নুন কবিতার প্রশ্ন উত্তর একাদশ শ্রেণী 2nd semester

                      নুন
              জয় গোস্বামী 

১) শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা "নুন" কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো।
                                 অথবা 
"নুন" কবিতার সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করো।

উঃ আধুনিক কবি জয় গোস্বামী রচিত ভুতুমমভগবান"কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতাটি ।দারিদ্র্যপীড়িত শ্রমজীবী বঞ্চিত মানুষের এক অসামান্য দলিল চিত্র ।এখানে তিনি নিম্নবিত্ত পরিবারের নিত্য জীবনের কাহিনী বর্ণনা করেছেন। এ সমস্ত মানুষদের অল্পে খুশি থাকতে হবে জেনেও এরা কঠোর পরিশ্রম করে সমাজের ভার বহন করে চলে তাদের জীবনে শখ বা স্বপ্নবিলাসী কোন স্থান থাকেনা।

               নিম্নবিত্তদের জীবন অভাব-অনটন, ধারদেনার মধ্যে দিয়েই অতিবাহিত হয়। সাধারণ ভাত-কাপড়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।তবুও তারা তার মধ্য থেকে সুখ খুঁজে পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। তারা জানে দুঃখ করে কোন লাভ নেই‌। কঠোর বাস্তবতা থেকে রক্ষা পেতে রাত্রিতে নেশার আশ্রয় নেয়। সামাজিক সম্পর্কের ধারণাকে পাল্টে দিয়ে পিতা-পুত্র মিলে দুই ভাইয়ের মত গাঁজা সেবন করে‌। দারিদ্রতার জন্য প্রতিদিন বাজার করা সম্ভব হয় না‌। আবার, হাতে দুটো পয়সা আসলে খরচ হয়ে ওঠে মাত্রাছাড়া। কিন্তু তাদের মধ্যেও থাকে গোপন স্বপ্নবিলাস ও সৌন্দর্যপ্রিয়তা। তাই কখনো কখনো বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে আনতে দেখা যায়। এইভাবে অল্পে খুশি থেকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে তারা বেঁচে থাকার সার্থকতা খোঁজে। মাঝে মাঝে যখন কঠোর পরিশ্রম করে ঠান্ডাতে সামান্য লবণের জোগান পায়না তখন বাপ বেটা মিলে সারা পাড়া মাথায় করে। তাই কবির দীর্ঘ প্রত্যাশা--" শুকনো ভাতে লবনর ব্যবস্থা হোক" এই ভাবেই আলোচ্য কবিতায় দারিদ্র্যপীড়িত শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা প্রকাশ ঘটেছে

২) "বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারাা"-- বক্তা কে ? এই গোলাপ চারা কিনে আনার মধ্য দিয়ে কোন সত্য প্রকাশিত হয়েছে?

উঃ আলোচ্য প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন, কবি জয় গোস্বামী নিজেই ।

            নিম্নবিত্তদের জীবন প্রতিদিন অভাব-অনটন ধার দেয়ার মধ্য দিয়ে অতিবাহিত হয়। তার ওপর অসুখ-বিসুখ তো আছেই। সেই অভাবের তাড়নায় সব দিন সমান বাজার হয়না। আবার যেদিন হয় মাত্রাছাড়া হয়। এই অভাব আর ধারদেনা সত্বেও তাদের জীবন দর্শনের মধ্যে আছে সুখ খুঁজে বেঁচে থাকার প্রবল ইচ্ছা। তাই বেহিসাবি মানুষটি বাজার থেকে ফেরার পথে গোলাপ চারা কিনে আনে। তারপরেই কবির প্রশ্ন ---"পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে?" তাই বলা যায়, এই গোলাপ চারার মধ্যেই ফুটে উঠেছে নিম্নবিত্তদের সুখ স্বপ্নের প্রতিচ্ছবি। জীবন ভাগ্যকে কেন্দ্র করে রচিত "নুন" কবিতাটি নিম্নবিত্ত পরিবারের এক অসামান্য দলের চিত্র। কবি এক বিপন্ন পরিবারের সদস্য ছিলেন। খুবই সাধারনভাবে অসুখে ধারদেনার মধ্য দিয়ে তাদের কোনো রকমে জীবন অতিবাহিত হয় ।এইরকম জীবনকে বাস্তবে ভুলে থাকার জন্য কখনো কখনো নেশাগ্রস্ত জীবনকে বেছে নিতে হয় আবার গভীর রাতে

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)