Sasthya o sharirshiksha class6
ক) ____________সাধারনত অ্যান্টিসেপটিক ও জীবানুনাশক ঔষধের শ্রেনীর অন্তর্ভুক্ত ঔষধ।
খ) রক্তে অক্সিজেনের মাত্রা ও হৃৎস্পন্দনের মাত্রা জানা যায় _______________ এর সাহায্যে।
গ) শরীরের তাপমাত্রা _________ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে গেলে হিট স্ট্রোক হয়।
ঘ) মারকিউরোক্রোম সলিউশনের রং ____________।
ঙ) আহত বা অসুস্থ ব্যক্তির __________ বিষয়টি প্রাথমিক প্রতিবেদনের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১ × ৩=৩
ক) ফিনকি দিয়ে রক্ত ছুটলে বুঝতে হবে (পেশি / ধমনী / হাড়) কেটে গেছে।
খ) First Aid এর 'F' এর অর্থ হলো (দ্রুত কাজ করা / প্রয়োজনীয় ব্যবস্থা করা / দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া।
গ) প্রাথমিক চিকিৎসার বক্সের উপর (লাল / নীল / হলুদ) রঙের ক্রস চিহ্ন থাকে।
১। সঠিক বাক্যের পাশে '✓' ও ভুল বাক্যের পাশে 'X' দাও: ১ × ৩=৩
ক) হিমোফিলিয়া রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে।
খ) বয়স্কদের শরীরে লোহার ভারসাম্য নষ্ট হয়ে গেলে হিট স্ট্রোক হয়।
গ) ট্যালকম পাউডার লোমকূপ বন্ধ করে দিয়ে হিট স্ট্রোকে সাহায্য করে।
৪। দুই এক কথায় উত্তর দাও (যে কোনো দুটি): ২× ২=৪
ক) শীতলকারক স্প্রের ব্যবহারের সুবিধা লেখো।
খ) First Aid (প্রাথমিক চিকিৎসা) কাকে বলে?
গ) প্রাথমিক চিকিৎসা কার্যে ব্যবহৃত কিছু প্রয়োজনীয় ঔষধ এর নাম লেখ।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.