হরপ্পা সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১) ভারতবর্ষে কৃষিকেন্দ্রিক সভ্যতার সূত্রপাত কোথায় হয়েছিল?
উঃ বেলুচিস্তানের মেহেরগড় এ বোলান নদীর তীরে
২) মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ খননের কাজ কবে শুরু হয়েছিল?
উঃ ১৯৭৪ খ্রিস্টাব্দে
৩) কার নেতৃত্বে মেহেরগড় সভ্যতার খননের কাজ শুরু হয়েছিল?
উঃ ফ্রাঁসোয়া জারেজ
৪) কয়েকটি পর্বে মেহেরগড় সভ্যতার ক্রমবিকাশ ঘটেছিল?
উঃ ৭টি
৫) মেহেরগড় সভ্যতা ছিল হরপ্পা সভ্যতার পূর্ববর্তী না পরবর্তী?
উঃ পূর্ববর্তী
৬) হরপ্পা কোথায় অবস্থিত?
উঃ পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায়
৭) মহেঞ্জোদারো কোথায় অবস্থিত?
উঃ পাকিস্তানের সিন্ধু রাজ্যের লারকান জেলায়
৮) হরপ্পা কবে আবিষ্কৃত হয়?
উঃ ১৯২২খ্রী:
৯) হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি?
উঃ নগর কেন্দ্রিক
১০) হরপ্পা সভ্যতার সময়সীমা নির্ণয় করো।
উঃ খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ----খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ
১১) হরপ্পা সভ্যতায় বাড়িগুলি কি দিয়ে তৈরি ছিল?
উঃ পোড়া ইঁট দিয়ে
১২) বিশ্বের আর কোন দেশে এই রকম জল নিকাশি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়নি-----এ কথা কে বলেছিলেন?
উঃ ঐতিহাসিক ব্যাসাম
১৩) হরপ্পার শস্যাগার টি কে কার সঙ্গে তুলনা করেছেন?
উঃ রাষ্ট্রীয় ব্যাংক
১৪) হরপ্পা সভ্যতার সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল?
উঃ তিনটি
১৫) হরপ্পা সভ্যতার শ্রমিক ও কারিগরদের থাকার ঘর কে কি বলে?
উঃ ব্যারাক
১৬) হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কি ছিল?
উঃ কৃষি
১৭) হরপ্পা আদিবাসীদের প্রধান খাদ্য কি ছিল?
উঃ ধান ,গম ,যব
১৮) হরপ্পা সভ্যতার সিলমোহর তৈরি হতো কি দিয়ে?
উঃ পোড়া মাটি দিয়ে
১৯) হরপ্পা সভ্যতা কোন পশুর ব্যবহার ছিল না?
উঃ ঘোড়া
২০) হরপ্পা সভ্যতা কোন যুগের সমসাময়িক?
উঃ ব্রোঞ্জ
২১) হরপ্পা সভ্যতা কোন ধাতুর ব্যবহার ছিল না?
উঃ লোহা
২২) হরপ্পা সভ্যতায় কোথায় জাহাজ বন্দর গড়ে উঠেছিল?
উঃ লোথাল এ
২৩) সিন্ধু লিপির পাঠোদ্ধার কে করেন?
উঃ ডক্টর মালতি শেনডগে
২৪) লোথাল কোথায় অবস্থিত?
উঃ গুজরাটে
২৫) বৈদিক সভ্যতার পরিবারের কর্তা কে কি বলা হত?
উঃ গৃহপতি বা কুলপা
২৬) বৈদিক যুগের কয়েকজন নারীর নাম লেখ।
উঃ লোপামুদ্রা অপালা ঘোষা
২৭) বর্ণভেদের উল্লেখ কোথায় পাওয়া যায়?
উঃ ঋকবেদের দশম মন্ডলের বৈদিক সূক্তে
২৮) মহেঞ্জোদারো শব্দের অর্থ কি?
উঃ মৃতের স্তুপ
২৯) আশ্রম কথার অর্থ কি?
উঃ জীবনের অবস্থা
৩০) আর্যদের প্রধান জীবিকা কি?
উঃ পশুপালন
৩১) বৈদিক যুগে কৃষকদের কি বলা হত?
উঃ কৃষ্টি
৩২) কর্ষিত জমি কে কি বলা হত?
উঃ ক্ষেত্র বা উর্বরা
৩৩) বৈদিক যুগের প্রধান শিল্প কি ছিল?
উঃ বস্ত্র শিল্প
৩৪) বৈদিক যুগে বিনিময় মাধ্যম কি ছিল?
উঃ গরু
৩৪) বৈদিক সাহিত্যে দুটি মুদ্রার নাম লেখ।
উঃ মনা ও নিস্ক
৩৫) ভারতের প্রাচীন সভ্যতার নাম কি?
উঃ হরপ্পা সভ্যতা
৩৬) আর্যদের সমাজ ছিল-----------------।
উঃ পিতৃতান্ত্রিক
৩৭) আর্য সংস্কৃতি বা বৈদিক সভ্যতা প্রথম শুরু হয়েছিল কোথায়?
উঃ সপ্তসিন্ধু অঞ্চল
৩৮) কুরু রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উঃ হস্তিনাপুর
৩৯) ঋক বৈদিক যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বাদে অন্য শ্রেণীর লোকেদের কি বলা হত?
উঃ পঞ্চমগন
৪০) স্বামী বিবেকানন্দ Rebel child of Hinduism বলে অভিহিত করেছেন কোন ধর্মকে?
উঃ বৌদ্ধ ধর্মকে

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)