স্বাস্থ্য ও শারীরশিক্ষা পঞ্চম শ্রেণী health & physical education
পথ নিরাপত্তা
A. বহুর মধ্যে সঠিক উত্তর খুঁজে বার কর।
১) রাস্তা পার হওয়ার সময় কি করতে হয় ?
ক) চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়
খ) ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়
গ) বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়
ঘ) সামনের দিকটা ফাঁকা থাকলেই রাস্তা পার হতে হয়।
২) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয় ?
ক) হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে
খ) জেব্রা ক্রসিং দিয়ে
গ) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে ।
ঘ) কার্ভ এলাকা দিয়ে
৩) জেব্রা ক্রসিং- এ কি রংয়ের দাগ থাকে ?
ক) লাল সাদা দাগ থাকে
খ) সাদাকালো দাগ থাকে
গ) হলুদ দাগ থাকে
ঘ) সাদা ডটের দাগ থাকে
৪) কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে ?
ক) লাল জ্বললে
খ) হলুদ জ্বললে
গ) সবুজ জ্বললে
ঘ) হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে
৫) যদি ট্রাফিকের লাল আলোর সংকেত বন্ধ হয়ে হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কি করতে হবে ?
ক) গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে হবে
খ) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে
গ) গাড়ি চলাতে শুরু করতে হবে
ঘ) গাড়ি থামিয়ে দিতে হবে।
৬) ট্রাফিকের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে সবুজ আলোর সংকেত জ্বললে কি করতে হবে ?
ক) সাথে সাথে গাড়ি চালাতে হবে
খ) সাথে সাথে গাড়ি থামাতে হবে
গ) গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে
ঘ) গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে
৭) ট্রাফিক পুলিশ কি কাজ করে ?
ক) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে।
খ) পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে
গ) ট্রাফিক পুলিশ আলোর সংকেত দেয়
ঘ) নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে
৮) রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত ?
ক) রাস্তা দিয়ে
খ) ফুটপাত দিয়ে
গ) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে
ঘ) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তা বাম দিক দিয়ে
৯) যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাটা হয় ?
ক) রাস্তার মাঝখান দিয়ে
খ) রাস্তার বাম দিক দিয়ে
গ) রাস্তার ডান দিক দিয়ে
ঘ) বাম ও ডান উভয় দিক দিয়ে
১০) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন ?
ক) দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ
খ) দৃষ্টিহীন ব্যক্তি নিজেই
গ) দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী
ঘ) দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহযোগী
আগুন
B. শূন্যস্থান পূরণ কর।
১) যেকোন স্থানেই আগুন লাগলে
_____________সৃষ্টি করে,
দাউ দাউ জ্বলে আগুনের শিখা
থাকা যায় না তো ঘরে।
২) ___________ গন্ধ যদি নাকে আসে
হতে হবে সাবধান,
দ্রুততার সাথে বন্ধ করবে
গ্যাসেরই তো নবখান।
৩) গ্যাসের গন্ধ পেলেই দরজা
_____________ দাও খুলে,
জলন্ত স্টোভে কেরোসিন যেন
ঢালবে না কেউ ভুলে।
৪) অযথা দৌড়াদৌড়ি না করে
নেমে এসো রাস্তায়
নিকটবর্তী _____________যেন
খবর পৌঁছে যায়।
৫) শাড়ির _____________ খাবার নামালে
বিপদ হতেই পারে,
সাঁড়াশিটা কাছে রাখতেই হবে
ঠিকমতো ব্যবহারে।
৬) হুকিং করাটা বড়ো___________
তেমনি ভয়ঙ্কর,
অসাবধানেতে আগুন লাগলে
পুড়ে যাবে বাড়িঘর।
স্বাস্থ্য বিধান
১) শরীরেতে যদি জলাভাব হয়,
চোখ বসে যায় তার,
পেটটা খারাপ, সাথে পায়খানা
যদি হয়____________
ক) একবার খ) বারবার
২) বুঝতেই হবে ডায়রিয়া রোগ
এবার ধরেছে তাকে,
দেহ কোশে __________ কমে গেছে তাই
ক্লান্ত যে হয়ে থাকে।
ক) মল। খ) জল
৩) ____________অভাব পূরণ করাই
এ রোগের মূল কথা,
তাই বলে জল উল্টোপাল্টা
খাবে না তো যথাতথা।
ক) জলের খ) ভিটামিনের
৪) ও আর এস গুলে বিশুদ্ধ জল
করবেই ব্যবহারে,
পিপাসা পেলেই এক _____________ করে
জল খাওয়া দরকার।
ক) গ্লাস খ) বোতল
৫) খাবার তৈরি যিনি করবেন
যেন ____________ নেন হাত,
পরিচ্ছন্নতা বড়ই জরুরী
কিবা দিন কিবা রাত।
ক) মুছে খ) ধুয়ে
৬) _____________খেলে উপসম হলে
নেই কোন চিন্তার
নয়তো স্বাস্থ্য কেন্দ্রে তাকে
নিয়ে যাওয়া দরকার।
ক) ORS খ) OSR
৭) _____________এটি এক রোগ
শিশুদের হয়ে থাকে,
বড়দেরও ওই রোগ হতে পারে
হঠাৎ যে কোনো ফাঁকে
ক) সংক্রামক খ) অসংক্রামক
৮) শরীর গরম কান মাথা ব্যথা
বমি বমি ভাব হয়,
___________ দিকটা ফুলে ফেঁপে ওঠে
মাম্পস তা নিশ্চয়
ক) মুখের খ) কাঁধের
Comments
Post a Comment
Haven't doubt please let me know.