ইতিহাসের কয়েকটি প্রশ্ন ও উত্তর

১) বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
উঃ গৌতম বুদ্ধ
২) গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল?
উঃ ৫৬৬খ্রী:পূ: কপিলাবস্তু রাজ্যের শাক্যবংশে
৩) গৌতম বুদ্ধের পিতার নাম কি?
উঃ শুদ্ধোদন
৪) গৌতম বুদ্ধের মাতার নাম কি?
উঃ মায়া দেবী
৫) জন্মকালে গৌতম বুদ্ধের নাম কি ছিল?
উঃ সিদ্ধার্থ
৬) গৌতম বুদ্ধ কার কাছে মানুষ হন?
উঃ গৌতমী
৭) গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি?
উঃ গোপা
৮) গৌতম বুদ্ধের পুত্রের নাম কি?
উঃ রাহুল
৯) গৌতম বুদ্ধের গৃহত্যাগ কে কি বলে?
উঃ মহাবীর নিষ্ক্রমণ
১০) গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করেছিলেন কত বছর বয়সে?
উঃ ৩৫ বছর
১১) যে গাছের তলায় তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম কি?
উঃ বৌদ্ধ বৃক্ষ
১২) যে স্থানে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব অর্জন করেন তার নাম কি?
উঃ বুদ্ধগয়া
১৩) গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মমত প্রচার করেন?
উঃ সারনাথে
১৪) গৌতম বুদ্ধের দুজন শিষ্যের নাম লেখ।
উঃ বিন্দুসার, প্রসেনজিৎ
১৫) গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?
উঃ কুশিনগর এ ৮০ বছর বয়সে
১৬) গৌতম বুদ্ধের দেহ থাকবে বৌদ্ধ শাস্ত্রের কি বলে?
উঃ মহাপরিনির্বাণ
১৭) বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উঃ ত্রিপিটক
১৮) তিনটি পিটকের নাম কি?
উঃ সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক
১৯) জৈন ধর্মের প্রবর্তক কে?
উঃ মহাবীর
২০) সর্ব প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ ঋষভদেব
২১) সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ মহাবীর
২২) 23 তম তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ পার্শ্বনাথ
২৩) জৈন ধর্মের সূচনা করেন কে?
উঃ পার্শ্বনাথ
২৪) মহাবীরের জন্ম হয় কবে?
উঃ ৫৪০খ্রী:পূ:
২৫) মহাবীর এর মৃত্যু হয় কবে?
উঃ ৪৬৮খ্রী পূ: পাবাপুরীতে
২৬) মহাবীরের উপদেশ গুলি কি নামে পরিচিত?
উঃ দ্বাদশ অঙ্গ
২৭) দ্বাদশ অঙ্গ কোন ভাষায় লেখা?
উঃ প্রাকৃত
২৮) আর্য পরিবারের প্রধান কে কি বলা হয়?
উঃ কুলপা
২৯) আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম লেখ।
উঃ মনা ও নিস্ক
৩০) বৈদিক যুগে বণিক শ্রেণীদের কি বলা হত?
উঃ শ্রেষ্ঠী
৩১) নাসিক প্রশস্তি কার রচনা?
উঃ গৌতমি বলশ্রী
৩২) মহাবীরের জন্ম কোথায় ?
উঃ বৈশালীর কুন্দগ্রামে
৩৩) মহাবীরের পিতার নাম কি?
উঃ সিদ্ধার্থ
৩৪) মহাবীরের মাতার নাম কি?
উঃ ত্রিশলা
৩৫) মহাবীর এর স্ত্রীর নাম কি?
উঃ যশোদা
৩৬) মহাবিদ্রোহের কন্যার নাম কি?
উঃ প্রিয়দর্শনা
৩৭) কল্পসূত্র রচয়িতা কে?
উঃ ভদ্রবাহু
৩৮) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ রাবি
৩৯) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল
উঃ রাজগৃহে

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)