পথের পাঁচালী প্রশ্ন উত্তর
১) বনভজনের জন্য যে স্থানটি নির্বাচিত হয়েছিল তার বর্ণনা দাও।
উঃ প্রখ্যাত সাহিত্যিক তথা প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত "পথের পাঁচালী" উপন্যাসে দুর্গা ও অপু বনভোজনের জন্য যে স্থানটি নির্বাচন করেছিল নিম্নে তার বর্ণনা দেওয়া হলো।
বনভোজনের জন্য তারা নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটেটিকে বেছে নিয়েছিল। স্থানটি ছিল চারিদিকে বন দিয়ে ঘেরা। বাইরে থেকে দেখা যায় না। চারিদিকে তেলাকুচা লতা, বেলগাছের নিচে শ্যাওড়া গাছের ফুলের ঝাড়, আধপোড়া কটা দুর্বাঘাসের ওপর খঞ্জনি পাখিরা নেচে নেচে ছুটে বেড়াচ্ছে। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা গজিয়েছে। ঘেঁটু ফুলের ঝাড় পুরো ভিটেটিকে যেন আলো করে দিয়েছে। এরকমই একটি নির্জন ঝোপঝাড়ের আড়ালে তাদের বনভোজনের স্থানের বর্ণনা পাওয়া যায়।
২) জানালার ধারে বসে অপু কি দেখতে পেত ?
উঃ
৩) দুর্গার মন আজ খুব খুশি - কারণ কি ?
৪) বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন ?
৫) অপুর সাধের শকুনের দিন কিভাবে ভেঙে গিয়েছিল ?
৬) "অপু সেদিন রাত্রে খাইলো না"- কেন ?
৭) "কৌটো দিয়ে দে দুগ্গা, কোথায় রেখেছিস বল?"- কার কেন মনে হয়েছিল যে দুর্গা সিদুরের কৌটো নিয়েছে ?
৮) সন্ন্যাসীরা দুর্গাদের বাড়ি আসে না কেন ?
৯) চড়ুইভাতিতে বিনি কিভাবে সাহায্য করে ?
উঃ বিনি হল কালীনাথ চক্রবর্তীর মেয়ে। তার পরনে ছিল আদ ময়লা শাড়ি হাতে সরু সরু কাঁচের চুড়ি একটু লম্বা গরম মুখ নিতান্ত সাদাসিধা। তার বাপ যুগির বামন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাদের নিমন্ত্রণ হয় না। তাই তারা গ্রামের এক পাশে সংকুচিতভাবে বাস করে।
১০) অপু নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারল না কেন ?
Comments
Post a Comment
Haven't doubt please let me know.