Second summetive exam 2023 Geography suggestion
Second summetive exam 2023
Geography suggestion
বায়ুমণ্ডল
প্রতিটি প্রশ্নের মান ৩
১) জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ কর।
২) ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ।
৩) উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের ভূমধ্যসাগরীয় জলবায়ুর চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা কর।
৪) সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য লেখ
৫) ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ?
বিভাগ ঙ
প্রশ্নের মান - ৫
১) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
২) নিহত বায়ু প্রবাহ গুলির উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা কর।
৩) বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি আলোচনা করো
৪) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা কর।
৫) বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর গুলি আলোচনা করো।
বারিমন্ডল
প্রতিটি প্রশ্নমান ৫
১) সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখ।
২) পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব গুলি আলোচনা করো।
৩) জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা কর।
ভারতের অর্থনৈতিক ভূগোল
প্রতিটি প্রশ্নের মান ৫
১) ভারতে শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণ গুলি আলোচনা করো ।
২) ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো।
৩) ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা কর।
৪) গম উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ গুলি লেখ।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.