ইতিহাসের প্রশ্ন উত্তর

১) সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে কে অভিহিত করেছেন?
উঃ ভিন্সেন্ট স্মিথ
২) এলাহাবাদ প্রশস্তি তে কবিরাজ বলে আখ্যায়িত করা হয় কাকে?
উঃ সমুদ্রগুপ্তকে
৩) সমুদ্রগুপ্তের সমসাময়িক দুজন কবির নাম লেখ।
উঃ হরিষেন, বসুবন্ধু
৪) সমুদ্রগুপ্তকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত বলেছেন কে?
উঃ গোখলে
৫) সমুদ্র গুপ্তের পুত্রের নাম কি?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৬) দেবীচন্দ্রগুপ্তম গ্রন্থটি কে রচনা করেন?
উঃ বিশাখদত্ত
৭) সমুদ্রগুপ্তের পর পরবর্তী রাজা কে ছিলেন?
উঃ রাম গুপ্ত
৮) রামগুপ্তকে কে হত্যা করেছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৯) গুপ্ত সাম্রাজ্যের উন্নতির চরম শিখরে উঠেছিল কার সময়ে?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১০) শক রাজারা কি নামে পরিচিত ছিলেন?
উঃ ক্ষত্রপ
১১) শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১২) বিক্রমাদিত্যের সভাকবিরা কি নামে পরিচিত ছিলেন?
উঃ নবরত্ন
১৩) নবরত্ন সভায় উল্লেখযোগ্য কবি কে ছিলেন?
উঃ কালিদাস
১৪) বিক্রমাদিত্যের রাজধানী কোথায় ছিল?
উঃ উজ্জয়িনী
১৫) ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৬) মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন?
উঃ কুমার গুপ্ত
১৭) গুপ্ত বংশের শেষ পরাক্রান্ত সম্রাট কে ছিলেন?
উঃ স্কন্ধ গুপ্ত
১৮) আর্যমঞ্জুশ্রীমূল কল্প নামে কাকে অভিহিত করা হয়?
উঃ স্কন্ধগুপ্তকে
১৯) গৌড় রাজ্যের রাজা কে ছিলেন?
উঃ শশাঙ্ক
২০) শশাঙ্ক কবে সিংহাসনে বসেন?
উঃ ৬০৬ খ্রিস্টাব্দে
২১) বাংলার সর্বপ্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
উঃ শশাঙ্ক
২২) হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
উঃ বানভট্ট
২৩) হিয়েন সাঙ কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?
উঃ হর্ষবর্ধন
২৪) হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?
উঃ পুষ্যভূতি বংশের
২৫) হর্ষবর্ধনের ভগিনীর নাম কি?
উঃ রাজ্যশ্রী
২৬) সকল উত্তরপথ নামে কাকে অভিহিত করা হয়?
উঃ হর্ষবর্ধন
২৭) হর্ষবর্ধন এর রাজধানী কোথায় ছিল?
উঃ কনৌজ
২৮) হর্ষবর্ধন কি কি গ্রন্থ রচনা করেছিলেন?
উঃ প্রিয়দর্শিকা, নাগানন্দ, রত্নাবলী
২৯) পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ দেবপাল
৩০) পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গোপাল
৩১) পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন?
উঃ রামপাল
৩২) সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সামন্ত সেন
৩৩) বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম কি?
উঃ দানসাগর ও অদ্ভুতসাগর
৩৪) বল্লাল সেনের পুত্র কে?
উঃ লক্ষণ সেন
৩৫) বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে ছিলেন?
উঃ লক্ষণ সেন
৩৬) প্রথম বাংলা আক্রমণ কারী মুসলমান সুলতান কে ছিলেন?
উঃ ইফতিকার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজী
৩৭) সেন বংশের পতন হয় ও মুসলমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে?
উঃ ১২০৬ সালে
৩৮) কুতুবুদ্দিন আইবকের সেনাপতি কে ছিলেন?
উঃ বিন বকতিয়ার খলজি
৩৯) চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ প্রথম পুলকেশী
৪০) চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ দ্বিতীয় পুলকেশী
৪১) আইহোল শিলালিপিতে রচনা করেন?
উঃ রবিকীর্তি
৪২) দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন?
উঃ রবিকীর্তি
৪৩) উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ হর্ষবর্ধন


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)