বাংলা তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র ২০২৫
১) মোক্তারমশাইয়ের বক্তব্যানুযায়ী বিবাহে তাঁর হাতে থাকার কথা-
(ক) ফুল ও মালা
(খ) রসগোল্লা
(গ) থেলো হুঁকো
(ঘ) শামলা
২) আদরিণীর রাত্রির খাবার হিসেবে বরাদ্দ হয়েছিল-
(ক) ধামাভরতি চাল
(খ) কলাগাছ ও অন্যান্য গাছের পাতা
(গ) মিষ্টি ও রসগোল্লা
(ঘ) পূর্বোক্ত সবক-টি
৩) আদরিণীর পায়ে জল ঢেলেছিল মোক্তারমশাইয়ের-
(ক) কনিষ্ঠ পুত্র
(খ) জ্যেষ্ঠ পুত্রবধূ
(গ) মাহুত
(ঘ) বালকের দল
৪) বামুনহাটে মেলা বসে-
(ক) শ্রাবণী পূর্ণিমায়
(খ) শুক্লা পঞ্চমীতে
(গ) চৈত্রসংক্রান্তিতে
(ঘ) কার্তিকী অমাবস্যায়
৫) আদরিণীর নিথর দেহ পড়েছিল-
(ক) কলাবাগানের মাঝে
(খ) রসুলগঞ্জের মেলায়
(গ) আমবাগানের মাঝে
(ঘ) রাস্তার একপাশে
৬ 'বাতাসের ধর্ম শুধু...'- বাতাসের ধর্ম হল-
(ক) দিগন্ত পেরোনো
(খ) শুধু বয়ে যাওয়া
(গ) পতাকা ওড়ানো
(ঘ) খবর ছড়ানো
৭) কবি শ্রীজাতের বক্তব্য অনুযায়ী অপব্যয় হয়েছে-
(ক) প্রাতিষ্ঠানিকতার পথে
(খ) আচরিত ধর্মের পথে
(গ) ভাববাদী দুনিয়ার রাস্তায়
(ঘ) ধর্মের উন্মাদনায়
৮। ভ্যান গঘ ছিলেন-
(ক) জার্মান কবি
(গ) জার্মান চিত্রশিল্পী
(খ) ইতালিয়ান চিত্রশিল্পী
(ঘ) ডাচ চিত্রশিল্পী
১) হৃদয়ের খাপে ভরা ছিল-
(ক) বিশ্বাস
(খ) ভালোবাসা
(গ) মন্ত্রপূতঃ অসি
(ঘ) শিরস্ত্রাণ
১০ রাজপুত্রকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন-
(ক) দুঃখিনী জননী
(খ) দুয়োরানি
(গ) সুয়োরানি
(ঘ) কবি
১১) উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হল-
(ক) বিজ্ঞান
(খ) প্রগতিশীলতা
(গ) চিন্তাশক্তি
(ঘ) ভাষা
১২) ভাষা এবং ভাবের মধ্যে স্বামীজির মতে প্রধান হল-
(ক) ভাব
(খ) ভাষা
(গ) ভাষাতীত ভাব
(ঘ) ভাবাতীত ভাষা
১৩) দামার পোটরাজ হওয়ার কারণ-
(ক) দামার বাবা-মার পরামর্শ
(খ) দেবী মা'র কাছে বাবা-মা'র মানত
(গ) আনন্দর অত্যন্ত দেবীভক্তি
(ঘ) পাড়া-পড়শিদের আদেশ
১৪) পাঠ্য 'পোটরাজ' রচনাটি প্রকৃতপক্ষে-
(ক) বিরহাত্মক
(খ) মিলনান্তক
(গ) সন্দেহাত্মক
(ঘ) রহস্যাত্মক
১৫) 'সুবিধের নয় সময়টা' মোকাবিলা করার জন্য কবি কী সঙ্গে নিতে বলেছেন?
(ক) অস্ত্রশস্ত্র
(খ) ধনুক-তির
(গ) ঝুড়ি শাবল
(ঘ) লাঠি-বন্দুক
১৬) ভাষাবিজ্ঞান হল-
(ক) নিত্য সক্রিয়
(খ) একটি বিদ্যা
(গ) নিত্য প্রগতিশীল
(ঘ) নিত্য প্রগতিশীল, নিত্য সক্রিয় একটি বিদ্যা
১৭) বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক আলোচিত হয় যে ভাষাবিজ্ঞানে-
(ক) তুলনামূলক ভাষাবিজ্ঞানে
(খ) ফলিত ভাষাবিজ্ঞানে
(গ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে
(ঘ) সমাজভাষাবিজ্ঞানে
১৮) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-
(ক) স্যার উইলিয়াম জোন্স
খ) উইলিয়াম কেরি
গ) সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ) সুকুমার রায়
১৯) অ, ও ,উ- এই তিনটি স্বরধ্বনিকে বলা হয় -
(ক) উচ্চাবস্থিত স্বরধ্বনি
(খ) নিম্নাবাস্থত স্বরধ্বান
(গ) কুঞ্চিত স্বরধ্বনি
(ঘ) মধ্যনিম্ন স্বরধ্বনি
(২০) ধ্বনি পরিবর্তনের শারীরিক কারণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ-
(ক) বাগযন্ত্রের ত্রুটি
(খ) শারীরিক অক্ষমতা
(গ) বোধশক্তির অভাব
(ঘ) গ্রহণ করতে না পারা
২১) চ-বর্গের ধ্বনিগুলির উচ্চারণ কোনটি?
