দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্রের কারণগুলি লেখ।
১) দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্রের কারণগুলি লেখ।
উঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্রের কারণগুলি নিম্নে আলোচনা করা হল -
অক্ষাংশঃ দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষরেখা ও মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত। তাই অক্ষাংশগত অবস্থানের জন্য মহাদেশটি উষ্ণমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মন্ডল ও শীতল নাতিশীতোষ্ণ মন্ডলে অবস্থিত।
সমুদ্র থেকে দূরত্বঃ মহাদেশটির উত্তর অংশ এবং দক্ষিণ অংশ অত্যন্ত সংকীর্ণ। তাই মহাদেশের উত্তরে অভ্যন্তর ভাগে সমুদ্রের প্রভাব পড়ে না।
ভূমির উচ্চতাঃ প্রশান্ত মহাসাগরীয় আর্দ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের দক্ষিনে প্রবেশ করতে পারে না তাই এখানে ক্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টি হয়েছে।
সমুদ্র স্রোতঃ একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্বেও উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাদেশের পূর্বদিকে জলবায়ু উষ্ণ হয় শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয়।
বায়ু প্রবাহঃ এই মহাদেশের পশ্চিম দিকে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে, দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতের পশ্চিম ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে।
২) দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত ?
উঃ উষ্ণ জলবায়ুর অন্তর্গত।
২) দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত ?
উঃ দক্ষিণ-পশ্চিম অংশ
৩) দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন অংশের জলবায়ু সমভাবাপন্ন ?
উঃ দক্ষিণ পশ্চিমে অংশ
৪) দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে ভূমির উচ্চতার কি প্রভাব আছে ?
উঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত গায়ানা উচ্চভূমি এবং ব্রাজিলের উচ্চভূমি উষ্ণ মন্ডলে অবস্থিত হওয়া সত্বেও উষ্ণতা সারাবছর কম থাকে।
৫) দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন ?
উঃ দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে কারণ দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধা পেয়ে পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটায় আর পশ্চিম ঢালে বৃষ্টিপাত হয় না বলে এই অঞ্চলে মরুভূমির সৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.