এক কথায় সাধারণ জ্ঞানের ৪০টি প্রশ্নোত্তর
১) আলোকের কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম?
উঃ বেগুনি
২) speed post বইটির লেখক কে?
উঃ শোভা দে
৩) প্যারাডাইস রিগেন্ড কার লেখা?
উঃ জণ মিল্টন
৪) land of cakes কোন দেশকে বলা হয়?
উঃ স্কটল্যান্ড
৫) কোন দেশকে পৃথিবীর sugar bowl বলা হয়?
উঃ কিউবা
৬) চেঞ্চু কোন রাজ্যের উপজাতি?
উঃ অন্ধ্রপ্রদেশ
৭) পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান সিটি
৮) সাইক্লোন বা এন্টি সাইক্লোন কিসের প্রভাবে হয়?
উঃ বাণিজ্যিক বায়ু
৯) গডউইন অস্টিন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এটি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত?
উঃ নাঙ্গা পর্বত
১০) কোন দেশের মধ্য দিয়ে বিষুব রেখা অতিক্রম করেছে?
উঃ ব্রাজিল
১১) সূর্যের দৃশ্যমান পীত মণ্ডল কে কি বলা হয়?
উঃ আলোক মন্ডল
১২) উপকূলবর্তী সংকীর্ণ উপসাগরকে কি বলা হয়?
উঃ খাঁড়ি
১৩) কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পালকির নাম কি?
উঃ জোজিলা
১৪) কোনদিকে এমারেল্ড অয়েল বলা হয়?
উঃ আইসল্যান্ড
১৫) ম্যাটারহর্ন কোন পর্বতমালায় অন্তর্গত?
উঃ আল্পস
১৬) কোন জাতীয় কয়লার কার্বনের ভাগ সবচেয়ে বেশি?
উঃ অ্যানথ্রাসাইট
১৭) ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দেশে অবস্থিত?
উঃ দক্ষিণ আফ্রিকা
১৮) তিব্বতি ভাষায় চোমলাংমা শব্দের অর্থ কি?
উঃ মাউন্ট এভারেস্ট
১৯) স্পাইডারম্যান এর প্রকৃত নাম কি?
উঃ পিটার পার্কার
২০) সত্যমেব জায়াতে কোন গ্রন্থ থেকে গৃহীত?
উঃ মুণ্ডক উপনিষদ
২১) একটা ইলেক্ট্রো ম্যাগনেট এর শক্তি বাড়ানো হয় কিভাবে?
উঃ বিদ্যুৎ শক্তি বাড়িয়ে
22) শব্দ কিসের মধ্য দিয়ে যেতে পারে না?
উঃ সম্পূর্ণ বায়ুশূন্য স্থানে
২৩) সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
উঃ লিথিয়াম
২৪) এ্যালোপ্যাথিক চিকিৎসা বিদ্যার অধ্যয়ন কে কি বলে?
উঃ অপসারণ
২৫) স্টেনলেস স্টিল কোন কোন ধাতুর সংমিশ্রণ?
উঃ লোহা ক্রোমিয়াম ও নিকেল
২৬) অক্সিজেন কথার অর্থ কি?
উঃ অম্ল উৎপাদক
২৭) মস্তিষ্কের টিস্যুর রং কেমন?
উঃ ধূসর
২৮) গন্ডারের খড়্গ ও কি দিয়ে তৈরি?
উঃ চুল/লোম
২৯) রক্তাল্পতা রোগের কারণ কি?
উঃ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
৩০) ক্ষুদ্রান্তের বিচলন প্রক্রিয়া কোন ধরনের?
উঃ পেরিস্টলসিস
৩১) কীটপতঙ্গের অধ্যয়ন কে কি বলে?
উঃ এনটোমলজি
৩২) শরীরস্থান বিদ্যায় প্যাটেলা কি?
উঃ হাঁটুর হাড়
৩৪) এক্স রশ্মি কে আবিষ্কার করেন?
উঃ রন্টজেন
৩৫) পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?
উঃ মস্তিষ্কের করোটির স্ফেনয়েড অস্থির সেলটরসিকা প্রকোষ্ঠে
৩৬) রক্ত চাপ মাপক যন্ত্রের নাম কি?
উঃ স্ফিগমোম্যানোমিটা
৩৭) মানুষের কোন অঙ্গের সঙ্গে পায়োরিয়া রোগ যুক্ত?
উঃ দাঁত ও মাড়ি
৩৮) বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়?
উঃ ১৫ই মার্চ
৩৯) কোন সমুদ্রকে হেরিং পন্ড বলা হয়?
উঃ আটলান্টিক মহাসাগর
৪০) গদর শব্দের অর্থ কি?
উঃ বিপ্লব
Comments
Post a Comment
Haven't doubt please let me know.