ভৌত বিজ্ঞান বিষয়ের কিছু প্রশ্ন উত্তর

1) SI পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কি?
উঃ মোল
২) পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
উঃ আলোকবর্ষ
৩) আলোকবর্ষ মূল একক না লব্ধ একক?
উঃ মূল একক
৪) তিনটি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক এর উদাহরণ দাও।
উঃ ভরবেগের একক
৫) সমবেগে চলাকালীন কোন বস্তুর ত্বরণ কত?
উঃ 0
৬) নিউটনের কোন গতি সূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্র টি প্রতিষ্ঠিত হয়?
উঃ তৃতীয় গতিসূত্র
৭) পরমাণুবাদের জনক হলেন কে?
উঃ ডালটন
৮) ইলেকট্রন আবিষ্কার করেন কে?
উঃ টমসম
৯) ইলেকট্রনে কোন আধানযুক্ত কণা থাকে?
উঃ ঋণাত্মক
১০) পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় কি দিয়ে?
উঃ প্রোটন ও নিউট্রন
১১) প্রোটন আবিষ্কার করেন কে?
উঃ রাদারফোর্ড
১২) প্রথমে কোন আধান কণা থাকে?
উঃ ধনাত্মক
১৩) নিউট্রন আবিষ্কার করেন কে?
উঃ স্যাডউইক
১৪) একটি নিস্তড়িত কণার উদাহরণ দাও
উঃ নিউট্রন
১৫) পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা কে কি বলে?
উঃ ভর সংখ্যা
১৬) পর্যায় সারণির প্রথম মৌল টির নাম কি?
উঃ হাইড্রোজেন
১৭) হাইড্রোজেন এর তিনটি আইসোটোপ কি কি?
উঃ সাধারণ হাইড্রোজেন, ডয়টেরিয়াম, ট্রাইটিয়াম
১৮) সিজিএস পদ্ধতিতে তাপের একক কি?
উঃ ক্যালোরি
১৯) এসআই পদ্ধতিতে তাপের একক কি?
উঃ জুল
২০) এক ক্যালরি সমান কত জুল?
উঃ ৪.২ জুল
২১) উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উঃ থার্মোমিটার
২২) সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রি সেলসিয়াস
২৩) সেলসিয়াস স্কেলে উর্ধ স্থিরাঙ্ক কত?
উঃ 100 ডিগ্রী সেলসিয়াস
২৪) ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
উঃ 32 ডিগ্রি ফারেনহাইট
২৫) ফারেনহাইট স্কেলে উর্ধ স্থিরাঙ্ক কত?
উঃ 212 ডিগ্রী ফারেনহাইট
২৬) ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এর মধ্যবর্তী অংশকে কি বলে?
উঃ প্রাথমিক অন্তর
২৭) এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি?
উঃ কেলভিন
২৮) সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি?
উঃ ক্যালোরি/গ্রাম-ডিগ্রি সেলসিয়াস
২৯) কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
উঃ জলের
৩০) কম আপেক্ষিক তাপ যুক্ত পদার্থের নাম করো।
উঃ পারদ
৩১) বরফের আপেক্ষিক তাপ কত?
উঃ ২১০০ জুল/কেজি-কেলভিন
৩২) জলের আপেক্ষিক তাপ কত?
উঃ ৪২০০ জুল/কেজি-কেলভিন
৩৩) একক বিহীন কয়েকটি রাশির উদাহরণ দাও?
উঃ পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বাষ্পীয় ঘনত্ব, তুল্যাঙ্কভার প্রভৃতি
৩৪) দুটো মনে হবেই উদাহরণ দাও।
উঃ দৈর্ঘ্য ,ভর ,সময়
৩৫) এস আই পদ্ধতিতে মৌলিক সংখ্যা কটি?
উঃ ৭টি
৩৬) SI পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি?
উঃ অ্যাম্পিয়ার
৩৭) SI পদ্ধতিতে উষ্ণতার একক কি?
উঃ কেলভিন
৩৮) SI পদ্ধতিতে দীপ্তির একক কি?
উঃ ক্যান্ডেলা
৩৯) কোণের একক কি?
উঃ রেডিয়ান
৪০) গ্রহ ও নক্ষত্রের দূরত্ব মাপতে কোন ভাবে ব্যবহার করা হয়?
উঃ আলোকবর্ষ
৪১) জ্যোতিষ শাস্ত্রে দৈর্ঘ্য বৃহত্তম একক এর নাম কি?
উঃ পারসেক
৪২) বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ সাধারণ তুলা যন্ত্র
৪৩) বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ স্প্রিং তুলা যন্ত্র
৪৪) ওজন বাক্সে বাটখারা গুলির ভরের অনুপাত কত?
উঃ 5:2:2:1

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)