ভারতের ইতিহাস সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
১) প্রাজ্ঞ -পারমিতা গ্রন্থের রচয়িতা কে?
উঃ নাগার্জুন
২) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ রাজগৃহে
৩) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ বৈশালীতে
৪) তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ পাটলিপুত্র
৫) চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ কাশ্মীরে কুণ্ডল বনবিহারে
৬) প্রথম বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ বিম্বিসার/ অজাতশত্রু
৭) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ কালাশোক
৮) তৃতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ অশোক
৯) চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ কনিষ্ক
১০) ভারতবর্ষে অঞ্চল ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা কবে ঘটেছিল?
উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক
১১) মহাজন' শব্দের অর্থ কি?
উঃ বৃহৎ রাজ্য
১২) ষোড়শ মহাজনপদ কত দূর বিস্তৃত ছিল?
উঃ কাবুল থেকে গোদাবরী তীর পর্যন্ত
১৩) দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি?
উঃ অস্মক
১৪) ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে প্রজাতান্ত্রিক রাজ্যটির নাম কি?
উঃ বৃজি ও মল্ল
১৫) হর্যঙ্ক বংশের রাজা কে ছিলেন?
উঃ বিম্বিসার
১৬) বিম্বিসার কোথায় রাজত্ব করতেন?
উঃ মগধ রাজ্যের
১৭) বিম্বিসারের পর মগধের রাজা কে ছিলেন?
উঃ পিতৃহন্তা অজাতশত্রু
১৮) বিহারের রাজধানীর নাম কি ছিল?
উঃ রাজগৃহ
১৯) হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ নাথ দাস
২০) নাগ দাসকে কে হত্যা করেছিল?
উঃ মন্ত্রী শিশুনাগ
২১) শিশুনাগ এর মৃত্যুর পর তার উত্তরাধিকারী কে ছিলেন?
উঃ কালাশোক
২২) কালাশোক কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
উঃ পাটলিপুত্র
২৩) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহাপদ্মনন্দ
২৪) নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ ধননন্দ
২৫) কার রাজত্বকালে আলেকজান্ডার ভারতে আসেন?
উঃ ধননন্দের
২৬) আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?
উঃ ম্যাসিডন
২৭) আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
উঃ 327 খ্রিস্টপূর্বাব্দ থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে
২৮) ধর্মান্ধের পর সিংহাসনে কে বলেছিলেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
২৯) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৩০) সূর্য বংশের সন্তান বলে কাকে অভিহিত করা হয়?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৩১) নন্দ বংশের সেনাপতি কে ছিলেন?
উঃ ভদ্রশাল
৩২) আলেকজান্ডারের সেনাপতির নাম কি?
উঃ সেলুকাস
৩৩) মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৩৪) মেগাস্থিনিস এর লেখা বইটির নাম কি?
উঃ ইন্ডিকা
৩৫) অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ কৌটিল্য
৩৬) চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা কোন গ্রন্থ থেকে জানা যায়?
উঃ অর্থশাস্ত্র থেকে
৩৭) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
উঃ পাটলিপুত্র
৩৮) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসন বসেন?
উঃ পুত্র বিন্দুসার
৩৯) অশোক কোন ধর্মে দীক্ষা নেন?
উঃ বৌদ্ধ ধর্ম
৪০) সবে মুনিসে প্রজা মম কথাটি কে বলেছিলেন?
উঃ মহামতি অশোক
৪১) বলি ও ভাগ এগুলি কি?
উঃ দু রকমের খাজনা
৪২) মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?
উঃ বৃহদ্রথ
৪৩) বৃহদ্রথের সেনাপতি কে ছিলেন?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ
৪৪) বৃহদ্রথকে কে হত্যা করেন?
উঃ পুষ্যমিত্র
৪৫) শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ
উঃ নাগার্জুন
২) প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ রাজগৃহে
৩) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ বৈশালীতে
৪) তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ পাটলিপুত্র
৫) চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উঃ কাশ্মীরে কুণ্ডল বনবিহারে
৬) প্রথম বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ বিম্বিসার/ অজাতশত্রু
৭) দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ কালাশোক
৮) তৃতীয় বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ অশোক
৯) চতুর্থ বৌদ্ধ সংগীতি কার আমলে হয়েছিল?
উঃ কনিষ্ক
১০) ভারতবর্ষে অঞ্চল ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা কবে ঘটেছিল?
উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক
১১) মহাজন' শব্দের অর্থ কি?
উঃ বৃহৎ রাজ্য
১২) ষোড়শ মহাজনপদ কত দূর বিস্তৃত ছিল?
উঃ কাবুল থেকে গোদাবরী তীর পর্যন্ত
১৩) দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি?
উঃ অস্মক
১৪) ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে প্রজাতান্ত্রিক রাজ্যটির নাম কি?
উঃ বৃজি ও মল্ল
১৫) হর্যঙ্ক বংশের রাজা কে ছিলেন?
উঃ বিম্বিসার
১৬) বিম্বিসার কোথায় রাজত্ব করতেন?
উঃ মগধ রাজ্যের
১৭) বিম্বিসারের পর মগধের রাজা কে ছিলেন?
উঃ পিতৃহন্তা অজাতশত্রু
১৮) বিহারের রাজধানীর নাম কি ছিল?
উঃ রাজগৃহ
১৯) হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ নাথ দাস
২০) নাগ দাসকে কে হত্যা করেছিল?
উঃ মন্ত্রী শিশুনাগ
২১) শিশুনাগ এর মৃত্যুর পর তার উত্তরাধিকারী কে ছিলেন?
উঃ কালাশোক
২২) কালাশোক কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
উঃ পাটলিপুত্র
২৩) নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ মহাপদ্মনন্দ
২৪) নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন?
উঃ ধননন্দ
২৫) কার রাজত্বকালে আলেকজান্ডার ভারতে আসেন?
উঃ ধননন্দের
২৬) আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?
উঃ ম্যাসিডন
২৭) আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
উঃ 327 খ্রিস্টপূর্বাব্দ থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে
২৮) ধর্মান্ধের পর সিংহাসনে কে বলেছিলেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
২৯) মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৩০) সূর্য বংশের সন্তান বলে কাকে অভিহিত করা হয়?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৩১) নন্দ বংশের সেনাপতি কে ছিলেন?
উঃ ভদ্রশাল
৩২) আলেকজান্ডারের সেনাপতির নাম কি?
উঃ সেলুকাস
৩৩) মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
৩৪) মেগাস্থিনিস এর লেখা বইটির নাম কি?
উঃ ইন্ডিকা
৩৫) অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ কৌটিল্য
৩৬) চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা কোন গ্রন্থ থেকে জানা যায়?
উঃ অর্থশাস্ত্র থেকে
৩৭) চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল?
উঃ পাটলিপুত্র
৩৮) চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসন বসেন?
উঃ পুত্র বিন্দুসার
৩৯) অশোক কোন ধর্মে দীক্ষা নেন?
উঃ বৌদ্ধ ধর্ম
৪০) সবে মুনিসে প্রজা মম কথাটি কে বলেছিলেন?
উঃ মহামতি অশোক
৪১) বলি ও ভাগ এগুলি কি?
উঃ দু রকমের খাজনা
৪২) মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?
উঃ বৃহদ্রথ
৪৩) বৃহদ্রথের সেনাপতি কে ছিলেন?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ
৪৪) বৃহদ্রথকে কে হত্যা করেন?
উঃ পুষ্যমিত্র
৪৫) শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ পুষ্যমিত্র শুঙ্গ
Comments
Post a Comment
Haven't doubt please let me know.