দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ গুলি লেখ
🌷 দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা কর।
ভার্সাই চুক্তিঃ ১৯১৯ খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। ঐতিহাসিক এইচ কার মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ভার্সাই চুক্তির মধ্যে। এই চুক্তির কঠোর ও অন্যায়ের শর্ত গুলির জন্য যুদ্ধ অনিবার্য ছিল।
ইঙ্গ-ফরাসী তোষণ নীতিঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী, মুসোলিনি ও হিটলারকে তোষণ করার নীতি গ্রহণ করে নিজেদের গণতন্ত্রকে রক্ষা করতে চেয়েছিলেন। ভার্ষাই চুক্তির সময় ফ্রান্স ও ইংল্যান্ড অন্যায় ভাবে জার্মানির কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছিল। এমন একতরফা অপমানজনক আরোপিত চুক্তির সব শর্ত লঙ্ঘন করে হিটলার রণসজ্জায় সজ্জিত হয়ে উঠলে এই মহাযুদ্ধ সূত্রপাত ঘটে।
হিটলারের দায়িত্বঃ ফ্রান্সের একটি বিচারালয়ের দলিল পত্র থেকে জানা যায়, হিটলার পরিকল্পিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। অস্ট্রিয়া দখল, মিউনিখ চুক্তির পর চেকোশ্লাভিয়া দখল, পোল্যান্ড আক্রমণ ও রুশ- জার্মান অনাক্রমণ যুক্তির মধ্য দিয়ে তিনি পরিকল্পিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিলেন।
মার্কিন দায়িত্বঃ রুশ ঐতিহাসিকদের কেউ কেউ মনে করেন মার্কিন পুঁজিপতি, ব্যাংক মালিক ও শিল্পপতিরা যুদ্ধের সূচনা করেন। ডাওয়েস প্ল্যান, নতুন অর্থনীতি বা নিউডিল যুদ্ধের সূচনা করেছিল।
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিঃ পোল্যান্ডের সোভিয়েত নীতির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় বলে বহু ঐতিহাসিক মনে করেন। এই অকারণ রুশ বিরোধী নীতির জন্য ১৯৩৯ খ্রিস্টাব্দে রুশ- জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। পোল্যান্ডের সাইলেশিয়া, ডানজিগ বন্দর দখলের জন্য হিটলার পোলিশ ,করিডর ব্যবহারের নামে পোল্যান্ড আক্রমণ করলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।
বিভিন্ন কারণের সমন্বয়ঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেন, চেষ্টা করলে এই যুদ্ধ এড়ানো যেত। আধুনিক ঐতিহাসিকরা বলেন, হিটলারের উচ্চ আশা ও পূর্ব পরিকল্পনার জন্য যুদ্ধ হয়নি। হিটলার একাও যুদ্ধের জন্য দায়ী নন। তৎকালীন পরিবেশ পরিস্থিতি ও আদর্শগত নানা দিক সামগ্রিকভাবে এর জন্য দায়ী ছিল।
আগ্রাসী নীতিঃ এক জটিল আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির জন্য উগ্র জাতীয়তাবাদের জন্ম হয়। এই সংকীর্ণ স্বার্থপর জাতীয়তাবাদী আদর্শের জন্য ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উত্থান ঘটে। ফ্যাসিবাদ ও নাৎসিবাদের আদর্শে বিশ্বাসীরা আগ্রাসী নীতিতে বিশ্বাসী ছিলেন। এই আগ্রাসী নীতি বিশ্বযুদ্ধের সূচনা ঘটিয়েছিল।
উপসংহারঃ ১৯৩৯ খ্রিস্টাব্দে সংঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারকে যতই দায়ী করা হোক না কেন, তিনি কিন্তু যুদ্ধের পরিকল্পনা বা প্রয়োজন অনুভব করেননি। এই যুদ্ধ যেভাবে শুরু হয় তাতে কূটনীতিবিদগণ মনে করেন এই যুদ্ধ ছিল পরিকল্পিত।আসলে এই বিশ্বযুদ্ধ শুরু হওয়ার এক মাস আগে পর্যন্ত কেউ অনুমানই করতে পারেননি। তাই এই যুদ্ধ পূর্ব পরিকল্পিত ছিল না।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.