উত্তর আমেরিকা মহাদেশের প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণী
অষ্টম শ্রেণি
ভূগোল
অষ্টম শ্রেণী ভূগোল বিষয়ে পাঠ্যসূচির অন্তর্গত উত্তর আমেরিকা মহাদেশ অংশ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও ব্যাখ্যা মূলক প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে/উত্তর আমেরিকা মহাদেশ প্রশ্ন উত্তর/উত্তর আমেরিকা/geography class 8/geography question and answer
উত্তর আমেরিকা মহাদেশ
A) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১) উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?
উঃ 1501 খ্রি: আমেরিকো ভেসপুচি
২) পৃথিবীর বিখ্যাত গিরিখাত কোনটি?
উঃ গ্র্যান্ড ক্যানিয়ন
৩) পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি?
উঃ গ্রিনল্যান্ড
৪) পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত কোনটি?
উঃ নায়াগ্রা জলপ্রপাত
৫) পৃথিবীর স্বাদু জলের হ্রদ কোনটি?
উঃ সুপেরিয়র
৬) পৃথিবীর ব্যস্ততম বিমান বন্দরের নাম কি?
উঃ আটলান্টা
৭) পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম কি?
উঃ উত্তর আমেরিকা
৮) উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি?
উঃ মিসিসিপি মিসৌরি
৯) উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি?
উঃ) ম্যাককিনলে
১০) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা কি দ্বারা সংযুক্ত হয়েছে?
উঃ পানামা খাল
১১) কর্ডিলেরা শব্দের অর্থ কি?
উঃ শৃংখল
১২) পঞ্চহ্রদ বলতে কী বোঝো?
উঃ উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত সুপিরিয়র, মিচিগান, হূরন, ইরি ও অন্টারিও এই পাঁচটি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলে।
১৩) মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ কিসের মত দেখতে?
উঃ পাখির পায়ের মতো
১৪) মিসিসিপি নদীর প্রধান উপনদী নাম কি?
উঃ মিসৌরি
১৫) মরু প্রায় ক্যালিফর্নিয়া উপত্যকাকে কৃষি প্রধান অঞ্চলে রূপান্তরিত করেছে কোন নদী?
উঃ কলোরাডো নদী
১৬)নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোন নদীর উপর?
উঃ সেন্ট লরেন্স
১৭)পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে?
উঃ শিকাগো
১৮) পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে?
উঃ অ্যাক্রন
১৯)পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনির নাম কি?
উঃ টিমিনিস
২০) পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি?
উঃ সাডবেরি
২১) কাগজ উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ?
উঃ কানাডা
২২) আয়তনে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি?
উঃ তৈগা
২৩) পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ বাফেলো
২৪) বৃহৎ মোটরগাড়ি কেন্দ্রের নাম কি?
উঃ ডেট্রয়েট
২৫)কানাডিয়ান শিল্ড এর অপর নাম কি?
উঃ লরেন্স মালভূমি
২৬) কানাডীয় শিল্ড অঞ্চলের কোন কোন শিলা দ্বারা গঠিত?
উঃ গ্রানাইট ও নিস
২৭) ইগলু কি?
উঃ তুন্দ্রা অঞ্চলের নির্মিত বরফের তৈরি ঘরক ইগলু বলে
২৮) একটি তামার আকরিক কেন্দ্রের নাম লেখ
উঃ টিমিনিস
২৯)আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদন হয় কোথায় ?
উঃ ডাকোটা রাজ্যে
৩০) মিশ্র অরণ্য বলতে কী বোঝো?
উঃ উত্তর আমেরিকার মহাদেশের নাতিশীতোষ্ণ অঞ্চলে সরলবর্গীয় বনভূমির মিশ্রণকে মিশ্র অরন্য বলা হয়।
৩১)উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি কিরকম?
