কর্মশিক্ষা(Work Education) questions and answers
কর্মশিক্ষা
১) কর্মশিক্ষা কাকে বলে ?
উঃ হাতে কলমে কাজ করে আমরা যে শিক্ষা লাভ করে তাকে কর্মশিক্ষা বলে।
২) কর্মশিক্ষার উদ্দেশ্য কি ?
উঃ কর্মশিক্ষার উদ্দেশ্য হল -
ক) কর্ম ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা।
খ) কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি করা।
গ) ভবিষ্যতে কর্ম শিক্ষার মধ্য দিয়ে অর্থ উপার্জন করা।
ঘ) শ্রমের প্রতি আগ্রহ সৃষ্টি করা।
৩) দিনলিপি কাকে বলে ?
উঃ কর্মশিক্ষার ক্লাসে দৈনন্দিন কাজের বিবরণ যে খাতায় লিপিবদ্ধ করা হয় তাকে দিনলিপি বলে।
৪) কাঁচামাল কাকে বলে ?
উঃ উপাদানের যে উপকরণ একবার ব্যবহার করলে নষ্ট হয়ে যায়। পুনরায় ব্যবহার করা যায় না তাকে উপাদানের কাঁচামাল বলে।
৫) কর্মশিক্ষার লক্ষ্য কি ?
উঃ কর্মশিক্ষার লক্ষ্য গুলি হল -
ক) মানসিক উন্নতি সাধন করা।
খ) অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করা।
গ) সামাজিক উন্নতি সাধন করা।
৬) মোমের পুতুল তৈরি করতে কি কি উপকরণ লাগে ?
উঃ মোমের পুতুল তৈরি করতে যে উপকরণ গুলি লাগে তা হল মোম, প্লাস্টিকের পুতুল, একটি পাত্র, ছুরি, জল ও সাঁড়াশি।
৭) প্লাস্টার প্যারিস তৈরিতে উপকরণ গুলি লেখ।
উঃ প্লাস্টার অফ প্যারিস তৈরি করতে যে উপকরণ গুলি লাগে তা হল - একটা ফটো, থালা, প্লাস্টার প্যারিস, তেল, জল ও টাঙানোর জন্য আংটা।
৮) কর্মশিক্ষার ইংরেজি কি ?
উঃ Work Education
এছাড়া তোমাদের কর্মশিক্ষা ক্লাসে যে যে জিনিস তৈরি করতে দেওয়া হয়েছিল সেই সকল জিনিসের উপকরণ গুলো একটু দেখবে তাহলেই হবে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.