(ক) তালু
(খ) কণ্ঠ্য
(গ) দন্ত্য
(ঘ) মূর্ধা
২২) শব্দার্থের একটি ভাগকে বলে 'সাধারণ অর্থ', অপরটি কী?
(ক) ব্যঞ্জনা
(খ) অভীধা
(গ) নিদর্শন
(ঘ) সামঞ্জস
(২৩) ভাষার অর্থের ওপর প্রসঙ্গের প্রভাবের আলোচনা যার মূল লক্ষ্য-
(ক) প্রয়োগতত্ত্বের
(খ) শব্দার্থতত্ত্বের
(গ) ইতিহাসের
(ঘ) অভিধানের
২৪) 'থিসরাস'-এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল-
(ক) শব্দভাণ্ডার
(খ) অমরকোষ
(গ) ব্যাকরণ
(ঘ) অভিধান
(২৫) মঙ্গলকাব্যগুলি কোন্ রাগে গাওয়া হত?
(ক) মঙ্গল রাগে
(খ) কৈশিকী বা বোট্টা রাগে
(গ) বিলম্বিত রাগে
(ঘ) দেশাখ রাগে
২৬) 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স' কে প্রতিষ্ঠা করেন?
(ক) চন্দ্রনাথ বসু
(গ) মহেন্দ্রলাল সরকার
(খ) পান্নালাল সর্বাধিকারী
(ঘ) লালমাধব মুখোপাধ্যায়
২৭) 'ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স' প্রতিষ্ঠানটি গড়ার প্রধান কারিগর কে ছিলেন?
(ক) গিরিন্দ্রশেখর বসু
(গ) প্রফুল্লচন্দ্র রায়
(খ) মেঘনাদ সাহা
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
২৮) বাংলার ক্রিকেটের জনক বলা হয় কাকে?
(ক) হিতেন্দ্র নারায়ণকে
(খ) অম্বর রায়কে
(গ) সুব্রত গৃহকে
(ঘ) সারদারঞ্জন রায়চৌধুরিকে
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও:
২৯) বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি______ ______
আছে।
(ক) ছোটো হাতি
(খ) বাচ্চা হাতি
গ) মাদি হাতি
ঘ) বিক্রয়যোগ্য হাতি
৩০) ________ __________ধর্ম ছিল উন্মাদনা। আঁকা।
(ক) করিম খাঁর
(খ) আগুন বাতাসের
(গ) গর্সিয়া লোরকার
(ঘ) কোনোটিই নয়
৩১) তেপান্তরে ___________, তার নাম রেখেছি __________।
(ক) পক্ষীরাজ, বিশ্বাস
(খ) পক্ষীরাজ, ভালোবাসা
(গ) পুষ্পক, কোমলগান্ধার
(ঘ) জাদু-অশ্ব, স্বপ্ন
৩২) ভাষা ___________ ___________।
(ক) ভাবের প্রকাশক
(খ) ভাবের বাহক
(গ) সংস্কৃতির পরিচায়ক
(ঘ) ভাবের একক
ক্রম অনুযায়ী সঠিক ঘটনাক্রম নির্বাচন করো:
৩৩)(1) যাব বই কি ভায়া, আমিও যাব।
(ii) যাবার তো খুবই ইচ্ছে।
(iii) সোমবার দিন মেজোবাবুর মেয়ের বিয়ে।
(iv) জয়রাম মুখোপাধ্যায়কে ইঁহারা বেশ চিনিতেন।
বিকল্পসমূহ:
(ক) (iii) (iv)-(ii)-(ⅰ)
(খ) ( i)-(iii)-(iv)-(ii)
(গ) (i)-(ii)-(iii) (iv)
(ঘ) (i)-(iii)-(ⅱ)-(iv)
(৩৪)1) সুবিধার নয়-সময়টা মাথা উঁচু যতোই করুক-সম্মিলিতভাবে একে প্রতিরোধ করবোই।
(ii) ধুয়ে মুছে আগুন বানানোর জন্যে-একে অপরকে লাগবে।
(iii) সুবিধার-নয়-সময়টা দুজনে মিলে সমঝে একে পার করতে হবে।
(iv) সঙ্গের সাথিটি স্থানে-অস্থানে বসবাসে সক্ষম।
বিকল্পসমূহ:
(ক) (iii) (iv)-(ii)-(ⅰ)
(খ) ( ii)-(iv)-(i)-(iii)
(গ) (iv)-(i)-(ii)-(iii)
(ঘ) (i)-(iii)-(ii)-(iv)
৩৫ স্তম্ভ মিলভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো
