3rd semester Bengali

 

ভাষাতত্ত্ব


উচ্চমাধ্যমিক বাংলা ভাষাতত্ত্বের কয়েকটি প্রশ্ন উত্তর


১) বাংলায় গুচ্ছ ধ্বনির সংখ্যা কত?
উঃ ২০০ টির বেশি

২) লোকনিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও।
উঃ দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে কোন একটি শব্দ অন্য একটি শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি বলে।
উদাহরণ: আর্মচেয়ার>আরামকেদারা।

৩) ভাষার সর্বাপেক্ষা ছোট অর্থপূর্ণ একক কি?
উঃ রূপ

৪) উপসর্গ কাকে বলে?
উঃ উপসর্গ এক ধরনের অব্যয়, যা শব্দের আগে বসে অর্থ পরিবর্তন করে। অনেক সময় একে পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয় বলা হয়।

৫) জোড় কলম শব্দ কাকে বলে?
উঃ কখনো একই ভাষায় বা ভিন্ন ভিন্ন ভাষায় দুটি পৃথক শব্দ কাটা জোড়া করে যে শব্দ তৈরি হয় তাকে জোড় কলম শব্দ বলে।
যেমন: ধোয়া+কুয়াশা=ধোঁয়াশা

৬) পদদ্বৈত কাকে বলে?
উঃ একই শব্দ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে ।
যেমন: হাসতে-হাসতে, খেতে-খেতে

৭) ক্র্যানবেরি রূপমূল কাকে বলে?
উঃ ক্র্যানবেরি রূপমূল হল এক ধরনের পরাধীন রূপমূল। এর কোন নিজস্ব আভিধানিক অর্থ নেই। ইহা একটি শব্দ কে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে।
যেমন: আলাপ, বিলাপ, প্রলাপ-শব্দগুলির লাপ অংশটি

৮) সংবর্তন কি?
উঃ যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে সংবর্তন বলে।

৯) বাক্যের অধিগঠন কাকে বলে?
উঃ বাক্যের যে গঠনগত স্তর পরিবর্তন সাপেক্ষ, অর্থাৎ যা বদলালেও অর্থের কোনো পরিবর্তন ঘটে না তাকে বাক্যের অধিগঠন বলে।

১০) গঠনগতভাবে বাক্য কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও।
উঃ গঠনগতভাবে ভাগ্য তিন প্রকারের হয়-সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য।
•সরল বাক্য :: সূর্য পূর্ব দিকে ওঠে।
• জটিল বাক্য :: যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে।
•যৌগিক বাক্য :: তিনি দরিদ্র কিন্তু সৎ।

১১) শব্দার্থের প্রসার কাকে বলে?
উঃ: কোন শব্দ আদিতে যে অর্থ প্রকাশ করত বর্তমানে তার  গণ্ডি অতিক্রম করে যদি ব্যাপক অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দার্থের প্রসার বলে।

                 Second class

উচ্চমাধ্যমিক বাংলা ভাষাতত্ত্ব ছোট প্রশ্ন-উত্তর

HS Bengali suggestion Bengali short questions and answers

১) গঠন অনুসারে বাক্য সাধারণত কয় প্রকার?
উঃ চার প্রকার

২) থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ কি? 
উঃ রত্নাগার 

৩) বিলাতি> বিলিতি ধ্বনিপরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে? 
উঃ স্বরসঙ্গতি 

৪) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্র পাতকরেছিলেন কে?
উঃ স্যার উইলিয়াম জোন্স 

৫) সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস এর নাম কি? 
উঃ অমরকোষ 

৬) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 
উঃ সাতটি 

৭) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?
উঃ সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে 

৮) একটি কম্পিত ধ্বনির উদাহরণ দাও।
উঃ র 

৯) সমাজ ভাষাবিজ্ঞানের মূল কটি ভাগ? 
উঃ তিনটি 

১০) ও বর্ণটি কিসের উদাহরণ? 
উঃ যৌগিক বর্ণ 

১১) ন ধ্বনিটি কী জাতীয় বর্ণ? 
উঃ নাসিক্য 

১২) বাংলায় আ স্বরধ্বনিটি কী জাতীয় স্বরধ্বনি?
উঃ  নিম্নস্বরধ্বনি 

১৩) রূপমূল বলতে কী বোঝো? 
উঃ ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক 

১৪) মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কয়টি? 
উঃ সাতটি  

১৫) সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ কটি?
উঃ ৩টি

১৬) রূমিম বা রূপমূল ক'প্রকার?
উঃ ২ প্রকার 

১৭) Dictionarious শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ জন গারল্যান্ড 

১৮) অনেক সময় পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয়কে কী বলে?
উঃ উপসর্গ 

১৯) বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষনের কথা প্রথম কে বলেন?
উঃ লিওনার্দো ব্লুমফিল্ড