উঃ উল্টানো ত্রিভুজের মত
B) ব্যাখ্যামূলক প্রশ্ন
১) ভূ-প্রকৃতি তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি ?যেকোনো একটি ভাগ সম্পর্কে লেখ।
উঃ ভূ প্রকৃতির তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায়-
১) পশ্চিমের পার্বত্য অঞ্চল
২) মধ্যভাগের সমভূমি অঞ্চল
৩) পূর্বদিকের উচ্চভূমি
১) পশ্চিমের পার্বত্য অঞ্চলঃ
এই অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমদিকে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত। ইহা আরো দক্ষিনে আন্দিজ নামে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রসারিত হয়েছে। এই পার্বত্য অঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পর্বত।এই অঞ্চলের প্রধান প্রধান পর্বতশ্রেণী গুলি হল কোষ্টরেঞ্জ, আলাস্কা রেঞ্জ প্রভৃতি। এদের মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে এই পার্বত্য অঞ্চলের উচ্চতম শৃঙ্গ ।
নদনদীঃ
পশ্চিমের পার্বত্য অঞ্চলে অনেক নদী প্রবাহিত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইউকন, কলোরাডো, কলম্বিয়া ,ফ্রেজার ইত্যাদি। এই নদীগুলি প্রবাহ পথে গিরিখাতের সৃষ্টি করে প্রশান্ত মহাসাগরে মিলিত হয়েছে।
২) ভূমিরূপের বৈচিত্র অনুসারে মধ্যভাগের সমভূমি অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
উঃ ভূমিরূপের বৈচিত্র অনুসারে মধ্যভাগের সমভূমি অঞ্চলকে চারটি ভাগে ভাগ করা যায়--
ক)সেন্ট লরেন্স নদীর অববাহিকা সমভূমি
খ) হ্রদ অঞ্চলের সমভূমি
গ) প্রেইরি সমভূমি
ঘ)মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি
৩) পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে এবং কেন?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের ডাকোটা রাজ্যকে রুটির ঝুড়ি বলা হয়। উত্তর আমেরিকা অঞ্চলে অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তর অংশে বায়ুর প্রভাবে বরফ গলে গেলে গম চাষ হয়। তাই এই অঞ্চল বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিনে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলের বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে, এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি।
৪) উত্তর আমেরিকা দুগ্ধশিল্পে উন্নত কেন?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে বিস্তীর্ণ অঞ্চলে তৃণভূমি দেখা যায়। বসন্তকালে বরফ গলে যায় ।ফলে এখানে হে, ক্লোভার, আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায়। তাই এই তৃণভূমি অঞ্চল পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত। পশুজাতদ্রব্য ,যেমন- দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমঘর গড়ে উঠেছে। এই কারণে এই অঞ্চল দুগ্ধশিল্পে উন্নত লাভ করেছে।
৫) উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু বৈচিত্রের কারন কি?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের উত্তর অংশটা বেশি চওড়া হওয়ায় এবং সমুদ্র থেকে দূরে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু চরম প্রকৃতির। আবার দক্ষিণাংশ সমুদ্রের কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু সমভাবাপন্নন। জলবায়ু বৈচিত্রের কারন গুলি হলঃ
১) অক্ষাংশগত অবস্থানঃ
উঃ উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। তাই এখানকার বেশিরভাগ স্থান নাতিশীতোষ্ণ জলবায়ু অন্তর্গত ।আবার দক্ষিনে মেক্সিকোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হওয়ার কারণে এখানকার জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। উত্তর অংশ সুমেরু বৃত্তের মধ্যে পড়ার জন্য োোোো অঞ্চলে তুন্দ্রা জলবায়ু দেখা যায়
সমুদ্রস্রোতঃ
শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে এই মহাদেশের উত্তর পূর্ব উপকূল বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে এর দক্ষিণ পশ্চিম অংশে ঠান্ডা থাকে । আবার উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে দক্ষিণ-পূর্ব অঞ্চলের জলবায়ু উষ্ণ থাকে।
বায়ুপ্রবাহঃ
বসন্তের শুরুতে রকি পর্বত এর পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এই বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টিপাত কম হয়। এর ফলে এখানে বড় গাছপালার পরিবর্তে ঘাস ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখা যায় ।এই অঞ্চল প্রেইরি তৃণভূমি নামে পরিচিত।
পর্বতের অবস্থানঃ
এই মহাদেশের পূর্বদিকের অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল এবং পশ্চিম দিকে কর্ডিলেরা পর্বত বিস্তৃত হওয়ার জন্য সমুদ্রের প্রভাব খুব কম পড়ে। তাছাড়া মহাদেশটির উত্তর দিক থেকে হিমশীতল মেরু বায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয় । আবার দক্ষিনে মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয় । একারণেই ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্বেও মিসিসিপি মিসৌরি জল বরফে পরিণত হয়।
৬) উত্তর আমেরিকা মহাদেশ কোথাও শীতল আবার কোথাও উষ্ণ হয় কেন?
