Bangla MCQ class 11 question 2st semester
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):
১। 'পুঁই মাচা' গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক) প্রবাসী খ) বিচিত্রা
গ) ভারতীয় ঘ) প্রগতি
২। অন্নপূর্ণার মতে স্বামী সহায়হরি
ক) বেদে পাড়ায়। খ) দুলে পাড়ায়
গ)বাগদী পাড়ায়। ঘ) বাগদি দুলেপাড়ায়
৩। গল্পে সহায়হরিকে একঘরে করতে চেয়েছিলেন-
ক) হরিময় ঠাকুর
খ) মধুময় ঠাকুর
(গ) সুখময় ঠাকুর
ঘ) কালীময় ঠাকুর
৪। সঠিক ক্রমটি বেছে না
(i) পুঁই শাকগুলি ঘাটের ধারে রায় কাকা ক্ষেন্তিকে দিয়েছিল।
(ii) দু'পয়সা ডজনের চুড়িগুলি একটি সেফটিপিন দিয়ে একত্র করে আটকানো।
(iii) মেয়েটি শান্ত অথচ ভয়মিশ্রিত দৃষ্টিতে মা'র দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল।
(iv) ক্ষেন্তি গয়া পিসির থেকে চিংড়ি মাছ নিয়েছিল।
বিকল্পসমূহ:
ক) (i), (ii), (iv), (iii)
গ) (ii), (iii), (iv), (i)
খ) ii), (iv), (i), (iii)
ঘ i), (iv), (ii), (iii) |
৫। অন্নপূর্ণাকে তার ছেলেমেয়েরা
ক) শ্রদ্ধা করত
খ)ভালোবাসত
গ) ভয় করত
ঘ) ভক্তি করত।
৬। বরোজপোতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে
ক) ভালুক
খ) হায়না
গ) বাঘ
ঘ) নেকড়ে।
৭)_________ গাছের ডালে বসেছিল লেজঝোলা হলদে পাখি
ক) আম
খ) আমড়া
গ) কাঁঠাল
ঘ) বনচালতা।
৮। অন্নপূর্ণার মতে সহায়হরির জীবনে যা নেই -
ক) ইহকাল
খ) পরকাল
গ) ইহকাল ও পরকাল
ঘ) আগামীকাল।
৯। 'বিড়াল' প্রবন্ধটি কোন্ ধরনের রচনা?-
ক) কৌতুকপূর্ণ
খ) হাস্যরসাত্মক
গ) ব্যঙ্গধর্মী
ঘ) হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী।
১৪। তেলা মাথায় তেল দেওয়া হল
ক) মনুষ্যজাতির রোগ
খ)) মনুষ্যজাতির স্বভাব
গ) মনুষ্যজাতির বদরোগ
ঘ) মনুষ্যজাতির অভ্যাস।
১১। চোর দোষী হলেও কৃপণ ধনী তার অপেক্ষা________।
ক) শত গুণে পাপী
খ) শত গুণে, দোষী
গ) শত গুনে দশ যুক্ত
ঘ) শতগুনে অপরাধী
১২। 'ধর্ম' কী?-
ক) পরোপকারই পরম ধর্ম
গ) সৎ পথে চলাই পরম ধর্ম
(ঘ) সত্যবাদিতাই পরম ধর্ম।
খ) জীব সেবাই পরম ধর্ম
১৩। 'তুমি যদি চাহ, তবে পাঠার্থে তোমাকে আমি________ __________ গ্রন্থ দিতে পারি।'
ক) নিউম্যান পার্কারের
খ) রবীন্দ্রনাথ বঙ্কিমের
গ) রামায়ণ মহাভারতের
ঘ) মাইকেল ইশ্বরচন্দ্রের
Comments
Post a Comment
Haven't doubt please let me know.