বিংশ শতকের ভারত নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন দশম শ্রেণি ইতিহাস
বিংশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন
১) লক্ষীর ভান্ডার স্থাপন করেন কে ?
উঃ সরলাদেবী চৌধুরানী
২) ভারত স্ত্রী মহামন্ডল কে প্রতিষ্ঠা করেন ?
উঃ সরলাদেবী চৌধুরানী নারীদের একতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৯১১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।
৩) কবে কার নেতৃত্বে অহিংস আইন অমান্য আন্দোলন শুরু হয় ?
উঃ ১৯২০ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে।
৪) নারী সত্যাগ্রহ সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
উঃ বাসন্তী দেবী
৫) অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?
উঃ ১৯২২ খ্রিস্টাব্দে
৬) ভারতের প্রথম ছাত্রী সংগঠন কোনটি ?
উঃ দিপালী সংঘ (১৯২৩ খ্রিঃ)
৭) যতীন দাস এর মৃত্যু হয় কবে ?
উঃ ১৯২৯ খ্রিস্টাব্দে ৬৪ দিন অনুষ্ঠানের পর
৮) আইন অমান্য আন্দোলন কবে কার নেতৃত্বে শুরু হয় ?
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে
৯) ভারতের বুলবুল নামে কে পরিচিত ?
উঃ সরোজিনী নাইডু
১০) ভারত ছাড়ো আন্দোলন কবে কার নেতৃত্বে শুরু হয় ?
উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে গান্ধীজীর নেতৃত্বে
১১) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন হয় কবে ?
উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে ১৮ এপ্রিল
১২) ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন কে ?
উঃ প্রীতিলতা ওয়াদ্দেদার
১৩) ডন সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন ?
উঃ সতীশ চন্দ্র মুখোপাধ্যায় ১৯০২ খ্রিস্টাব্দে
১৪) স্বদেশ বান্ধব সমিতি কে গড়ে তোলেন ?
উঃ অশ্বিনীকুমার দত্ত
১৫) কে কবে অনুশীলন সমিতি গড়ে তোলেন ?
উঃ সতীশচন্দ্র বসু ১৯০২ খ্রিস্টাব্দে
১৬) ক্ষুদিরামের ফাঁসি হয় কবে ?
উঃ ১৯০৮ খ্রিস্টাব্দে ১১ আগস্ট
১৭) বাঘাযতীন নামে কে পরিচিত ?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
১৮) বুড়িবালামের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?
উঃ ১৯১৫ খ্রিস্টাব্দে
১৯) কে কবে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন ?
উঃ লালা হরদয়াল ১৯১৩ খ্রিস্টাব্দে আমেরিকায়
২০) কোমাগাতামারু কি ?
উঃ একটি জাহাজ
২১) কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল ?
উঃ ১৯২৫ খ্রিস্টাব্দে
২২) হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে গঠন করেন ?
উঃ ভগত সিং
২৩) বেঙ্গল ভলান্টিয়ার্স কবে কে প্রতিষ্ঠা করে ?
উঃ ১৯১২ খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঘোষ
২৪) ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন ?
উঃ সুভাষচন্দ্র বসু
২৫) মাস্টারদা নামে কে পরিচিত ?
উঃ সূর্যসেন
২৬) শৃংখল ঝংকার নামক আত্মজীবনী কার ?
উঃ বীণা দাস
২৭) রশিদ আলী দিবস কবে পালন করা হয় ?
উঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি
২৮) ভারতে প্রথম আদমশুমারি হয় কবে ?
উঃ ১৮৭২ সালে
২৯) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ জ্যোতিবা ফুলে
৩০) কবে কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ?
উঃ 1931 খ্রিস্টাব্দে লন্ডনে
৩১) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
উঃ রামসে ম্যাকডোনাল্ড (১৯৩২)
৩২) পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯৩২ খ্রিস্টাব্দে ডঃ আম্বেদকর ও গান্ধীজীর সঙ্গে
৩৩) হরিজন কারা ?
উঃ গান্ধীজী, দলিতদের নামকরণ করেন হরিজন ।
৩৪) মতুয়া ধর্মের প্রবর্তক কে ?
উঃ হরিচাঁদ ঠাকুর
৩৫) গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন ?
উঃ মাতঙ্গিনী হাজরা
৩৬) অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন ?
উঃ শচীন্দ্রপ্রসাদ বসু
Comments
Post a Comment
Haven't doubt please let me know.