Sanskrit boidik sahitya MCQ question class 21

 বৈদিক সাহিত্য 

একাদশ শ্রেণি 

১) বেদের সংখ্যা কয়টি ?

উঃ চারটি- ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। 

২) বেদাঙ্গ কয়টি ?

উঃ ছয়টি - শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ ও ব্যাকরণ।

৩) প্রতিটি বেদের বিষয় অনুসারে কয়টি ভাগ ও কি কি ?

উঃ চারটি - সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।

৪) বেদ শব্দটি কোন ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে ?

উঃ বিদ্ 

৫) বেদ কথার অর্থ কি ?

উঃ জ্ঞান 

৬) বেদ অপর কি নামে পরিচিত ?

উঃ শ্রুতি, ত্রয়ীবিদ্যা, আগম, ছন্দস প্রভৃতি।

৭) বেদের প্রধান ভাগ দুটি কি কি ?

উঃ ব্রাম্ভন ও মন্ত্র। 

৮) ব্রাহ্মণের কয়টি ভাগ ও কি কি ?

উঃ দুটি - আরণ্য এবং উপনিষদ।

৯) মন্ত্র ভাগের অপর নাম কি ?

উঃ সংহিতা 

১০) বেদকে চারটি খন্ডে বিভক্ত করেছেন কে ?

উঃ বেদব্যাস 

১১) বেদব্যাসের পিতার নাম কি ?

উঃ পরাশর 

১২) বেদব্যাসের মাতার নাম কি ?

উঃ সত্যবতী 

১৩) ব্রাহ্মণ ভাগের শেষ অংশ কি নামে পরিচিত ?

উঃ আরণ্যক 

১৪) উপনিষদ শব্দের ব্যুৎপত্তি লেখো ।

উঃ উপ-নি-সদ+ক্বিপ 

১৫) কোন বেদ কে ইউনেস্কো world heritage এর মর্যাদা দিয়েছে ?

উঃ ঋকবেদ 

১৬) ঋকবেদের সূক্ত সংখ্যা কয়টি ?

উঃ ১০২৮টি

১৭) ঋকবেদের সূক্তগুলিতে মোট মন্ডল সংখ্যা কটি ?

উঃ ১০টি 

১৮) ঋকবেদে উল্লেখিত দেবতার নাম লেখ।

উঃ অগ্নি, মিত্র, বরুণ, ইন্দ্র। 

১৯) ঋকবেদের ব্রাহ্মণ কয়টি কি কি ?

উঃ দুটি - ঐতরেয় ব্রাহ্মণ ও কৌশীতকি ব্রাহ্মণ। 

২০) সাম শব্দের অর্থ কি ?

উঃ গান 

২১) সামের কয়টি ভাগ ?

উঃ পাঁচটি 

২২) সাম বেদে কয়টি ব্রাহ্মণ আছে ?

উঃ আটটি 

২৩) সামবেদের উপনিষদ কয়টি কি কি ?

উঃ দুটি - ছান্দগ্যোপনিষদ ও কেনোপনিষদ।



Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)