Second summetive exam 2023 Geography suggestion

 Second summetive exam 2023

   Geography suggestion                           

                 বায়ুমণ্ডল 

                                              প্রতিটি প্রশ্নের মান ৩

১) জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ কর।

২) ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ।

৩) উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের ভূমধ্যসাগরীয় জলবায়ুর চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা কর।

৪) সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য লেখ

৫) ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ?


            বিভাগ ঙ 

                                                     প্রশ্নের মান - ৫

১) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

২) নিহত বায়ু প্রবাহ গুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা কর।

৩) বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি আলোচনা করো


৪) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা কর।


৫) বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর গুলি আলোচনা করো।

                 বারিমন্ডল 

                                                   প্রতিটি প্রশ্নমান ৫

১) সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখ।

২) পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব গুলি আলোচনা করো।

৩) জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা কর।

   ভারতের অর্থনৈতিক ভূগোল 

                                            প্রতিটি প্রশ্নের মান ৫ 

১) ভারতে শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণ গুলি আলোচনা করো ।


২) ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।


৩) ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা কর।


৪) গম উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি লেখ।





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)