বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি 3rd semester Bengali MCQ question answer2025

 বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি 

দ্বাদশ শ্রেণি 
3rd semester Bengali MCQ question answer 

Higher Secondary Bengali 3rd semester suggestion উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন Higher Secondary 3rd semester Bengali suggestion 2025 তৃতীয় সেমিস্টারের সাজেশন third semester বাংলা Bengali suggestion 2025বিষয় বাংলা তৃতীয় সেমিস্টার উচ্চমাধ্যমিক বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি Bengali literature 3rd semester solution দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের 60টি গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা hs Bengali third semester question answer MCQ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রশ্নপত্র ২০২৫ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন বাংলা সাজেশন তৃতীয় সেমিস্টার ২০২৫

 বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি 

দ্বাদশ শ্রেণি 
3rd semester Bengali MCQ question answer 

Higher Secondary Bengali 3rd semester suggestion উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন Higher Secondary 3rd semester Bengali suggestion 2025 তৃতীয় সেমিস্টারের সাজেশন third semester বাংলা Bengali suggestion 2025বিষয় বাংলা তৃতীয় সেমিস্টার উচ্চমাধ্যমিক বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি Bengali literature 3rd semester solution দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের 60টি গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা hs Bengali third semester question answer MCQ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রশ্নপত্র ২০২৫ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন বাংলা সাজেশন তৃতীয়semester 

 বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি 

দ্বাদশ শ্রেণি 
3rd semester Bengali MCQ question answer 

Higher Secondary Bengali 3rd semester suggestion উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন Higher Secondary 3rd semester Bengali suggestion 2025 তৃতীয় সেমিস্টারের সাজেশন third semester বাংলা Bengali suggestion 2025বিষয় বাংলা তৃতীয় সেমিস্টার উচ্চমাধ্যমিক বাঙালির ভাষা শিল্প ও সংস্কৃতি Bengali literature 3rd semester solution দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের 60টি গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা hs Bengali third semester question answer MCQ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা প্রশ্নপত্র ২০২৫ উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন বাংলা সাজেশন তৃতীয় 

    তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণী 

     বাংলা ভাষা শিল্প ও সংস্কৃতি 


1. ভাটিয়ালি গানের ভাষা - রাজবংশী বা কামরূপী।


২) একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন - অ্যান্টনি ফিরিঙ্গি 


৩) প্রথম ভারতীয় বাঙালি সাঁতারু নাম - মিহির সেন 


৪) রামায়ণ অনুসারে দাবা খেলার স্রষ্টা - মন্দোদরি 


৫) ভাষার সামগ্রিক বিকাশ,অ-ভাষা প্রস্তুতি ও রোমন্থনে মস্তিষ্কের যে গোলার্ধ বিশেষ ভূমিকা পালন করে -  ডান গোলার্ধ।


৬) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে - সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে।


৭) থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে dictionary শব্দটি পাওয়া যায় কবে ?

উঃ ১৫৩৮


৮) হ ধ্বনিটি হল - কণ্ঠ্যনালীয় ব্যঞ্জন 


৯) বাংলা উচ্চারণে অর্ধ স্বরধ্বনির সংখ্যা - ৪টি


১০) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে - গুচ্ছ ধ্বনি।


১১) শব্দার্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় - সমার্থকতা।


১২) মৃগ শব্দের আদি অর্থ কি - বন্যপশু


১৩) দারুন শব্দের আদি অর্থ - কাষ্ঠ নির্মিত 


১৪) হাফ আখড়াই গানের জন্ম দেন - মোহন চাঁদ বসু।


১৫) বাংলা ভাষায় গদ্যচর্চার পথিকৃত -  উইলিয়াম কেরি।


১৬) জ্ঞান-বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন কে ?

উঃ 


১৭) ইংলিশ চ্যানেল বিজয়িনী প্রথম মহিলা হলেন - আরতি সাহা।


১৮)  বিভাজ্য ধ্বনির মূলভাগ কয়টি - স্বরধ্বনি


১৯) শব্দার্থের প্রথম ভাগ সাধারণ অর্থ। দ্বিতীয়টি হল_____.

নিদর্শন।


২০) থিসরাস______________ শব্দ।

উঃ গ্রিক


২১) গবেষণা শব্দের আদি অর্থ কি ?

উঃ গরু খোঁজা


২২) সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন - পঞ্চানন কর্মকার।


২৩) দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন - বিপিনবিহারী দাস


২৫) এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে সর্বপ্রথম এভারেস্টে আরোহন করেন কবে ? - 


২৬) আই এফ এ কবে স্থাপিত হয় ?

