ইতিহাস প্রকল্প (History Project)class9
ইতিহাস প্রকল্প (History Project)
১) বর্তমানকে শিল্প বিপ্লবের যুগ বলব না শিল্প বিবর্তনের যুগ?- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
শিল্প বিপ্লবঃ দৈনিক শ্রমের পরিবর্তে উন্নতি প্রযুক্তি বিদ্যার সাহায্যে অল্প সময়ে অল্প খরচে ব্যাপক পরিমাণে উৎপাদনকে বলা হয় শিল্প বিপ্লব। কোন ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনকে সাধারণভাবে শিল্প বিপ্লব বলা হয়।
শিল্প বিবর্তনঃ বিবর্তন হলো এমন একটি ধারণা যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গঠনগত ও চরিত্রগত বৈশিষ্ট্যের ক্রমপরির্তন। কোনো শিল্প প্রথম সৃষ্টির অবস্থায় যেরকম ছিল পরবর্তীকালে সেই শিল্পের গঠনগত ও চরিত্রগত বৈশিষ্ট্যের ক্রমপরির্তনকে শিল্প বিবর্তন বলে।
শিল্প বিপ্লব না শিল্প বিবর্তন ঃঃ
বর্তমান যুগে শিল্প বিপ্লব না শিল্প বিবর্তন বলা যায় সে সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয়। পূর্বে হস্তচালিত শক্তির বদলে বর্তমানে শিল্প বিপ্লবের ফলে তার চরিত্র বদলে বাষ্প চালিত শক্তির দ্বারা নানা যন্ত্র চালিত হচ্ছে। ফলে এর উৎপাদন ব্যবস্থা বপ্লবিক পরিবর্তন এসেছে। কুটির শিল্পের পরিবর্তে যন্ত্রচালিত শিল্পের প্রাধান্য বহুগুণ বেড়ে গেছে। আসলে অষ্টাদশ শতাব্দি ছিল বিপ্লবের যুগ। এই যুগের এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হলো শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবকে এক যুগান্তকারী ঘটনা হিসাবে উল্লেখ করে ইংল্যান্ডের জনজীবনে গভীর পরিবর্তন এসেছিল। তাই বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন শিল্প বিপ্লব অপেক্ষা শিল্প বিবর্তন কথাটি অনেক বেশি গ্রহণযোগ্য কারণ শিল্প বিপ্লব যে পরিবর্তন এনেছিল তা অত্যন্ত ধীরগতি সম্পন্ন।
উপসংহারঃ আমি বিবর্তনবাদী পদ্ধতির পক্ষে সমর্থন করি। ইতিহাস অধ্যয়ন করে আমি একক ব্যাখ্যার কারণ সম্পর্কে দ্বিধাগ্রাহী শিখেছি। এর অর্থ এই নয় যে, একক কারণে ঘটনার ঘটনা ঘটে না,।শুধু যে পৃথিবী সাধারণত আরও জটিল হয়, এবং বিবর্তন পদ্ধতিটি সবসময়ই আমার মনের মধ্যে সবচেয়ে শক্তিশালী।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.