স্বাস্থ্য ও শারীরিশিক্ষা প্রাথমিক চিকিৎসা (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণী 2nd Unit Test question answer
স্বাস্থ্য ও শারীরিশিক্ষা
অষ্টম শ্রেণি
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
প্রাথমিক চিকিৎসা (তৃতীয় অধ্যায়)
1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ
1) সাপের খাবার নয়- (a) ইঁদুর (b) ব্যাঙ (৩) মানুষ।
উঃ মানুষ
ii) বিষধর সাপ হল-গোখরো (b) হেলেসাপ (c) দাঁড়াশ।
উঃ গোখরো
৩) ছুরির আঘাতে ( কর্তনজনিত/ বিদ্ধ/ থেঁতলানো/ মিশ্র) ক্ষতের সৃষ্টি হয়।
উঃ কর্তনজনিত
2. শূন্যস্থান পূরণ করো:
1) সাপ শব্দ শুনতে পায় _________, কম্পন অনুভব করে।
উঃ মাটির
ii) সঠিক উষ্ণীকরণ না করলে খেলোয়াড়দের ________ আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায়।
উঃ পেশির
iii) সাপের বিষ _________প্রকারের ক্ষতি সাধন করে।
উঃ দুই (নিউরোটক্সিন, হেমাটোটক্সিন)
৪) ক্ষতের ফলে ___________পাত হয়।
উঃ রক্ত
৫) ক্ষতের বিপদ ___________ ও রক্তপাত।
উঃ সংক্রমণ
৬) বিভিন্ন কারণে মাংসপেশী, ত্বকসহ রক্তবাহী নালিকার সংযোগ ছিন্ন হয় তখনই_____________ সৃষ্টি হয়।
উঃ ক্ষতের
৭) পেরেক বা কোন সূচালো অস্ত্রের দ্বারা__________ ক্ষতের সৃষ্টি হয়।
উঃ বিদ্ধ
৮) ____________প্রথমে রক্ত বন্ধ করতে হবে প্রত্যক্ষ ও _________ চাপের সাহায্যে।
উঃ ক্ষতস্থানে, পরোক্ষ
৯) ক্ষতস্থানে যথেষ্ট পরিমাণে তুলো দিয়ে____________ করতে হবে।
উঃ প্যাডিং
১০) ___________গজ দিয়ে ক্ষতস্থানটি আচ্ছাদিত করে রাখতে হবে।
উঃ জীবাণুশূন্য
3. দু-এক কথায় উত্তর দাও (দুটি)
1) প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও।
উঃ কোন আকস্মিক দুর্ঘটনায় ডাক্তার আসার পূর্বে অবকাশকালীন সময়ে আহত ব্যক্তির জীবন রক্ষা ও আঘাতের নিরাময়ের জন্য যে বিজ্ঞানসম্মত সাহায্য করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।
ii) কার্ডিয়াক ম্যাসাজ কী?
উঃ রোগীর দেহে ফুসফুসে বাতাস চলাচলের জন্য উপযোগী ব্যবস্থাকে কার্ডিয়াক মেসেজ বলে।সাধারণত বুকের পাঁজরে প্রতি মিনিটে ৬০ থেকে ৮০ বার হালকা চাপ দিয়ে এই মেসেজ করা হয়।
iii) মাংস পেশীতে টান ধরলে কী প্রাথমিক প্রতিবিধান করতে হবে।
উঃ
৪) ক্ষতের সংজ্ঞা দাও।
উঃ ছুরি, কাঁচি প্রভৃতি আঘাত জনিত কারণে রক্তপাত ঘটলে নানা রকম সৃষ্টিকারী জীবাণু ও ক্ষতিকারক পদার্থ বাসা বাঁধলে তাকে ক্ষত বলে।
৫) দুটি করে বিষধর ও নির্বিষ সাপের নাম লেখ।
উঃ চন্দ্রবোড়া, কালাচ
৬) বিষহীন সাপের কামড়ের লক্ষণ লেখ।
উঃ অজগর, জলঢোঁড়া, হেলেসাপ
৭) সাপের বিষ কয় প্রকার ও কি কি ?
উঃ দুই প্রকার - ক) নিউরোটক্সিন খ) হেমাটোটক্সিন
৮) হৃদপিন্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি কি কি ?
উঃ ক) অজ্ঞান হয়ে যাওয়া।
খ) হৃদপিন্ডের স্পন্দন শোনা না যাওয়া।
গ) শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া।
ঘ) হাত পায়ের খিঁচুনি।
4. নীচের যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও:
1) বিষধর সাপের কামড়ের লক্ষণগুলি বর্ণনা করো।'
উঃ ক) ক্ষতস্থান গভীর হয়।
খ) ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ দেখতে পাওয়া যায়।
গ) ঘুম পায় ও চোখের পাতা ঝুলে পড়ে।
ঘ) কথা জড়িয়ে যায়, মুখ নীলচে হয় ও শ্বাস নিতে অসুবিধা হয়।
ঙ) মুখ থেকে লালা বা ফেনা ঝরতে থাকে বমির লক্ষণ দেখা দেয়।
ⅱ) হৃৎপিন্ডের ক্রিয়াশীলতা বজায় রাখার পদ্ধতি বর্ণনা করো।
উঃ অজ্ঞান ব্যক্তির হৃদপিণ্ড ক্রিয়াশীল করতে হলে প্রথমেই তাকে একটা শক্ত জায়গায় ছুঁয়ে দিতে হবে।
খ) অজ্ঞান ব্যক্তির সাড়া না পেলে প্রথমে আশেপাশের মানুষকে ডেকে সাহায্য চাইতে হবে।
গ) অজ্ঞান ব্যক্তিকে চিত করে সোয়ানো অবস্থায় ত্রিভুক্তিকে একটু তুলে বা গলার পিছন দিকে হাত দিয়ে মাথা পিছনের দিকে হেলিয়ে শ্বাসপথ রাখতে হবে।
ii) চোট আঘাতের প্রাথমিক প্রতিবিধান বর্ণনা করো।
উঃ ক) আহত ব্যক্তিকে এমন স্থানে নিয়ে যেতে হবে যেখানে রোগীকে বসাতে বা সোয়াতে পারলে রক্তক্ষরণ কম হবে।
খ) আহত স্থান অনড় রাখতে হবে। প্রয়োজন হলে স্প্রিন্ট ব্যবহার করতে হবে।
গ) অঙ্গ-প্রত্যঙ্গ ভঙ্গ ছাড়া যে স্থান থেকে রক্তক্ষরণ হয় তা তুলে ধরতে হবে।
৪) সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান আলোচনা কর।
উঃ ক) এক সেকেন্ডও সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।
খ) কেবলমাত্র পরিষ্কার জল দিয়ে ক্ষতস্থান টা ধুয়ে দিতে হবে।
গ) ক্ষতস্থানটিতে একটা পরিষ্কার কাপড় জড়িয়ে দিতে হবে।
ঘ) রোগী যাতে ঘুমিয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.