উঃ উত্তর আমেরিকা মহাদেশে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উত্তর পূর্ব উপকূল বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে এর দক্ষিণ পশ্চিম অংশ শীতল থাকে। উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়। এই সমুদ্র স্রোতের কারণে উত্তর আমেরিকা মহাদেশের কোথাও শীতল আবার কোথাও উষ্ণ প্রকৃতির হয়।
৭) রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয় কেন?
উঃ বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢালে চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এই বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টিপাত কম হয়।এরফলে এখানে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়। তাই এখানে বড় গাছপালা পরিবর্তে ঘাস ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখা যায় ।
৮) ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয় কেন?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের পূর্বদিকের অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল এবং পশ্চিম দিকে কর্ডিলেরা পর্বত অবস্থানের জন্য সমুদ্রের প্রভাব কম পড়ে। এছাড়া মহাদেশটির উত্তর দিক থেকে হিমশীতল মেরু বায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। আবার দক্ষিনে মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয় ।একারণেই ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয়।
৯) উত্তর আমেরিকা মহাদেশের শিল্প উন্নতির কারণ গুলি আলোচনা করো।
উঃ উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি উল্টানো ত্রিভুজের মত। ভারতের আয়তনের প্রায় ছয়গুণ বড়ো। ইহা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এই অঞ্চলের শিল্প উন্নতির প্রধান কারণগুলি হল---
কাঁচামালঃ
উত্তর আমেরিকা মহাদেশে জলবায়ুর তারতম্যের কারণে নানাজাতীয় বনভূমি ও তৃণভূমির সৃষ্টি হয়েছে। ফলে এখানে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল খুব সহজেই পাওয়া যায়।
যোগাযোগব্যবস্থাঃ
এই মহাদেশে জলপথ, সড়কপথ জালের মত বিন্যাস্ত আছে। ইহা শিল্পোন্নতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর এই মহাদেশে অবস্থিত।
সুলভ শ্রমিকঃ
ঘনবসতিপূর্ণ হওয়ায় শিল্পের জন্য উপযোগী শ্রমিক খুব সহজেই পাওয়া যায়।
জলবিদ্যুৎঃ
উত্তর আমেরিকা মহাদেশটি চারিদিকে জলের মতো নদী দ্বারা ঘেরা। পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে ব্যবহৃত হয়। ফলে এখানকার খরস্রোতা নদী গুলি থেকে ও নায়াগ্রা জলপ্রপাত থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপন্ন হয়।
খনিজ সম্পদঃ
উত্তর আমেরিকা মহাদেশ খনিজ সম্পদে প্রাচুর্য থাকার কারণে এখানকার শিল্প উন্নতি যথেষ্ট প্রভাব বিস্তার করেছে।
১০) হ্রদ অঞ্চল কৃষিকাজে উন্নত হওয়ার কারণ গুলি লেখ।
উঃ উত্তর আমেরিকার পূর্বে সুপেরিয়র, মিছিগান,পুরন,ইরি ও অন্টারিও এই বৃহৎ পাঁচটি হ্রদের তীরবর্তী অঞ্চল হ্রদ অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চল কৃষিকাজে উন্নত হওয়ার অন্যতম কারণ গুলি হল