২০) ধ্বনিমূল একটি কল্পনা, যার বাস্তব উপলব্ধি হল-------
উঃ সহধ্বনি

                  Third class

Higher secondary education Bengali short questions and answers
বাঙালির ভাষা ও শিল্প ও সংস্কৃতির ইতিহাস// দ্বাদশ শ্রেণী// ছোট প্রশ্ন ও উত্তর


A) অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১) ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়কে কি বলে? 
উঃ সমাজভাষাবিজ্ঞান 

২) খন্ড ধ্বনির অপর নাম কি? 
উঃ বিভাজ্য ধ্বনি 

৩) ভাষার সঙ্গে মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহার গত সমস্যা আলোচনা করে, কোন ভাষাবিজ্ঞান? 
উঃ স্নায়ু ভাষাবিজ্ঞান 

৪) র কী জাতীয় ধ্বনি? 
উঃ কম্পিত ধ্বনি 

৫) "style is the man himself"-- কার উক্তি? 
উঃ বুফোঁ 

৬) ল ধ্বনিটি কি জাতীয় ধ্বনি? 
উঃ পার্শ্বিক ধ্বনি 

৭) পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা কে? 
উঃ নোয়াম চমস্কি 

৮) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশকে কি বলে?
উঃ গুচ্ছধ্বনি 

৯) প্রত্যেকটা শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনির সমাবেশে যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে কি বলে? 
উঃ মুন্ডমাল শব্দ

১০) মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন কে?
উঃ নোয়াম চমস্কি

১১) সমস্ত পদ এর অপর নাম কি?
উঃ সমাসবদ্ধ পদ 

১২) পদ কি?
উঃ পদ হলো শব্দ ও বিভক্তি 

১৩) ধ্বনি উচ্চারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে?
উঃ জিহ্বা

১৪) একটি কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও।
উঃ আ

 ১৫) চন্দর শব্দটি কি জাতীয় শব্দ?
উঃ  অর্ধতৎসম 

১৬) "মন্দির "শব্দের আদি অর্থ "মে কোনো গৃহ, পরিবর্তিত অর্থ দেবালয়, এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
উঃ  শব্দার্থের উৎকর্ষ 

১৭) সময়ের সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তার নির্দেশ করে কোন ভাষাবিজ্ঞান?
উঃ  ঐতিহাসিক ভাষাবিজ্ঞান 

১৮) "ল 'কি জাতীয় ধ্বনি?
উঃ পার্শ্বিক ধ্বনি

১৯)  ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক কি?
উঃ রূপ

২০) ভাষাবিজ্ঞানে নির্দিষ্ট একটি ভাষার কালগত বিবর্তন থাকে কোন ভাষাবিজ্ঞানে?
উঃ  ঐতিহাসিক ভাষাবিজ্ঞান 


               Fourth class

HS Bengali short questions and answers
বাঙালি ভাষা শিল্প ও সংস্কৃতির ইতিহাস

২১) ইংরেজি ডিকশনারি শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? উঃ থমাস এলিয়টের অভিধানে

২২) "ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসের নাম লাউ ও পারোর ""-- এ কথা কে বলেছেন?
 উঃ সোস্যুর 

২৩) ও কি জাতিয় ্ বর্ণ?
উঃ  যৌগিক স্বরবর্ণ 

২৫) চর্যাপদ কে আবিষ্কার করেন?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী

২৬) বিবৃত স্বরধ্বনির উদাহরণ দাও।
উঃ আ

২৭) ক্র্যানবেরি রূপমূল কী?
উঃ  পরাধীন রূপমূল

২৮)" সন্দেশ" শব্দের আদি অর্থ কি?
উঃ  সংবাদ, 

২৯) কলম শব্দের আদি অর্থ খাগ বা শর কিন্তু বর্তমান অর্থ লখনী- এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
উঃ  শব্দার্থের রূপান্তর 

৩০) ঝি শব্দের আদি অর্থ মেয়ে, আধুনিক বা প্রচলিত অর্থ দাসী--এটি শব্দার্থের কোন ধারা? 
উঃ শব্দার্থের অপকর্ষ 

৩১) থিসরাস বা রত্নাকরের একটি প্রাচীন উদাহরণ দাও।
উঃ অমরকোষ 

৩২) শ,ষ,স কি জাতীয় ধ্বনি?
উঃ উষ্মধ্বনি

৩৩) একাধিক যুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে কি বলে?
উঃ শ্বাসাঘাত 

৩৪) একটি তাড়িত ধ্বনির উদাহরণ দাও।
উঃ ড়,ঢ়

৩৫) শ্বাপদ বলতে কী বোঝায়?
উঃ  কুকুর 

৩৬) দারুন শব্দের আদি কাষ্ঠনির্মিত, বর্তমান অর্থ  দাঁড়িয়েছে অত্যন্ত শক্ত,-- একটি শব্দার্থ তত্ত্বের কোন ধারা?
উঃ শব্দার্থের রূপান্তর 

৩৭) বাংলা শব্দ যুক্ত ধ্বনির সংখ্যা কয়টি?
উঃ  28 টি

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)