ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মধ্যযুগ
1) লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ) বহলুল লোদি
2) দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?
উ:) বহলুল লোদী
3) বাংলায় ইলিয়াস শাহী বংশের কে?
উ:) সামসুদ্দিন ইলিয়াস শাহ
4) বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ রাজা কে?
উ:) জালালুদ্দিন ফতেশাহ
5) বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়?
উ:) আলাউদ্দিন হোসেনশাহ
6) বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উ:) জাফর খাঁ
7) বাহমনি বংশের শেষ সুলতান কে?
উ:) কলিমউল্লাহ শাহ
8) আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উ:) সিকন্দর শাহ
9) কার সমাধির উপর পান্ডুয়ার একলাখি মসজিদ নির্মিত হয়েছে?
উ:) নসরৎ শাহ
10) বঙ্গদেশে কোন কবি তার প্রতিভাবার জন্য গুণরাজ খাঁন উপাধি পান?
উ:) মালাধর বসু
11) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
উ:) মালাধর বসু
12) কাশ্মীরের আকবর বলা হয় কাকে?
উ:) জয়নালআবেদীন
13) কোন যুগে কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন?
উ:) ইলিয়াসি শাহী যুগে
14) পদ্মপুরাণের রচয়িতা কে?
উ:) বিজয় গুপ্ত
15) বিজয় নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উ:) কৃষ্ণদেব রায়
16) আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?
উ:) কৃষ্ণদেব রায়
17) হাজারা মন্দির ও বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন?
উ:) কৃষ্ণদেব রায়
18) কাকে অন্ধকবির পিতামহ বলা হয়?
উ:) তেলেগু কবি পেদ্দনকে
19) ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি?
উ:) রেহলা
20) সমরখন্দে জুম্মা মসজিদ নির্মাণ করেন কে?
উ:) তৈমুরলঙ
21) গুরু নানক কোথায় জন্মগ্রহণ করে?
উ:) লাহোরে
22) রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
উ:) কবীর
23) শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
উ:) গ্রন্থসাহেব
1) লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ) বহলুল লোদি
2) দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?
উ:) বহলুল লোদী
3) বাংলায় ইলিয়াস শাহী বংশের কে?
উ:) সামসুদ্দিন ইলিয়াস শাহ
4) বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ রাজা কে?
উ:) জালালুদ্দিন ফতেশাহ
5) বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়?
উ:) আলাউদ্দিন হোসেনশাহ
6) বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উ:) জাফর খাঁ
7) বাহমনি বংশের শেষ সুলতান কে?
উ:) কলিমউল্লাহ শাহ
8) আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উ:) সিকন্দর শাহ
9) কার সমাধির উপর পান্ডুয়ার একলাখি মসজিদ নির্মিত হয়েছে?
উ:) নসরৎ শাহ
10) বঙ্গদেশে কোন কবি তার প্রতিভাবার জন্য গুণরাজ খাঁন উপাধি পান?
উ:) মালাধর বসু
11) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
উ:) মালাধর বসু
12) কাশ্মীরের আকবর বলা হয় কাকে?
উ:) জয়নালআবেদীন
13) কোন যুগে কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন?
উ:) ইলিয়াসি শাহী যুগে
14) পদ্মপুরাণের রচয়িতা কে?
উ:) বিজয় গুপ্ত
15) বিজয় নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উ:) কৃষ্ণদেব রায়
16) আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?
উ:) কৃষ্ণদেব রায়
17) হাজারা মন্দির ও বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন?
উ:) কৃষ্ণদেব রায়
18) কাকে অন্ধকবির পিতামহ বলা হয়?
উ:) তেলেগু কবি পেদ্দনকে
19) ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি?
উ:) রেহলা
20) সমরখন্দে জুম্মা মসজিদ নির্মাণ করেন কে?
উ:) তৈমুরলঙ
21) গুরু নানক কোথায় জন্মগ্রহণ করে?
উ:) লাহোরে
22) রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
উ:) কবীর
23) শিখদের ধর্মগ্রন্থের নাম কী?
উ:) গ্রন্থসাহেব

Comments
Post a Comment
Haven't doubt please let me know.