Physics and chemistry questions and answer

1) ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উঃ ৯.৮ মিটার/সেকেন্ড ×সেকেন্ড
২) সিজিএস পদ্ধতিতে ওজনের একক কি?
উঃ ডাইন
৩) এসআই পদ্ধতিতে ওজনের একক কি?
উঃ নিউটন
৪) ভরের নিত্যতা সূত্রের আবিষ্কারক কে?
উঃ আইনস্টাইন
৫) পৃথিবীতে শক্তির উৎস কি?
উঃ সূর্য
৬) বরফের গলনাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রি সেলসিয়াস
৭) ন্যাপথলিন এর গলনাঙ্ক কত?
উঃ ৮০ ডিগ্রী সেলসিয়াস
৮) লোহার গলনাঙ্ক কত?
উঃ ১৫৩৯ ডিগ্রী সেলসিয়াস
৯) জলের হিমাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রি সেলসিয়াস
১০) দুটি উদ্বায়ী পদার্থের নাম লেখ।
উঃ কর্পূর, আয়োডিন
১১) দু'খন্ড বরফকে চাপ দিলে জোড়া লাগে কারণ কি?
উঃ পুনঃশিলীভবন
১২) কয়েকটি অনুদ্বায়ী পদার্থের নাম লেখ
উঃ গ্লিসারিন, পারদ
১৩) জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ 100 ডিগ্রী সেলসিয়াস
১৪) প্রেসার কুকারে অধিক বাষ্পচাপের জলের স্ফুটনাঙ্ক কত?
উঃ ১১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২০ ডিগ্রী সেলসিয়াস
১৫) বরফ গলনের লীন তাপ কত?
উঃ ৮০ ক্যালোরি/গ্রাম
১৬) জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
উঃ ৫৩৭ ক্যালোরি/গ্রাম
১৭) লীন তাপের আন্তর্জাতিক একক কি?
উঃ জুল/কেজি
১৮) লীন তাপের একক কি?
উঃ ক্যালোরি/গ্রাম
19) ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধের কারণ কি?
উঃ ক্লোরিন
২০) রবার কে শক্ত করতে কি ব্যবহার করা হয়?
উঃ গন্ধক
২১) ধাতু নিষ্কাশনে পাথুরে পদার্থ অপসারণে যে পদার্থ ব্যবহার হয় তাকে কি বলে?
উঃ ধাতুমল
২২) ভূগর্ভস্থ রেলপথে বায়ুর শোধনের জন্য কি ব্যবহার করা হয়?
উঃ হাইড্রোজেন পারঅক্সাইড
২৩) অ্যামালগাম কি?
উঃ পারদের অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ
২৪) ড্রাইসেলে কোন প্রকার শক্তি সঞ্চয় করা হয়?
উঃ বিদ্যুৎ শক্তি
২৫) সরল ভোল্টিয় কোষের EMF কত?
উঃ ১.০৮ ভোল্ট

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)