ক-স্তম্ভ। খ-স্তম্ভ
(i) তুলনামূলক ভাষাবিজ্ঞান (a) Rhetorical choice
(ii) মনোভাষাবিজ্ঞান b) চিন্তার পোশাক
(iii) ভাষাবিজ্ঞানী মিলিচ (c) উইলিয়াম জোন্স
(iv) স্যামুয়েল ওয়েসলি d) নোয়াম চমস্কি
বিকল্প উত্তরসমূহ:
(ক) (i)(b), (ii)(c), (iii)(a), (iv)(d)
(খ) (i)-(a), (ii)(b), (iii)(d), (iv)-(c)
(গ) (i)(c), (ii)(d), (iii)(b), (iv)-(a)
(ঘ) (i) (d), (ii)-(a), (iii)(c), (iv)-(b)
৩৬) ক'-স্তম্ভ খ'-স্তম্ভ
(i) রাধারাণী দাসী (a) লক্ষ্মীকান্ত বিশ্বাস
(ii) কবিগান (b) ধ্রুপদ
(iii) পাঁচালি গান (c) কীর্তন গান
(iv) রামশংকর ভট্টাচার্য d) ভোলা ময়রা
বিকল্প উত্তরসমূহ:
(ক) (i)(d), (ii)(b), (iii)(c), (iv)-(a)
(খ) (i)-(b), (ii)-(a), (iii)—(d), (iv)-(c)
(গ)i)-(c),ii)-(d),iii)-(a),iv)-(b)
(ঘ) (i)-(a), (ii)(c), (iii)(b),iv)-(d)
সত্যাসত্য নির্ণয়ভিত্তিক সঠিক বিকল্পটি লেখো:
৩৭)(a) ভাষার বিষয়ে গ্রাম্য ঈর্ষা জলে বিসর্জন দিতে হবে।
(b) বর্তমান সংস্কৃতে গান, কান্না, ঝগড়া বুঝে ওঠা কঠিন।
(c) যোগাযোগ মসৃণ হলে সংস্কৃত প্রাধান্য পাবে।
(d) যখন মানুষ বেঁচে থাকে, তখনো মরা ভাষা কয়।
বিকল্প উত্তরসমূহ :
(ক)(a)-সত্য,(b)-মিথ্যা,(c)-সত্য,(d)-মিথ্যা
(খ)(a)-মিথ্যা,(b)-মিথ্যা, (c)-সত্য,(d)-সত্য
(গ) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা,(d)-মিথ্যা
(ঘ) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-মিথ্যা,(d)-মিথ্যা
৩৮)(a) গ্রামের মোড়লরা দামার বাড়ির বাইরে থেকে দামাকে ডাকে।
(b) সামান্য ফিশফিশানি তারা শোনে বাড়ির ভেতর থেকে।
C) পোটরাজ তখন বিছানাগত।
(d) গ্রামের আরো দু'একজন বিছানায়।
বিকল্প উত্তরসমূহ:
(ক) (a) সত্য, (b)-মিথ্যা, (c) সত্য, (d)-মিথ্যা
(খ) (a)-মিথ্যা, (b) সত্য, (c) সত্য, (d) সত্য
(গ) (a) সত্য, (b) সত্য, (c)-মিথ্যা, (d) সত্য
(ঘ) (a) সত্য, (b)-সত্য, (c) সত্য, (d)-মিথ্যা
বিবৃতি ও কারণভিত্তিক সঠিক বিকল্পটি নির্বাচন করো।
নিম্নে প্রদত্ত প্রশ্নগুলিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি নির্বাচন করো।
৩৯) বিবৃতি-সাধারণের মুখের ভাষাই সব ক্ষেত্রে উপযুক্ত।
কারণ-সাধারণের ভাষায় ক্রোধ, আবেগ, ভালোবাসা যথাযথভাবে প্রকাশ করা যায় এবং তা সহজবোধ্য।
সঠিক বিকল্প:
(ক) বিবৃতি সত্য কিন্তু কারণ যথার্থ নয়।
(খ) বিবৃতি এবং কারণ কোনোটিই সঠিক নয়।
(গ) কারণ সঠিক, বিবৃতি সঠিক নয়।
(ঘ) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক।
কেস্-বেসড্ প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো:
৪০।পীরগঞ্জ থেকে হাতি আনিয়ে নেওয়ার কথা জয়রাম মোক্তারকে বলেছিল-
(ক) নগেন ডাক্তার
(খ) কুঞ্জ উকিল
(গ) গ্রামের লোকেরা
(ঘ) মাহুত
Comments
Post a Comment
Haven't doubt please let me know.