উচ্চমাধ্যমিক পরীক্ষায় রচনা লেখার টিপস

উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর প্রবন্ধ রচনা আসে । যেকোনো একটি রচনা লিখতে হয়। এখানে যে প্রবন্ধের কথা বলবো সেটি হল জীবনী। প্রতি বছর পরীক্ষায় একটি জীবনী আসে। আর জীবনী লেখার ক্ষেত্রে অনেকেই অনেক জীবনী মুখস্থ করে।
                 এখানে যে নিয়মের কথা  বলবো সেটি হলো, যে কোন জীবনী লিখলে তার ভূমিকা এবং উপসংহার লিখতে হয়। তাই অনেক পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন হন ।তাই তাদের সুবিধার জন্য এই পন্থা অবলম্বন করা উচিত।
                     এখানে দেওয়া হলো যে জীবনী লেখার ক্ষেত্রে ভূমিকা এবং উপসংহার একই রকম ভাবে থাকবে। যাতে তারা লেখা শুরু করতে পারে। নীচে দেওয়া হলো-----

ভূমিকা:: মানব জীবন ক্ষণস্থায়ী। তাই মানবজীবনের                   মূল্য তার আয়ুর দ্বারা বিচার করা যায়না।                      কোনো মানুষ তার কৃতিত্বের মধ্যদিয়েই সমগ্র                মানুষের মধ্যে অমরতা লাভ করতে পারে।                     তার বেক্তিত্ব , চিন্তাভাবনা ও কর্মকান্ডের                      মধ্য দিয়েই তিনি সকলের কাছে শ্রদ্ধেয় হয়ে                 ওঠেন।এমনই একজন মানুষ ছিলেন  (( যার                 জীবনী তার নাম  লিখতে হবে))। তিনি প্রখ্যাত               হলেও তার জীবন এবং আশ্চর্য প্রতিভা                       তাকে  ভারতবাসীর কাছে  অম্লান ও মৃত্যুঞ্জয়ী
              করে তুলেছে।

উপসংহার :: nex page
 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)