উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে জীবনী প্রবন্ধ রচনার একই উপসংহার

আগের page এ ভূমিকা দিয়েছিলাম। এখানে উপসংহার দেওয়া হল   ---

উপসংহার:
             বাংলা সাহিত্যে তিনি ছিলেন যথার্থই একজন প্রতিভাবান ব্যক্তিত্ব। উচ্চ চিন্তাশক্তি, সাহিত্যেরকৃতি ও কর্মকুশলতার গুণে তিনি উচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছেন। তার জীবনমুখী রচনাগুলি আমাদের চলার জীবনে যথেষ্টভাবেই অনুপ্রাণিত করে। অন্তরের অন্ত:স্থল থেকে উঠে আসা পবিত্র ভালোবাসার সংমিশ্রণে রচিত সাহিত্যকৃতি ও কর্মকুশলতার জন্য তিনি আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)