অষ্টম শ্রেণী ভূগোল
১) বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে ?
উঃ পর্বতের প্রতিবাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাত ঢালে এসে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে।
যেমন- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পর্বতের পূর্ব ঢালে দাক্ষিণাত্য মালভূমিতে কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে।
২) ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে ?
উঃ সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের ৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে। এই অংশকে ঘূর্ণবাতের চক্ষু বলে।
৩) সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
উঃ সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য গুলি হল-
ক) সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় আর স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়।
খ) সমুদ্র বায়ু বিকেল সন্ধ্যার দিকে প্রবাহিত হয় কিন্তু স্থলবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়।
গ) সমুদ্র বায়ু প্রবাহে সমুদ্রে উচ্চচাপ এবং স্থলভাগে নিম্নচাপ বিরাজ করে আর স্থলবায়ু প্রবাহে স্থলভাগে উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপ বিরাজ করে।
৪) ঘূর্ণবাত কাকে বলে ?
উঃ কোন স্বল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে নিম্নচাপ তৈরি হয়। এবং বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে ফলে এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে ঘুরতে ঘুরতে আসে একে ঘূর্ণবাত বলে।
৫) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ।
উঃ ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য হল -
ক) ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ আর বাইরে থাকে উচ্চচাপ কিন্তু প্রতীপ ঘূর্ণবাতে কেন্দ্রে থাকে উচ্চচাপ বাইরে থাকে নিম্নচাপ।
খ) ঘূর্ণবাতে বায়ু বাইরে থেকে কেন্দ্রের দিকে ছুটে আসে কিন্তু প্রতীপ ঘূর্ণবাতে বায়ু কেন্দ্র থেকে বাইরে দিকে বেরিয়ে যায়।
গ) ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ অনেক বেশি কিন্তু প্রতীপ ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ তুলনামূলকভাবে কম।
ঘ) ঘূর্ণবাতে মেঘাচ্ছন্ন আকাশ ও আবহাওয়া নির্দেশ করে। কিন্তু প্রতীপ ঘূর্ণবাতে সাধারণত মেঘমুক্ত, শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.