ইতিহাস প্রশ্ন ও উত্তর

১) আর্য কথার অর্থ কি?
উঃ শ্রেষ্ঠ বা সৎ বংশজাত ব্যক্তি
২) কোন রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল?
উঃ দ্বিতীয় মহিপাল
৩) কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখ?
উঃ দিব্যক
৪) কৈবর্ত বিদ্রোহ কে দমন করেন?
উঃ রামপাল
৫) বিক্রমশীলা মহাবিহার, ওদন্তপুরী বিহার, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উঃ ধর্মপাল
৬) কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ দ্বিতীয় কদফিসিস
৭) কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উঃ কনিষ্ক
৮) কবে শকাব্দ প্রবর্তন হয়?
উঃ 78 খ্রী: কনিষ্ক
৯) রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে?
উঃ কলহন
১০) কনিষ্কের রাজধানী কোথায়?
উঃ পুরুষপুর
১১) কোন বৌদ্ধ সংগীতিতে মহাযান ধর্মমত সংঘটিত হয়?
উঃ চতুর্থ বৌদ্ধ সংগীতি
১২) কনিষ্কের সভাকবি কে ছিলেন?
উঃ বসুবন্ধু
১৩) বুদ্ধচরিত কে রচনা করেন?
উঃ অশ্বঘোষ
১৪) কুশান আমলে দুজন চিকিৎসক এর নাম লেখ।
উঃ চরক, সুশ্রুত
১৫) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সিমুক
১৬) সিমকের রাজধানী কোথায় ছিল?
উঃ পৈথান
১৭) সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ গৌতমীপুত্র সাতকর্ণী
১৮) নাসিক প্রশস্তি থেকে কার সম্পর্কে জানা যায়?
উঃ সাতকর্ণী
১৯) সাতবাহন বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ যজ্ঞশ্রী সাতকর্ণী
২০) গুপ্ত বংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন?
উঃ প্রথম চন্দ্রগুপ্ত

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)