Hs shabdartha tatta উচ্চমাধ্যমিক ভাষাতত্ত্বের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১) শব্দার্থের প্রসার কাকে বলে ?উদাহরণ দাও।
উঃ সময়ের পরিবর্তনের সাথে কোন শব্দ আদিতে যে অর্থে ব্যবহৃত হত, বর্তমানে সেই অর্থ ছাড়াও যদি নতুন অর্থ বা অর্থ সমস্ত প্রকাশ করে তাহলে তাকে অর্থের প্রসার বলে।
উদাহরণ: কালী শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু কিন্তু বর্তমান অর্থ লাল-নীল যে কোন কালিকে বোঝায়।
গাঙ-শব্দের আদি অর্থ গঙ্গা নদী
গাঙ-শব্দের বর্তমান অর্থ যে কোন নদী
উঃ সময়ের পরিবর্তনের সাথে কোন শব্দ আদিতে যে অর্থে ব্যবহৃত হত, বর্তমানে সেই অর্থ ছাড়াও যদি নতুন অর্থ বা অর্থ সমস্ত প্রকাশ করে তাহলে তাকে অর্থের প্রসার বলে।
উদাহরণ: কালী শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু কিন্তু বর্তমান অর্থ লাল-নীল যে কোন কালিকে বোঝায়।
গাঙ-শব্দের আদি অর্থ গঙ্গা নদী
গাঙ-শব্দের বর্তমান অর্থ যে কোন নদী
২) শব্দার্থের সংকোচ বলতে কী বোঝো? উদাহরণ দাও
উঃ কোন শব্দ আদিতে যে ব্যাপক অর্থে ব্যবহৃত হতো বর্তমানে সেই অর্থের ব্যাপকতা কমে গেলে তাকে শব্দার্থ সংকোচ বলে।
উদাহরণ: অন্ন শব্দের আদি অর্থ খাদ্য।
অন্ন শব্দের বর্তমান অর্থ ভাত।
মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু।
মৃগ শব্দের বর্তমান অর্থ হরিণ।
৩) শব্দার্থের রূপান্তর বলতে কী বোঝো? উদাহরণ দাও
উঃ কোন শব্দ আদিতে যে অর্থ ব্যবহৃত হতো, বর্তমানে তা যদি পরিবর্তিত হয়ে এক নতুন অর্থ প্রকাশ করে তাকে শব্দার্থের রূপান্তর বলে।
উদাহরণ:• কলম শব্দের আদি অর্থ শর।
• কলম শব্দের পরিবর্তিত অর্থ লেখনি।
• গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা।
গবেষণা শব্দের পরিবর্তিত অর্থ নিয়ম অনুসারে বিশ্লেষণ।
৪) শব্দার্থের উপাদান মূলক তত্ত্বের মূল বক্তব্য কী?
উঃ শব্দার্থের উপাদান মূলক তত্ত্বের মূল বক্তব্য হলো, একটু বস্তুকে যেমন ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে ভেঙে সেই অংশকে বিশ্লেষণ করলে সেই বস্তুটি সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় তেমনি একটি শব্দার্থকে ভেঙে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশকে বিশ্লেষণ করলে, সেই শব্দটির একটি পরিষ্কার ধারণা ও অন্যান্য শব্দের সঙ্গে তার সম্পর্কের একটি যথাযথ পাওয়া যায়।
৫) শব্দার্থ পরিবর্তনের স্বরূপ বলতে কী বোঝো?
উঃ সময়ের পরিবর্তনে সাপেক্ষে একই শব্দ বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ প্রকাশ করলে, যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকেই বলে শব্দার্থ পরিবর্তন।
৬) style is the man himself"-কে বলেছিলেন?
উঃ অরি বুফো
৭) কাকাতুয়া শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
উঃ মালয়ালাম ভাষা থেকে
৮) বাক্যের উপাদান কি?
উঃ শব্দ
৯) aspect of the theory of syntax"-গ্রন্থের রচয়িতা কে?
উঃ চমস্কি
১০) অরিয়েন্টাল আর্ট সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1907 খ্রিস্টাব্দে
Comments
Post a Comment
Haven't doubt please let me know.