ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

                          মধ্যযুগ
       
1) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?
উ:) 17 বার
2) অলবেরুনী কার সঙ্গে ভারতে আসেন?
উ:) সুলতান  মামুদ
3) সোমনাথ মন্দির লুঠ করেন কে?
উ:) সুলতান মামুদ
4) তরাইনের দ্বিতীয় যুদ্ধ করে হয়?
উ:) 1192 খ্রী:
5) তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়?
উ:) মহম্মদ ঘোরী
6) ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ?
উ:) আরবরা
7) লাখবক্স নামে কে পরিচিত?
উ:) কুতুবউদ্দিন আইবক
8) কোন সুলতান চাহেলগান বা চল্লিশচক্র গঠন করেছিলেন?
উ:) ইলতুৎমিস
9) মহম্মদ ঘোরীর প্রকৃত নাম কী?
উ:) মুইজউদ্দিন
10) খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন?
উ:) জালালুদ্দিন খলজি
11) তৈমুরলঙের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন?
উ:) নাসিরুদ্দিন মামুদ
12) আমির খসরু কার সভাকবি ছিলেন?
উ:) আলাউদ্দিন খিলজি
13) হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় কাকে?
উ:) আমির খসরু
14) তৈমুরলঙ কবে ভারত আক্রমণ করেছিলেন?
উ:) 1398 খ্রী:
15) দ্বিতীয় আলেকজান্ডার " উপাধি কে গ্রহণ করেন?
উ:) আলাউদ্দিন খিলজি
16) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উ:) আলাউদ্দিন খিলজি
17) দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন?
উ:) আলাউদ্দিন খিলজি
18) তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উ:) 1565খ্রী:
19) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উ:) গিয়াসউদ্দিন তুঘলক
20) ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?
উ:) মহম্মদ বিন তুঘলক
21) কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন?
উ:) মহম্মদ বিন তুঘলক
22) তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?
উ) নাসিরুদ্দিন মামুদ শাহ

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)