ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মধ্যযুগ
1) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?
উ:) 17 বার
2) অলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন?
উ:) সুলতান মামুদ
3) সোমনাথ মন্দির লুঠ করেন কে?
উ:) সুলতান মামুদ
4) তরাইনের দ্বিতীয় যুদ্ধ করে হয়?
উ:) 1192 খ্রী:
5) তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়?
উ:) মহম্মদ ঘোরী
6) ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ?
উ:) আরবরা
7) লাখবক্স নামে কে পরিচিত?
উ:) কুতুবউদ্দিন আইবক
8) কোন সুলতান চাহেলগান বা চল্লিশচক্র গঠন করেছিলেন?
উ:) ইলতুৎমিস
9) মহম্মদ ঘোরীর প্রকৃত নাম কী?
উ:) মুইজউদ্দিন
10) খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন?
উ:) জালালুদ্দিন খলজি
11) তৈমুরলঙের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উ:) নাসিরুদ্দিন মামুদ
12) আমির খসরু কার সভাকবি ছিলেন?
উ:) আলাউদ্দিন খিলজি
13) হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় কাকে?
উ:) আমির খসরু
14) তৈমুরলঙ কবে ভারত আক্রমণ করেছিলেন?
উ:) 1398 খ্রী:
15) দ্বিতীয় আলেকজান্ডার " উপাধি কে গ্রহণ করেন?
উ:) আলাউদ্দিন খিলজি
16) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উ:) আলাউদ্দিন খিলজি
17) দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উ:) আলাউদ্দিন খিলজি
18) তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উ:) 1565খ্রী:
19) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:) গিয়াসউদ্দিন তুঘলক
20) ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?
উ:) মহম্মদ বিন তুঘলক
21) কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন?
উ:) মহম্মদ বিন তুঘলক
22) তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?
উ) নাসিরুদ্দিন মামুদ শাহ
1) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?
উ:) 17 বার
2) অলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন?
উ:) সুলতান মামুদ
3) সোমনাথ মন্দির লুঠ করেন কে?
উ:) সুলতান মামুদ
4) তরাইনের দ্বিতীয় যুদ্ধ করে হয়?
উ:) 1192 খ্রী:
5) তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়?
উ:) মহম্মদ ঘোরী
6) ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ?
উ:) আরবরা
7) লাখবক্স নামে কে পরিচিত?
উ:) কুতুবউদ্দিন আইবক
8) কোন সুলতান চাহেলগান বা চল্লিশচক্র গঠন করেছিলেন?
উ:) ইলতুৎমিস
9) মহম্মদ ঘোরীর প্রকৃত নাম কী?
উ:) মুইজউদ্দিন
10) খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন?
উ:) জালালুদ্দিন খলজি
11) তৈমুরলঙের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উ:) নাসিরুদ্দিন মামুদ
12) আমির খসরু কার সভাকবি ছিলেন?
উ:) আলাউদ্দিন খিলজি
13) হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় কাকে?
উ:) আমির খসরু
14) তৈমুরলঙ কবে ভারত আক্রমণ করেছিলেন?
উ:) 1398 খ্রী:
15) দ্বিতীয় আলেকজান্ডার " উপাধি কে গ্রহণ করেন?
উ:) আলাউদ্দিন খিলজি
16) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উ:) আলাউদ্দিন খিলজি
17) দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উ:) আলাউদ্দিন খিলজি
18) তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উ:) 1565খ্রী:
19) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:) গিয়াসউদ্দিন তুঘলক
20) ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?
উ:) মহম্মদ বিন তুঘলক
21) কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন?
উ:) মহম্মদ বিন তুঘলক
22) তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?
উ) নাসিরুদ্দিন মামুদ শাহ
Comments
Post a Comment
Haven't doubt please let me know.