পোটরাজ শংকর রাও খারাট

                    পোটরাজ

                             শঙ্কর রাও খারাট

১) পোটরাজ গল্পের লেখক কে ?

উঃ শংকররাও খারাট 

২) শংকররাও খারাট- এর জন্ম কোথায় ?

উঃ মহারাষ্ট্রে 

৩) কোটরাজ গল্পটির অনুবাদক কে ?

উঃ সুনন্দন চক্রবর্তী 

৪) পোটরাজ কথার অর্থ কি ?

উঃ ভক্ত 

৫) পোটরাজের নাম কি ছিল ?

উঃ দামা 

৬) দুরপত কে ?

উঃ দামার স্ত্রী 

৭) গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল _______।

উঃ ভারী 

৮) একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে"- কাদের কথা বলা হয়েছে ?

উঃ পাড়ার বৌ -ঝি'রা 

৯) প্রত্যেক বাড়িতেই কজন অন্তত বিছানায় ?

উঃ একজন 

১০) কিন্তু বড় কঠিন রোগ - রোগটির নাম কি ?

উঃ কলেরা 

১১) দামার বাড়ির সামনের নিমগাছে কি চেঁচিয়ে ওঠে ?

উঃ একটা কাক 

১২) নিমগাছে থাকা কাকের দিকে কে ঢিল ছোড়ে ?

উঃ দুরপতের ছেলে 

১৩) সবসময় বেজন্মাটা আমাদের শাপমন্যি করছে - কার উক্তি ?

উঃ দুরপত 

১৪) পোটরাজ গল্পে কোন মাসের কথা বলা হয়েছে ?

উঃ আষাঢ় মাস 

১৫) দামার বাড়ির দরজায় কে চিৎকার জুড়ে দেয় ?

উঃ একটা কুকুর 

১৬) শুনে দুরপতের প্রাণ শুকোয়- কি শুনে প্রাণ শুকোয় ?

উঃ দামার বাড়ির দরজায় একটা কুকুরের টানা চিৎকার শুনে। 

১৭) "ভবিষ্যতের কথা বলছে গো"-কার উক্তি ?

উঃ দুরপতের 

১৮) "ভবিষ্যতের কথা বলছে গো"- কার উক্তি ?

উঃ দুরপতের পাশে বসে থাকা বউ 

১৯) "মারী- আই-এর যাত্রায় গিয়েছিলি তো-কে কাকে কথাটি বলেছে? 

উঃ বঞ্চলা।

২০) দূরপা কি কি বারে উপোস করে ?

উঃ মঙ্গলবার ও শুক্রবার 

২১) দূরপা, মারি আই দেবতাকে কি দিয়ে চান করায় ?

উঃ দুধ ও দই দিয়ে। সবুজ শাড়ি পড়ায়। কপালে হলুদ কুমকুম দেয়। 

২২) দূরপা কোন দিন স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় ?

উঃ আষাঢ়ে, অমাবস্যায়। 

২৩) ছাগল দিতে না পারলে কী দেয় ?

উঃ কুঁকড়ো 

২৪) আবহাওয়া __________।

উঃ থমথমে 

২৫) দামার বাড়ির চারদিকে কি চিৎকার করে ঘুরছিল ?

উঃ একটা ফেউ (শিয়াল) 

২৬) গ্রামমন্ডল থেকে কজন লোক দামার বাড়িতে এসেছিল ?

উঃ চারজন 

২৭) পোটরাজ কদিন রোদে বেরোয় না ?

উঃ তিন দিন 

২৮) মা নিজের ভক্তকেই হেনেছেন"- কার উক্তি ?

উঃ গ্রামের মোড়ল 

২৯) মোড়লের মাথায় একটা কথা খেললো- কথাটি কি ?

উঃ  দুরপতের বড় ছেলেকে পোটরাজ করার কথা।

৩০) দুরপতের বড় ছেলে হাইস্কুলে কি পড়ে ?

উঃ ইংরেজি 

৩১) দুরপতের  বড় ছেলের নাম কি ?

উঃ আনন্দ 

৩২) আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় কোন দিকে ?

উঃ মারী-আই এর থানের দিকে। 

৩৩)  গ্রামের লোকেরা থালায় কি নিয়ে গাঁয়ের ধারে চলেছে ?

উঃ নারকোল আর নিভোদ 

৩৪) নিভোদ  কথার অর্থ কি ?

উঃ নৈবেদ্য 

৩৫) মারী আই -কে কে গাঁয়ের ধারে রেখে এসেছিল ?

উঃ আনন্দ 


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)