন"-আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? ১+১+৩
১২) বুদ্ধিটা কি করে এলো তা বলি"-বক্তা কে? তা কিভাবে এসেছিল? বুদ্ধিটা কি? ১+২+২
১৩) বিভাব নাটকে নাট্যরীতির যে অভিনবত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো। ৫
১৪) এবার নিশ্চয় লোকে খুব হাসি পাবে"-কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এ কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো।
১৫) কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই"-বক্তা কে? কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন?
অলৌকিক
১৬) ঠিক হলো ট্রেনটা থামানো হবে"-কোন ট্রেনে কথা বলা হয়েছে? কিভাবে ট্রেনটিকে থামানো হয়েছিল?
১৬) পাঞ্জা সাহেব এবং সে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি"-কোন স্থানটি বর্তমানে পাঞ্জা সাহেব? কারা পাঞ্জা সাহেবের গিয়েছিলেন? আশ্চর্য ঘটনার বর্ণনা দাও।
১৭) গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে"-নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনার উল্লেখ করো।
বাংলাদেশ শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
১) বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন অথবা কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো।
২) চিত্রকলা চর্চায় নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ ,যামিনী রায় এর অবদান আলোচনা করো।
৩) আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও।
৪) পট শব্দের অর্থ কি? এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো
৫) রামায়ণে বর্ণিত দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।
প্রশ্ন (অনধিক 150 টি শব্দে)
কে বাঁচায় কে বাঁচে
১) 'মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়'-মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? ১+৪
২) "ওটা পাশবিক স্বার্থপরতা"-কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে? উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। ১+১+১+২
৩) কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় চরিত্র ও নিখিলের চরিত্র আলোচনা করো। ৫
ভাত
৪) "দাঁতগুলো বের করে সে কমেন্টের মতোই হিংস্র ভঙ্গি করে"-কার সম্পর্কে কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল, তা ভাত গল্প অবলম্বনে লেখ। ১+৪
৫) "ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় হাতের স্পর্শে"-কে কিভাবে ভাতের জোগাড় করল? তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো। ৩+২
ভারত বর্ষ
৬) সাম্প্রদায়িকতাবিরোধী গল্প হিসাবে ভারত বর্ষ ছোটগল্প কতখানি সার্থক আলোচনা করো।
৭) দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে"-প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনার বিবরণ দাও।
৮) আমি কে তা দেখতে পাচ্ছিস না?-কোন প্রশ্নের উত্তরের পক্ষে কথা বলেছেন? গল্প অনুসারে বক্তা স্বরূপ উদঘাটন করো।
ক্রন্দনরতা জননীর পাশে
৮)" ক্রন্দনরতা জননীর পাশে"-কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন? কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন? ৩+২
৯) আমি তা পারি না"-কবি কি পারেন না? আর কি পারেন বলেই কবিতায় বলা হয়েছে? ৩+২
বিভাব
১০) বিভাব কথাটির অর্থ কি? বিভাব নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো।
১১) তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন"-আইজেনস্টাইন সাহেব কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? ১+১+৩
১২) বুদ্ধিটা কি করে এলো তা বলি"-বক্তা কে? তা কিভাবে এসেছিল? বুদ্ধিটা কি? ১+২+২
১৩) বিভাব নাটকে নাট্যরীতির যে অভিনবত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো। ৫
১৪) এবার নিশ্চয় লোকে খুব হাসি পাবে"-কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এ কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য আলোচনা করো।
১৫) কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই"-বক্তা কে? কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন?
অলৌকিক
১৬) ঠিক হলো ট্রেনটা থামানো হবে"-কোন ট্রেনে কথা বলা হয়েছে? কিভাবে ট্রেনটিকে থামানো হয়েছিল?
১৬) পাঞ্জা সাহেব এবং সে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি"-কোন স্থানটি বর্তমানে পাঞ্জা সাহেব? কারা পাঞ্জা সাহেবের গিয়েছিলেন? আশ্চর্য ঘটনার বর্ণনা দাও।
১৭) গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে"-নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনার উল্লেখ করো।
বাংলাদেশ শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস
১) বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন অথবা কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো।
২) চিত্রকলা চর্চায় নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ ,যামিনী রায় এর অবদান আলোচনা করো।
৩) আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত? সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও।
৪) পট শব্দের অর্থ কি? এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো
৫) রামায়ণে বর্ণিত দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও।

Comments
Post a Comment
Haven't doubt please let me know.