Madhyamik History short question & answer

 Madhyamik History short question & answer

মাধ্যমিক ইতিহাস MCQ & ESAY que type প্রশ্ন উত্তর 

বিভিন্ন প্রকার আন্দোলন থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে সেগুলোই আজকে আলোচনা করা হয়েছে।
Madhyamik History, WBBSE history suggestions 2024, Short questions suggestion history, মাধ্যমিক সাজেশন ২০২৪, West Bengal Board Of Secondary education,itihas suggestion MCQ and saq type questions.

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ইতিহাস প্রশ্ন সাজেশন ২০২৪.

১) বাংলাকে ভাগ করেন কে ?

উঃ লর্ড কার্জন 

২) বঙ্গভঙ্গ সিদ্ধান্ত নিলে বাংলায় কি শুরু হয়েছিল ?

উঃ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল।

৩) বঙ্গভঙ্গ আন্দোলনে যুক্ত কয়েকজন নারীর নাম লেখ।

উঃ সরলাদেবী চৌধুরানী, গিরিবালা দেবী 

৪) বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে ?

উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর 

৫) রাখিবন্ধন উৎসব চালু করেন কে ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

৬) লক্ষীর ভান্ডার স্থাপন করেন কে ?

উঃ সরলাদেবী চৌধুরানী 

৭) ভারতের বুলবুল নামে কে পরিচিত ?

উঃ সরোজিনী নাইডু 

৮) রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে গঠন করেন ?

উঃ সরোজিনী নাইডু 

৯) পাঞ্জাবে কার নেতৃত্বে নারী আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে ?

উঃ অমৃত কাউর 

১০) তাম্রলিপ্ত জাতীয় সরকার কে গঠন করেন ?

উঃ সতীশচন্দ্র সামন্ত 

১১) গান্ধীবুড়ি নামে কে পরিচিত ?

উঃ মাতঙ্গিনী হাজরা 

১২) দিপালী সংঘ নামক নারী সংগঠনের প্রতিষ্ঠাতা কে ?

উঃ লীলা রায় 

১৩) দিপালী সংঘের প্রধান উদ্দেশ্য কি ছিল ?

উঃ ব্রিটিশবিরোধী স্বাধীনতা যুদ্ধে নারীদের অংশগ্রহণের জন্য প্রস্তুত করে তোলা। এখানে লাঠিখেলা, শরীরচর্চা, অস্ত্রচালনা শিক্ষা প্রভৃতির মাধ্যমে মেয়েদের সাহস ও শক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

১৪) জয়শ্রী নামক পত্রিকা প্রকাশ করেন কে ?

উঃ লীলা রায় 

১৫) ফুলতার ছদ্মনাম কে গ্রহণ করেন ?

উঃ প্রীতিলতা ওয়াদ্দেদার 

১৬) প্রীতিলতা ওয়াদ্দেদার কিভাবে আত্মহত্যা করেন ?

উঃ ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে আত্মহত্যা করে।

১৭) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন ?

উঃ মাস্টারদা সূর্য সেন 

১৮) এশিয়ার প্রথম নারী বাহিনীর নাম কি ?

উঃ ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী 

১৯) ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন কে ?

উঃ সতীশচন্দ্র মুখোপাধ্যায় 

২০) স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন ?

উঃ অশ্বিনীকুমার দত্ত 

২১) আন্টি সার্কুলার সোসাইটি কে গড়ে তোলেন?

উঃ শচীন্দ্রপ্রসাদ বসু

২২) কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ?

উঃ ১৯০৬ খ্রিস্টাব্দের সতীশচন্দ্র বসু

২৩) ক্ষুদিরাম বসুর মৃত্যু হয় কবে ?

উঃ ১৯০৮ খ্রিস্টাব্দে ১১ আগস্ট 

২৪) বাঘাযতীন নামে কে পরিচিত ?

উঃ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 

২৫) বুড়িবালামের যুদ্ধ কবে হয়েছিল ?

উঃ ১৯১৫ খ্রিস্টাব্দে 

২৬) গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?

উঃ লালা হরদয়াল 

২৭) কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল ?

উঃ ১৯২৫ খ্রিস্টাব্দে 

২৮) বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে কারা পরিচিত ?

উঃ হেমচন্দ্র ঘোষ ঢাকায় একটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন। সরকারি রিপোর্টে এই দলটিকে বেঙ্গল ভলান্টিয়ার্স নামে অভিহিত করা হয়।

২৯) আজাদ হিন্দ দিবস পালিত হয় কবে ?

উঃ ১২ নভেম্বর 

৩০) সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ জ্যোতিবা ফুলে 

৩১) হরিজন পত্রিকার সম্পাদক কে ?

উঃ মহাত্মা গান্ধী 

৩২) দ্বিতীয় গোলটেবিল বৈঠক কোথায় কবে অনুষ্ঠিত হয় ?

উঃ লন্ডনে, ১৯৩১ খ্রিস্টাব্দে 

৩৩) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?

উঃ রামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে 

৩৪) কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ ১৯৩২ খ্রিস্টাব্দে আম্বেদকর ও গান্ধীজীর মধ্যে 

৩৫) কবে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৯১৩ খ্রিস্টাব্দে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে।

               দ্বিতীয় ক্লাস

১) নমঃশূদ্র গোষ্ঠীর আধিক্য কোথায় লক্ষ্য করা যায়?
উঃ ঢাকা, ময়মনসিংহ,খুলনা,যশোহর ইত্যাদি জেলায়।
২) চন্ডাল নামে কারা পরিচিত?
উঃ উচ্চবর্ণের হিন্দুরা নমঃশূদ্রদের ঘৃণার চোখে দেখতো এবং চন্ডাল বলতো।
৩) নমঃশূদ্র আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখ।
উঃ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর প্রমুখ।
৪) প্রথম নমঃশূদ্র আন্দোলন কোথায় শুরু হয়? 
উঃ ১৮৭২-৭৩ খ্রীঃ ফরিদপুর বাখরগঞ্জ অঞ্চলে।
৫) নমঃশূদ্ররা কোন ধর্মীয় সংগঠনের মাধ্যমে সংগঠিত হতে থাকে ?
উঃ মতূয়া
৬) মতুয়া ধর্মের প্রবর্তক কে?
উঃ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর
৭) নমঃশূদ্র ওয়েলফেয়ার এসোসিয়েশন গড়ে তোলেন কে ?
উঃ গুরুচাঁদ ঠাকুর
৮) দলিত শ্রেনী সমিতির সভাপতি কে ছিলেন?
উঃ মুকুন্দবিহারি মল্লিক 
৯) ভারতের প্রথম আদমসুমারি গননা হয় কবে ?
উঃ ১৮৭২ খ্রিঃ 
১০) কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন ?
উঃ মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে 
১১) অকালি আন্দোলন ও নানকানা আন্দোলন করে কারা ?
উঃ পাঞ্জাবের শিখ সম্প্রদায় 
বাংলায় নমঃশূদ্র আন্দোলনের নেতৃত্ব দেন কে ?
উঃ প্রমথরঞ্জন ঠাকুর ও যোগেন্দ্র মণ্ডল 
১৩) হরিজন কারা ?
উঃ গান্ধিজি দলিতদের হরিজন বলতেন।
১৪) সুভাষচন্দ্র বসুর শিক্ষক কে ছিলেন ?
উঃ বেণীমাধব দাস 
১৫) মন্দিরা নামে মাসিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন কে ?
উঃ বীনা দাস 
১৬) শৃঙ্খল ঝঙ্কার' কার আত্মজীবনী?
উঃ বিনা দাস 






Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)