Madhyamik History short question & answer
Madhyamik History short question & answer
মাধ্যমিক ইতিহাস MCQ & ESAY que type প্রশ্ন উত্তর
১) বাংলাকে ভাগ করেন কে ?
উঃ লর্ড কার্জন
২) বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নিলে বাংলায় কি শুরু হয়েছিল ?
উঃ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল।
৩) বঙ্গভঙ্গ আন্দোলনে যুক্ত কয়েকজন নারীর নাম লেখ।
উঃ সরলাদেবী চৌধুরানী, গিরিবালা দেবী
৪) বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে ?
উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর
৫) রাখিবন্ধন উৎসব চালু করেন কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৬) লক্ষীর ভান্ডার স্থাপন করেন কে ?
উঃ সরলাদেবী চৌধুরানী
৭) ভারতের বুলবুল নামে কে পরিচিত ?
উঃ সরোজিনী নাইডু
৮) রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে গঠন করেন ?
উঃ সরোজিনী নাইডু
৯) পাঞ্জাবে কার নেতৃত্বে নারী আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে ?
উঃ অমৃত কাউর
১০) তাম্রলিপ্ত জাতীয় সরকার কে গঠন করেন ?
উঃ সতীশচন্দ্র সামন্ত
১১) গান্ধীবুড়ি নামে কে পরিচিত ?
উঃ মাতঙ্গিনী হাজরা
১২) দিপালী সংঘ নামক নারী সংগঠনের প্রতিষ্ঠাতা কে ?
উঃ লীলা রায়
১৩) দিপালী সংঘের প্রধান উদ্দেশ্য কি ছিল ?
উঃ ব্রিটিশবিরোধী স্বাধীনতা যুদ্ধে নারীদের অংশগ্রহণের জন্য প্রস্তুত করে তোলা। এখানে লাঠিখেলা, শরীরচর্চা, অস্ত্রচালনা শিক্ষা প্রভৃতির মাধ্যমে মেয়েদের সাহস ও শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।
১৪) জয়শ্রী নামক পত্রিকা প্রকাশ করেন কে ?
উঃ লীলা রায়
১৫) ফুলতার ছদ্মনাম কে গ্রহণ করেন ?
উঃ প্রীতিলতা ওয়াদ্দেদার
১৬) প্রীতিলতা ওয়াদ্দেদার কিভাবে আত্মহত্যা করেন ?
উঃ ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করে।
১৭) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন ?
উঃ মাস্টারদা সূর্য সেন
১৮) এশিয়ার প্রথম নারী বাহিনীর নাম কি ?
উঃ ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী
১৯) ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন কে ?
উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায়
২০) স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন ?
উঃ অশ্বিনীকুমার দত্ত
২১) আন্টি সার্কুলার সোসাইটি কে গড়ে তোলেন?
উঃ শচীন্দ্রপ্রসাদ বসু
২২) কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ?
উঃ ১৯০৬ খ্রিস্টাব্দের সতীশচন্দ্র বসু
২৩) ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় কবে ?
উঃ ১৯০৮ খ্রিস্টাব্দে ১১ আগস্ট
২৪) বাঘাযতীন নামে কে পরিচিত ?
উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
২৫) বুড়িবালামের যুদ্ধ কবে হয়েছিল ?
উঃ ১৯১৫ খ্রিস্টাব্দে
২৬) গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?
উঃ লালা হরদয়াল
২৭) কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল ?
উঃ ১৯২৫ খ্রিস্টাব্দে
২৮) বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে কারা পরিচিত ?
উঃ হেমচন্দ্র ঘোষ ঢাকায় একটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন। সরকারি রিপোর্টে এই দলটিকে বেঙ্গল ভলান্টিয়ার্স নামে অভিহিত করা হয়।
২৯) আজাদ হিন্দ দিবস পালিত হয় কবে ?
উঃ ১২ নভেম্বর
৩০) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উঃ জ্যোতিবা ফুলে
৩১) হরিজন পত্রিকার সম্পাদক কে ?
উঃ মহাত্মা গান্ধী
৩২) দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় কবে অনুষ্ঠিত হয় ?
উঃ লন্ডনে, ১৯৩১ খ্রিস্টাব্দে
৩৩) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?
উঃ রামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে
৩৪) কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?
উঃ ১৯৩২ খ্রিস্টাব্দে আম্বেদকর ও গান্ধীজীর মধ্যে
৩৫) কবে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯১৩ খ্রিস্টাব্দে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.