শস্যাবর্তন পদ্ধতিঃ
একই জমিতে বারবার একই ফসল চাষ না করে বিভিন্ন ফসলের পর্যায়ক্রমিক চাষ করা হয়। এখানকার উৎপন্ন ফসল গুলি হল ভুট্টা, গম, যব, রাই প্রভৃতি।
আধুনিক পদ্ধতিতে কৃষিকাজঃ
আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ হলো এখানকার কৃষি উন্নতির অন্যতম কারণ। আধুনিক যন্ত্রপাতি, ট্রাক্টর, হারভেস্টার এবং রাসায়নিক সার ব্যবহার এই অঞ্চল কৃষিকাজে উন্নত। কৃষি কাজের জন্য জলসেচের কোন অসুবিধা হয় না
জলসেচঃ
কৃষির জন্য প্রয়োজনীয় জল নানা নদীগুলো থেকে খুব সহজেই পাওয়া যায়।
জলবায়ুঃ
এই অঞ্চলের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ ও আর্দ্র প্রকৃতির। এখানকার তাপমাত্রা প্রায় 16 ডিগ্রী সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাত প্রায় 70 থেকে 80 সেন্টিমিটার। এইজন্য এখানে আঙ্গুর, আপেল প্রভৃতি ফল খুব সহজেই উৎপন্ন হয়।
মৃত্তিকাঃ
কৃষির জন্য উর্বর মৃত্তিকা একান্ত প্রয়োজন ।চারনোজেম মৃত্তিকা থাকায় এই অঞ্চল কৃষিকাজে উন্নত।
ভূপ্রকৃতিঃ
এই অঞ্চলের বেশিরভাগ অংশ সমতল ভূমি। কিছু কিছু স্থান তরঙ্গায়িত। সমতলভূমিতে মিসিসিপি মিসৌরি নদীর জল থেকে চাষবাসে সুবিধা পেয়ে থাকে।
চাহিদাঃ
এই অঞ্চল অধিক ঘনবসতিপূর্ণ হওয়ায় কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা আছে।
এইসব নানা কারণে এই অঞ্চল কৃষিকাজে উন্নত।
১১) পৃথিবীর কসাইখানা কাকে বলা হয় এবং কেন?
উঃ উত্তর আমেরিকা মহাদেশের শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়।
এই অঞ্চল পশুপালনে পৃথিবীর একটি অন্যতম প্রধান অঞ্চল। এই অঞ্চলে অবস্থিত শহরগুলিতে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য, মাংস সরবরাহ করার জন্য এখানে নানা গবাদি পশু পালন করা হয়। এছাড়া হাঁস-মুরগি পালন করার জন্য এখানে প্রচুর পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছে। গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য উইসকনসিন প্রদেশকে ডেয়ারি রাজ্য বলা হয়। আর এই অঞ্চলেই অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র হিসেবে বিখ্যাত হওয়ার জন্য এই অঞ্চলকে পৃথিবীর কসাইখানা বলা হয়।
১২) হ্রদঅঞ্চল পশু পালনে উন্নত কেন?
উঃ হ্রদ অঞ্চল পশু পালনে উন্নত হওয়ার কারণ গুলি হল
1) হ্রদ অঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টা, ক্লোভার, হে প্রভৃতি তৃণ পাওয়া যায়। ফলে পশুদের খাদ্যের পর্যাপ্ত তৃণের অভাব হয় না।
2) এই অঞ্চলের পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়।
৩) বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুরা অবাধে বিচরণ করতে পারে।
৪) এই অঞ্চল শীতল হয়ে থাকার জন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাংস প্রভৃতি পচনশীল বস্তুগুলিকে খুব সহজেই সংরক্ষণ করা যায়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.