উঃ ১৮৯৩


২৭) মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা - ৭টি।


২৮) শব্দার্থের সংশ্লেষ এর অপর নাম কি ?- শব্দার্থের রূপান্তর।


২৯) বাংলা ক্রিকেটের জনক - নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী 


৩০) কয়্যার সংগীতের প্রবর্তক কে ?- 


৩১) LAD এর পুরো কথা লেখ। - Language Acquisition Device.


বাঙালির বিজ্ঞানচর্চা 


৩২) প্রথম বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি এবং সার ও সাবানের কারখানা স্থাপন করেন কে ?

উঃ নীলরতন সরকার


৩৩) ক্যালকাটা মেডিকেল ক্লাবের প্রতিষ্ঠাতা কে ?

উঃ নীলরতন সরকার


৩৪) কলকাতায় প্রথম প্লেগ রোগ দেখা দেয় কবে ?

উঃ ১৮৯৭ সালে।


৩৫) আর জি কর কলেজ আগে কি নামে পরিচিত ছিল ?

উঃ কারমাইকেল


৩৬)  বেঙ্গল ইমিউনিটি প্রতিষ্ঠিত হয় কবে ?

উঃ ১৯১৯ সালে 


৩৭) সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব, স্ত্রীরোগ চিকিৎসা গ্রন্থের গুলির রচয়িতা কে ?

উঃ রাধাগোবিন্দ কর


৩৮) সিরোসিস অব লিভার ইন চিলড্রেন- কার গবেষণা ?

উঃ 

৩৯) বিলিতি ডিগ্রীধারী প্রথম ভারতীয় মহিলার নাম কি ?

উঃ কাদম্বিনী বসু (গঙ্গোপাধ্যায়)


৪০) রামকৃষ্ণ পরমহংসদেবের কর্কট ব্যাধির জন্য শিষ্য ও ভক্তরা কার শরণাপন্ন হয়েছিলেন ?

উঃ মহেন্দ্রলাল সরকার


৪১) কাদম্বিনী বসুর শৈশব সঙ্গিনী কে ছিলেন ?

- কামিনী রায়


৪২) রাজমাতার চিকিৎসার জন্য কাদম্বিনী বসু নেপালে যান কবে ?

- ১৮৯৫ সালে 

বাঙালির ক্রীড়া সংস্কৃতি 

৪৩) সরকারিভাবে ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয় কবে ?

উঃ ১৯২৮ সালে 


৪৪) হকি খেলাটি প্রথম কোথায়, কি নামে প্রচলিত হয় ?

উঃ ফ্রান্সে, হকেট 


৪৫) আন্তর্জাতিক হকি বোর্ড কবে গঠিত হয় ?

উঃ ১৯০০ সালে 


৪৬) বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উঃ হকি 


৪৬) ভারতীয় হকির যাদুকর বলা হয় কাকে ?

উঃ ধ্যানচাঁদ 


৪৭) গোল নামক আত্মজীবনীমূলক গ্রন্থটি কার ?

উঃ ধ্যানচাঁদ 


৪৮) লেসলি ক্লডিয়াস কোন খেলার সাথে যুক্ত ?

উঃ হকি 


৪৯) বর্তমান টেনিস শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উঃ টিন-ইজ 


৫০) বেঙ্গল টেনিস এসোসিয়েশন গড়ে ওঠে কবে ?

উঃ ১৯৩৩ সালে 


৫১) ডেভিস কাপ ও হুইটম্যান কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উঃ লন টেনিস 


৫২) রামায়ণে বর্ণিত কাহিনী অনুসরণে দাবা খেলার স্রষ্টা কে ?

উঃ রাবণের স্ত্রী মন্দোদরি 


৫৩) ভারতবর্ষের প্রাচীনতম দাবা খেলার ক্লাব কোনটি ?

উঃ Calcutta chess club 


৫৪) খো খো খেলার সূত্রপাত হয় কোথায় ?

উঃ পশ্চিম ভারতে 


৫৫) পশ্চিমবঙ্গে খো খো খেলার শুরু হয় কার উদ্যোগে ?

উঃ ভূপতি মজুমদার 


৫৬) পশ্চিমবঙ্গের কবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কবে ?

উঃ ১৯৫১ সালে 


৫৭) অ্যাটলেটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে ?

উঃ গ্রিক শব্দ অ্যাথনল থেকে।


৫৮) ব্রতচারীর উদ্ভাবক কে ?

উঃ গুরুসদয় দত্ত 


৫৯) হিন্দু মেলার কর্ণধার কে ছিলেন ?

উঃ নবগোপাল মিত্র 


৬০) প্রিয়নাথ বসুর সার্কাসে বাঘের খেলা দেখাতেন কে ?

উঃ বাদল চাঁদ 


৬১) পি সি সরকারের প্রকৃত নাম কি ?

উঃ প্রতুলচন্দ্র সরকার 













Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)