উচ্চমাধ্যমিক বাংলা ভাষাতত্ত্বের কয়েকটি প্রশ্ন উত্তর

১) বাংলায় গুচ্ছ ধ্বনির সংখ্যা কত?
উঃ ২০০ টির বেশি

২) লোকনিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও।
উঃ দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে কোন একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি বলে।
উদাহরণ: আর্মচেয়ার>আরামকেদারা।

৩) ভাষার সর্বাপেক্ষা ছোট অর্থপূর্ণ একক কি?
উঃ রূপ

৪) উপসর্গ কাকে বলে?
উঃ উপসর্গ এক ধরনের অব্যয়, যা শব্দের আগে বসে অর্থ পরিবর্তন করে। অনেক সময় একে পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয় বলা হয়।

৫) জোড় কলম শব্দ কাকে বলে?
উঃ কখনো একই ভাষায় বা ভিন্ন ভিন্ন ভাষায় দুটি পৃথক শব্দ কাটা জোড়া করে যে শব্দ তৈরি হয় তাকে জোড় কলম শব্দ বলে।
যেমন: ধোয়া+কুয়াশা=ধোঁয়াশা

৬) পদদ্বৈত কাকে বলে?
উঃ একই শব্দ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে ।
যেমন: হাসতে-হাসতে, খেতে-খেতে

৭) ক্র্যানবেরি রূপমূল কাকে বলে?
উঃ ক্র্যানবেরি রূপমূল হল এক ধরনের পরাধীন রূপমূল। এর কোন নিজস্ব আভিধানিক অর্থ নেই। ইহা একটি শব্দ কে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে।
যেমন: আলাপ, বিলাপ, প্রলাপ-শব্দগুলির লাপ অংশটি

৮) সংবর্তন কি?
উঃ যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে সংবর্তন বলে।

৯) বাক্যের অধিগঠন কাকে বলে?
উঃ বাক্যের যে গঠনগত স্তর পরিবর্তন সাপেক্ষ, অর্থাৎ যা বদলালেও অর্থের কোনো পরিবর্তন ঘটে না তাকে বাক্যের অধিগঠন বলে।

১০) গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও।
উঃ গঠনগতভাবে ভাগ্য তিন প্রকারের হয়-সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য।
•সরল বাক্য :: সূর্য পূর্ব দিকে ওঠে।
• জটিল বাক্য :: যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে।
•যৌগিক বাক্য :: তিনি দরিদ্র কিন্তু সৎ।

১১) শব্দার্থের প্রসার কাকে বলে?
উঃ: কোন শব্দ আদিতে যে অর্থ প্রকাশ করত বর্তমানে তার গণ্ডি অতিক্রম করে যদি ব্যাপক অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দার্থের প্রসার বলে।


Comments

Post a Comment

Haven't doubt please let me know.

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)